ETV Bharat / city

দক্ষিণ দমদম পৌরসভায় সংরক্ষিত আসনের নতুন তালিকা তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টের - বিচারপতি অরিন্দম সিনহা

দক্ষিণ দমদম পৌরসভার প্রার্থীদের সংরক্ষিত আসন তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম সিনহা ।

Kolkata high court ordered election commission to make new list for South Dumdum Municipal election
দক্ষিন দমদম পৌরসভায় সংরক্ষিত আসনের নতুন তালিকা তৈরি করার নির্দেশ কলকাতা হাইকোর্টের
author img

By

Published : Feb 24, 2020, 7:49 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: পৌরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, দক্ষিণ দমদম পৌরসভার প্রার্থীদের সংরক্ষিত আসন তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম সিনহা ।

দক্ষিণ দমদম এলাকার বাসিন্দা অরূপ দে’র বক্তব্য অনুযায়ী, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ড থেকে তিনি পৌরভোটে প্রার্থী হতে চেয়ে ছিলেন । কিন্তু গত 10-2-2020 তারিখে প্রিজ়াইডিং অফিসার আসন্ন পৌরসভার নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে দেখা যাচ্ছে সেখানে আসন মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় তিনি সুযোগ থেকে বঞ্চিত হন । অরূপ বাবুর বক্তব্য হচ্ছে 2015 সালের শেষ পৌরসভা নির্বাচনে 29 নম্বর ওয়ার্ড ও দুই নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত ছিল । তাহলে আবার এবছর কীভাবে এই ওয়ার্ডগুলো মহিলা সংরক্ষিত হয়? 1994 সালের সংরক্ষণ আইনের 29 ধারা ও 3 উপধারার সম্পূর্ণ বিরোধী এটা ।

মামলার শুনানিতে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী নয়ন বিহানি অবশ্য বলেন, ‘‘কমিশন সমস্ত কিছু খতিয়ে দেখে সম্পূর্ণ আইন মেনেই প্রার্থী তালিকা তৈরি করেছে । কিন্তু বিচারপতি অরিন্দম সিনহা সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশনকে নির্দেশ দেন 10-2-2020 তারিখে প্রিসাইডিং অফিসার সংরক্ষিত আসনের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করতে ।’’

কলকাতা, 24 ফেব্রুয়ারি: পৌরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, দক্ষিণ দমদম পৌরসভার প্রার্থীদের সংরক্ষিত আসন তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম সিনহা ।

দক্ষিণ দমদম এলাকার বাসিন্দা অরূপ দে’র বক্তব্য অনুযায়ী, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ড থেকে তিনি পৌরভোটে প্রার্থী হতে চেয়ে ছিলেন । কিন্তু গত 10-2-2020 তারিখে প্রিজ়াইডিং অফিসার আসন্ন পৌরসভার নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে দেখা যাচ্ছে সেখানে আসন মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় তিনি সুযোগ থেকে বঞ্চিত হন । অরূপ বাবুর বক্তব্য হচ্ছে 2015 সালের শেষ পৌরসভা নির্বাচনে 29 নম্বর ওয়ার্ড ও দুই নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত ছিল । তাহলে আবার এবছর কীভাবে এই ওয়ার্ডগুলো মহিলা সংরক্ষিত হয়? 1994 সালের সংরক্ষণ আইনের 29 ধারা ও 3 উপধারার সম্পূর্ণ বিরোধী এটা ।

মামলার শুনানিতে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী নয়ন বিহানি অবশ্য বলেন, ‘‘কমিশন সমস্ত কিছু খতিয়ে দেখে সম্পূর্ণ আইন মেনেই প্রার্থী তালিকা তৈরি করেছে । কিন্তু বিচারপতি অরিন্দম সিনহা সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশনকে নির্দেশ দেন 10-2-2020 তারিখে প্রিসাইডিং অফিসার সংরক্ষিত আসনের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করতে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.