ETV Bharat / city

কাল 5টা পর্যন্ত টেট-এর মামলাকারীদের অফলাইনে আবেদনের সুযোগ হাইকোর্টের

মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি ছিল, 2017 সালের পরে তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন । যেহেতু 2017 সালের পরীক্ষা এখন নেওয়া হচ্ছে, অতএব তাঁদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক ৷ হাইকোর্ট মামলাকারীদের পক্ষেই নির্দেশ দিল ৷

TET plaintiff Candidates will be given the opportunity to apply offline till 5 pm Friday
TET plaintiff Candidates will be given the opportunity to apply offline till 5 pm Friday
author img

By

Published : Jan 28, 2021, 5:23 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : মামলাকারী প্রার্থীদের আগামীকাল বেলা পাঁচটা পর্যন্ত অফলাইনে আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । টেট-এর 2017 সালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে গত 4 জানুয়ারি কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি মামলা । মামলার বয়ান অনুযায়ী 2017 সালের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল মে মাসের 12 তারিখে । কিন্তু সেই পরীক্ষা নেওয়া হয়নি । কয়েকদিন আগে 2017 সালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি, 2017 সালের পরে তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন । যেহেতু 2017 সালের পরীক্ষা এখন নেওয়া হচ্ছে, তাই তাঁরাও যাতে পরীক্ষায় বসার সুযোগ পান সেই নির্দেশ দিক হাইকোর্ট । এই দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন ইমানা চৌধুরি-সহ একাধিক চাকরিপ্রার্থী ।

মামলাকারীদের বক্তব্য, 2017 সালে যেহেতু তাঁদের প্রশিক্ষণ ছিল না তাই তাঁরা আবেদন করতে পারেননি । এখন তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত । এন সি টি-র গাইডলাইন অনুযায়ী বছরে একবার টেট পরীক্ষা নেওয়ার কথা । কিন্তু দীর্ঘ কয়েক বছর পরীক্ষাই নেওয়া হয়নি । তাহলে এখন প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কেন পরীক্ষায় বসতে পারবেন না তাঁরা ? একথাও উল্লেখ করা হয়, যে টেট পরীক্ষা কোনও নিয়োগের পরীক্ষা নয় । এটা প্রাথমিক পর্বে একজন প্রার্থীর যোগ্যতামান যাচাইয়ের পরীক্ষা । সেই জন্যই 2017 সালের বিজ্ঞপ্তিকে সংশোধন করে যাতে 2020 সাল পর্যন্ত যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের সকলকে পরীক্ষায় বসতে দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন: টেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা কলকাতা হাইকোর্টে

মামলার শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রাইমারি শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেছিলেন, 2017 সালের বিজ্ঞপ্তির পর কেন এতদিন টেট পরীক্ষা নেওয়া হয়নি ৷ যদিও প্রাইমারি শিক্ষা পর্ষদ সদুত্তর দিতে পারেনি । সব পক্ষের বক্তব্য শোনার পর আজ বিচারপতি রাজর্ষি ভারদ্বাজ নির্দেশ দিয়েছেন, মামলাকারী চাকরিপ্রার্থীদের আগামীকাল বেলা পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দিতে হবে, যাতে তাঁরা পরীক্ষায় বসতে পারেন ।

আরও পড়ুন: 31 জানুয়ারি প্রাথমিকের টেট, বিজ্ঞপ্তি পর্ষদের

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "আদালতের রায়ে স্পষ্ট, যে ন্যায্য দাবির জয় হল । যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল এই প্রার্থীরা ।"

মামলাকারীদের তরফে আরেক আইনজীবী আলি আহসান আলমগীর বলেন, "হাজার হাজার এরকম প্রার্থী রয়েছেন । যদিও শুধুমাত্র মামলাকারীদের আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । এখন অন্য প্রার্থীদের কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার ।"

কলকাতা, 28 জানুয়ারি : মামলাকারী প্রার্থীদের আগামীকাল বেলা পাঁচটা পর্যন্ত অফলাইনে আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । টেট-এর 2017 সালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে গত 4 জানুয়ারি কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি মামলা । মামলার বয়ান অনুযায়ী 2017 সালের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল মে মাসের 12 তারিখে । কিন্তু সেই পরীক্ষা নেওয়া হয়নি । কয়েকদিন আগে 2017 সালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি, 2017 সালের পরে তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন । যেহেতু 2017 সালের পরীক্ষা এখন নেওয়া হচ্ছে, তাই তাঁরাও যাতে পরীক্ষায় বসার সুযোগ পান সেই নির্দেশ দিক হাইকোর্ট । এই দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন ইমানা চৌধুরি-সহ একাধিক চাকরিপ্রার্থী ।

মামলাকারীদের বক্তব্য, 2017 সালে যেহেতু তাঁদের প্রশিক্ষণ ছিল না তাই তাঁরা আবেদন করতে পারেননি । এখন তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত । এন সি টি-র গাইডলাইন অনুযায়ী বছরে একবার টেট পরীক্ষা নেওয়ার কথা । কিন্তু দীর্ঘ কয়েক বছর পরীক্ষাই নেওয়া হয়নি । তাহলে এখন প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কেন পরীক্ষায় বসতে পারবেন না তাঁরা ? একথাও উল্লেখ করা হয়, যে টেট পরীক্ষা কোনও নিয়োগের পরীক্ষা নয় । এটা প্রাথমিক পর্বে একজন প্রার্থীর যোগ্যতামান যাচাইয়ের পরীক্ষা । সেই জন্যই 2017 সালের বিজ্ঞপ্তিকে সংশোধন করে যাতে 2020 সাল পর্যন্ত যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের সকলকে পরীক্ষায় বসতে দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন: টেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা কলকাতা হাইকোর্টে

মামলার শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রাইমারি শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেছিলেন, 2017 সালের বিজ্ঞপ্তির পর কেন এতদিন টেট পরীক্ষা নেওয়া হয়নি ৷ যদিও প্রাইমারি শিক্ষা পর্ষদ সদুত্তর দিতে পারেনি । সব পক্ষের বক্তব্য শোনার পর আজ বিচারপতি রাজর্ষি ভারদ্বাজ নির্দেশ দিয়েছেন, মামলাকারী চাকরিপ্রার্থীদের আগামীকাল বেলা পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দিতে হবে, যাতে তাঁরা পরীক্ষায় বসতে পারেন ।

আরও পড়ুন: 31 জানুয়ারি প্রাথমিকের টেট, বিজ্ঞপ্তি পর্ষদের

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "আদালতের রায়ে স্পষ্ট, যে ন্যায্য দাবির জয় হল । যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল এই প্রার্থীরা ।"

মামলাকারীদের তরফে আরেক আইনজীবী আলি আহসান আলমগীর বলেন, "হাজার হাজার এরকম প্রার্থী রয়েছেন । যদিও শুধুমাত্র মামলাকারীদের আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । এখন অন্য প্রার্থীদের কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.