ETV Bharat / city

Duare Ration : দুয়ারে রেশন প্রকল্পে ডিলারদের আর্জি গ্রহণ করল না আদালত

দুয়ারে রেশন প্রকল্পে ডিলারদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে দাবি করে এবং এই প্রকল্প কেন্দ্রীয় আইনের বিরোধী দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল ডিলারদের একাংশ। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা গত 15 সেপ্টেম্বর সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান, এই প্রকল্প রাজ্য সরকার পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করছে ৷ তাই এই প্রকল্পের উপর এখনই হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।

Duare Ration
দুয়ারে রেশন প্রকল্পে ডিলারদের আর্জি গ্রহণ করল না আদালত
author img

By

Published : Oct 25, 2021, 3:54 PM IST

কলকাতা 25 অক্টোবর: দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে আদালতে ধাক্কা খেলেন রেশন ডিলাররা ৷ রাজ্য সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা ৷ কিন্তু রেশন ডিলারদের আর্জি গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট ৷ সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে ডিলাররা জানায়, রাজ্য সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন রয়েছে ।

কিন্তু গত শনিবার এই প্রকল্পের স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ৷ আদালত জরুরি ভিত্তিতে বিষয়টির শুনানি করে নির্দেশ দিক। এমনই আবেদন করেছিলেন রেশন ডিলাররা ৷ কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিষয়টির জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই বলে ডিলারদের আর্জি খারিজ করে দেয়।

এর আগে দুয়ারে রেশন প্রকল্পে ডিলারদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে দাবি করে এবং এই প্রকল্প কেন্দ্রীয় আইনের বিরোধী দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা গত 15 সেপ্টেম্বর সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান, এই প্রকল্প রাজ্য সরকার পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করছে তাই এই প্রকল্পের উপর এখনই হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন : বাড়িতে পিত্জা ডেলিভারি হলে দুয়ারে রেশন কেন নয় ? প্রশ্ন কেজরির

ডিলারদের মূল বক্তব্য ছিল এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করেনি ৷ তাছাড়া বাড়িতে গিয়ে রেশন দেওয়াটা আইন সঙ্গতও নয়। ডিলারদের পক্ষে তা সম্ভবও নয়। কারণ সেই পরিকাঠামো রাজ্যের নেই । বাড়িতে গিয়ে রেশন দেওয়ার জন্য যে বাড়তি খরচের হবে, সেই বোঝা বহন করতে হবে তাঁদের। তাদের স্বার্থ ক্ষুণ্ণ করে এই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান রেশন ডিলাররা ৷

কলকাতা 25 অক্টোবর: দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে আদালতে ধাক্কা খেলেন রেশন ডিলাররা ৷ রাজ্য সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা ৷ কিন্তু রেশন ডিলারদের আর্জি গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট ৷ সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে ডিলাররা জানায়, রাজ্য সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন রয়েছে ।

কিন্তু গত শনিবার এই প্রকল্পের স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ৷ আদালত জরুরি ভিত্তিতে বিষয়টির শুনানি করে নির্দেশ দিক। এমনই আবেদন করেছিলেন রেশন ডিলাররা ৷ কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিষয়টির জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই বলে ডিলারদের আর্জি খারিজ করে দেয়।

এর আগে দুয়ারে রেশন প্রকল্পে ডিলারদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে দাবি করে এবং এই প্রকল্প কেন্দ্রীয় আইনের বিরোধী দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা গত 15 সেপ্টেম্বর সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান, এই প্রকল্প রাজ্য সরকার পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করছে তাই এই প্রকল্পের উপর এখনই হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন : বাড়িতে পিত্জা ডেলিভারি হলে দুয়ারে রেশন কেন নয় ? প্রশ্ন কেজরির

ডিলারদের মূল বক্তব্য ছিল এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করেনি ৷ তাছাড়া বাড়িতে গিয়ে রেশন দেওয়াটা আইন সঙ্গতও নয়। ডিলারদের পক্ষে তা সম্ভবও নয়। কারণ সেই পরিকাঠামো রাজ্যের নেই । বাড়িতে গিয়ে রেশন দেওয়ার জন্য যে বাড়তি খরচের হবে, সেই বোঝা বহন করতে হবে তাঁদের। তাদের স্বার্থ ক্ষুণ্ণ করে এই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান রেশন ডিলাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.