ETV Bharat / city

আক্রান্ত আদালতকর্মীদের 80 শতাংশ চিকিৎসা খরচ দেবে হাইকোর্ট - আক্রান্ত আদালতকর্মীদের চিকিৎসা খরচ দেবে হাইকোর্ট

কোরোনা আক্রান্ত আদালতকর্মীদের অগ্রিম 80 শতাংশ চিকিৎসা খরচ দেওয়া হবে, জানাল কলকাতা হাইকোর্ট৷ আক্রান্ত কর্মীর পরিবার ফোনে খবর দিলেই চিকিৎসা খরচ দেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়৷

HC pay medical expenses
কলকাতা হাইকোর্ট৷
author img

By

Published : Jun 18, 2020, 7:25 PM IST

কলকাতা, 18 জুন : রাজ্যের সব নিম্ন আদালতেই কমবেশি কাজকর্ম শুরু হয়েছে। কোরোনা আবহে কাজ শুরু হওয়ায় আদালতের বিচারক থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের সংক্রমণের ঝুঁকি রয়েছে। সেই কথা মাথায় রেখেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গতকাল এক নির্দেশিকা জারি করেন৷ যেখানে বলা হল, আদালতের কোনও কর্মী বা আধিকারিক যদি COVID-19 আক্রান্ত হন তবে তাঁর পরিবারকে চিকিৎসার 80 শতাংশ খরচ অগ্রিম দেওয়া হবে। গোটাটাই বহন করবে হাইকোর্ট৷

আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে নিম্ন আদালতের বিচারকরা যেন প্রোটোকল মেনে চিঠি না দেন, তাও বলেছে হাইকোর্ট৷ এক্ষেত্রে টেলিফোন করে জানালেই কাজ হবে। আন্দামান নিকোবর সার্কিট বেঞ্চ সহ রাজ্যের সমস্ত নগর ও জেলা আদালতের বিচারকদের এই নির্দেশিকা দেওয়া হয়েছে৷ সাধারণ কর্মী থেকে আধিকারিক, সকলের ক্ষেত্রেই একইভাবে টেলিফোনে চিকিৎসার খরচের কথা জানাতে বলেছেন প্রধান বিচারপতি৷

এর আগে 2 মে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ঘোষণা করে, অ্যাসোসিয়েশনের কোনও সদস্য যদি COVID -19 আক্রান্ত হন এবং তাঁর পরিবার যদি চিকিৎসা খরচ বহন করতে সক্ষম না হন, সেক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন 50 হাজার টাকা পর্যন্ত চিকিৎসা খরচ বহন করবে। COVID-19 আক্রান্ত হয়ে অ্যাসোসিয়েশনের সদস্য মারা গেলে পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছিলেন হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক কুমার ধানধানিয়া। এছাড়াও লকডাউনে আদালতের কাজকর্ম স্বাভাবিকভাবে না চলায় বার কাউন্সিল প্রত্যেক আইনজীবীকে 3 হাজার টাকা করে আর্থিক সাহায্য করেছে৷

কলকাতা, 18 জুন : রাজ্যের সব নিম্ন আদালতেই কমবেশি কাজকর্ম শুরু হয়েছে। কোরোনা আবহে কাজ শুরু হওয়ায় আদালতের বিচারক থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের সংক্রমণের ঝুঁকি রয়েছে। সেই কথা মাথায় রেখেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গতকাল এক নির্দেশিকা জারি করেন৷ যেখানে বলা হল, আদালতের কোনও কর্মী বা আধিকারিক যদি COVID-19 আক্রান্ত হন তবে তাঁর পরিবারকে চিকিৎসার 80 শতাংশ খরচ অগ্রিম দেওয়া হবে। গোটাটাই বহন করবে হাইকোর্ট৷

আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে নিম্ন আদালতের বিচারকরা যেন প্রোটোকল মেনে চিঠি না দেন, তাও বলেছে হাইকোর্ট৷ এক্ষেত্রে টেলিফোন করে জানালেই কাজ হবে। আন্দামান নিকোবর সার্কিট বেঞ্চ সহ রাজ্যের সমস্ত নগর ও জেলা আদালতের বিচারকদের এই নির্দেশিকা দেওয়া হয়েছে৷ সাধারণ কর্মী থেকে আধিকারিক, সকলের ক্ষেত্রেই একইভাবে টেলিফোনে চিকিৎসার খরচের কথা জানাতে বলেছেন প্রধান বিচারপতি৷

এর আগে 2 মে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ঘোষণা করে, অ্যাসোসিয়েশনের কোনও সদস্য যদি COVID -19 আক্রান্ত হন এবং তাঁর পরিবার যদি চিকিৎসা খরচ বহন করতে সক্ষম না হন, সেক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন 50 হাজার টাকা পর্যন্ত চিকিৎসা খরচ বহন করবে। COVID-19 আক্রান্ত হয়ে অ্যাসোসিয়েশনের সদস্য মারা গেলে পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছিলেন হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক কুমার ধানধানিয়া। এছাড়াও লকডাউনে আদালতের কাজকর্ম স্বাভাবিকভাবে না চলায় বার কাউন্সিল প্রত্যেক আইনজীবীকে 3 হাজার টাকা করে আর্থিক সাহায্য করেছে৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.