কলকাতা, 24 ফেব্রুয়ারি: পৌরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, দক্ষিণ দমদম পৌরসভার প্রার্থীদের সংরক্ষিত আসন তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম সিনহা ।
দক্ষিণ দমদম এলাকার বাসিন্দা অরূপ দে’র বক্তব্য অনুযায়ী, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ড থেকে তিনি পৌরভোটে প্রার্থী হতে চেয়ে ছিলেন । কিন্তু গত 10-2-2020 তারিখে প্রিজ়াইডিং অফিসার আসন্ন পৌরসভার নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে দেখা যাচ্ছে সেখানে আসন মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় তিনি সুযোগ থেকে বঞ্চিত হন । অরূপ বাবুর বক্তব্য হচ্ছে 2015 সালের শেষ পৌরসভা নির্বাচনে 29 নম্বর ওয়ার্ড ও দুই নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত ছিল । তাহলে আবার এবছর কীভাবে এই ওয়ার্ডগুলো মহিলা সংরক্ষিত হয়? 1994 সালের সংরক্ষণ আইনের 29 ধারা ও 3 উপধারার সম্পূর্ণ বিরোধী এটা ।
মামলার শুনানিতে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী নয়ন বিহানি অবশ্য বলেন, ‘‘কমিশন সমস্ত কিছু খতিয়ে দেখে সম্পূর্ণ আইন মেনেই প্রার্থী তালিকা তৈরি করেছে । কিন্তু বিচারপতি অরিন্দম সিনহা সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশনকে নির্দেশ দেন 10-2-2020 তারিখে প্রিসাইডিং অফিসার সংরক্ষিত আসনের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করতে ।’’