ETV Bharat / city

এনআইএ-র মামলায় ছত্রধর ও রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করে আনআইএ কর্তৃপক্ষ । সেই মামলার শুনানিতে আজ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যকে এবং ছত্রধর মাহাতকে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিল ।

author img

By

Published : Dec 14, 2020, 10:29 PM IST

Kolkata High Court sought the statement
Kolkata High Court sought the statement

কলকাতা 14 ডিসেম্বর: এনআইএ-র দায়ের করা মামলায় এবার ছত্রধর মাহাত ও রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট । 18 জানুয়ারির মধ্যে ছত্রধর মাহাতো ও রাজ্যকে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের । গত 4 ডিসেম্বর ছত্রধর মাহাতোকে হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে কলকাতার নগর দায়রা আদালতের এনআইএ বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করে আনআইএ কর্তৃপক্ষ । সেই মামলার শুনানিতে আজ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যকে এবং ছত্রধর মাহাতকে আলাদা আলাদা করে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুনের মামলায় ছত্রধর মাহাত-সহ 27 জন অভিযুক্তকে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছিল এনআইএ বিশেষ আদালতে । কিন্তু সেই মামলায় অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা যাবে না তবে তদন্তের স্বার্থে এনআইএ তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে বলে নির্দেশ দেয় কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত । এরপরই কলকাতা হাইকোর্টে আপিল করেছিল এনআইএ । জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতর বিরুদ্ধে 2009 সালে প্রথমে বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পনবন্দি করার ঘটনায় লালগড় থানায় অভিযোগ দায়ের হয় । পরে লালগড় থানাতেই আরও একটি অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রামের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় । এই দু'টি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে এনআইএকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চলতি বছরের 30 মার্চ । ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার চিঠি দিয়েছে এনআইএ । ঝাড়গ্রাম গিয়েও ছত্রধর মাহাতকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ-র আধিকারিকরা ।

তারপরেও ছত্রধর মাহাতো তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে ছত্রধর মাহাতো-সহ 27 জন অভিযুক্তকে হেপাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল এনআইএ কর্তৃপক্ষ । সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই কলকাতা হাইকোর্টে আপিল করেছিল এনআইএ । তারপরই আজকের নির্দেশ আদলতের ৷

কলকাতা 14 ডিসেম্বর: এনআইএ-র দায়ের করা মামলায় এবার ছত্রধর মাহাত ও রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট । 18 জানুয়ারির মধ্যে ছত্রধর মাহাতো ও রাজ্যকে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের । গত 4 ডিসেম্বর ছত্রধর মাহাতোকে হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে কলকাতার নগর দায়রা আদালতের এনআইএ বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করে আনআইএ কর্তৃপক্ষ । সেই মামলার শুনানিতে আজ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যকে এবং ছত্রধর মাহাতকে আলাদা আলাদা করে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুনের মামলায় ছত্রধর মাহাত-সহ 27 জন অভিযুক্তকে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছিল এনআইএ বিশেষ আদালতে । কিন্তু সেই মামলায় অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা যাবে না তবে তদন্তের স্বার্থে এনআইএ তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে বলে নির্দেশ দেয় কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত । এরপরই কলকাতা হাইকোর্টে আপিল করেছিল এনআইএ । জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতর বিরুদ্ধে 2009 সালে প্রথমে বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পনবন্দি করার ঘটনায় লালগড় থানায় অভিযোগ দায়ের হয় । পরে লালগড় থানাতেই আরও একটি অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রামের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় । এই দু'টি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে এনআইএকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চলতি বছরের 30 মার্চ । ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার চিঠি দিয়েছে এনআইএ । ঝাড়গ্রাম গিয়েও ছত্রধর মাহাতকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ-র আধিকারিকরা ।

তারপরেও ছত্রধর মাহাতো তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে ছত্রধর মাহাতো-সহ 27 জন অভিযুক্তকে হেপাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল এনআইএ কর্তৃপক্ষ । সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই কলকাতা হাইকোর্টে আপিল করেছিল এনআইএ । তারপরই আজকের নির্দেশ আদলতের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.