ETV Bharat / city

More Electric Buses : শহরের পথে আরও 10টি ইলেকট্রিক বাস, উদ্বোধনে মেয়র - উদ্বোধনে মেয়র

পেট্রল ও ডিজেলের বিকল্প উপায়ে যাত্রী পরিষেবা দিতে শহরের পথে নামল আরও 10 ইলেকট্রিক বাস (Kolkata gets 10 more electric buses) ৷ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম(Transport Minister Firhad Hakim) 10টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন ।

Kolkata gets 10 more electric buses
More Electric Buses
author img

By

Published : May 25, 2022, 9:07 PM IST

কলকাতা, 25 মে : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিকল্পর খোঁজে রাজ্য পরিবহণ দফতর ইতিমধ্যে চালু করেছে ইলেকট্রিক বাস । এবার আরও 10টি ইলেকট্রিক চালিত বাসের উদ্বোধন করা হল (Kolkata gets 10 more electric buses)। আজ কসবা পরিবহণ ভবনে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম(Transport Minister Firhad Hakim) 10টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন ।

পরিবহণ দফতরের উদ্যোগে এর আগেও এই ধরনের ইলেকট্রিক চালিত বাস পথে নামানো হয়েছে । এবার শহর পেতে চলেছে আরও 10টি ইলেকট্রিক চালিত বাস । পরিবহণমন্ত্রী ছাড়াও বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)-এর ম্যানেজিং ডিরেক্টর রাজন বীর সিং কাপুর । রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "পেট্রল ও ডিজেলে বাস চালিয়ে যে খরচ হয়, সেই খরচকে কম করতেই এই পরিকল্পনা । আপাতত 10টি বাস পথে নামানো হলেও, ধাপে ধাপে আরও 40টি বাস চালু করা হবে ।" জুলাই মাসের মধ্যেই পথ নামবে বাসগুলি বলে জানান ফিরহাদ হাকিম ।

বেশ কয়েক বছরে ধাপে ধাপে শহরের পথে নেমেছে প্রায় 80টি ইলেকট্রিক বাস । আর যাতে এই বাসগুলি চালাবার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তাই শহরের বিভিন্ন জায়গায় 76টি চার্জিং স্টেশনও তৈরি করা হয়েছে । এছাড়াও ফেম টু স্কিমের অন্তর্গত আরও (Fame II scheme- guided by CESL) 1200টি ইলেকট্রিক বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে দফতরের বলে জানা গিয়েছে । এমনকি এই বছরের মধ্যেই 400টি ই-বাস এবং পরের বছরের মধ্যেই আরও 800টি ই-বাস পথে নামানোর পরিকল্পনা রয়েছে ।

শহরের পথে নামল আরও 10 ইলেকট্রিক বাস

আরও পড়ুন : KMC Protest : বাম কর্মচারী সংগঠনের বিক্ষোভ কলকাতা পৌরনিগমে

পরিবহণমন্ত্রী বলেন, "তেলের দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আমাদের বাসের ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না । এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে ভাড়া না বাড়িয়ে কীভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় । তাই পেট্রল ও ডিজেলের বিকল্প উপায় অর্থাৎ ইলেকট্রিক, ব্যাটারি এবং সিএনজি চালিত বাসের উপর বেশি জোর দেওয়া হচ্ছে । এছাড়াও একাধিক বাস সিএনজিতে রূপান্তরিত করে চালানো হবে । এমনকি বেসরকারি বাস মালিকদেরও সিএনজিতে বাস চালাবার সমস্ত সাহায্য করা হবে । তাঁদের সিএনজি কিটও দেওয়া হবে ।"

এছাড়াও ফিরহাদ হাকিম বলেন, "ওড়িশার বাস দুর্ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্ঘটনার কবলে পড়া আহত 50 জন যাত্রীকে ফিরিয়ে নিয়ে আসা ও মৃতদেহ আনার ব্যবস্থা করার দায়িত্ব নেওয়া হয়েছে । এছাড়াও একটি বড় বাস এবং দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ঘটনাস্থলের উদ্দেশে । পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে একটি রেস্কিউ টিমও ইতিমধ্যেই সেখানে পাঠানো হয়েছে ।"

আরও পড়ুন : Odisha Bus Accident : ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত হাওড়ার 6 বাসিন্দা, আহত 45

কলকাতা, 25 মে : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিকল্পর খোঁজে রাজ্য পরিবহণ দফতর ইতিমধ্যে চালু করেছে ইলেকট্রিক বাস । এবার আরও 10টি ইলেকট্রিক চালিত বাসের উদ্বোধন করা হল (Kolkata gets 10 more electric buses)। আজ কসবা পরিবহণ ভবনে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম(Transport Minister Firhad Hakim) 10টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন ।

পরিবহণ দফতরের উদ্যোগে এর আগেও এই ধরনের ইলেকট্রিক চালিত বাস পথে নামানো হয়েছে । এবার শহর পেতে চলেছে আরও 10টি ইলেকট্রিক চালিত বাস । পরিবহণমন্ত্রী ছাড়াও বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)-এর ম্যানেজিং ডিরেক্টর রাজন বীর সিং কাপুর । রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "পেট্রল ও ডিজেলে বাস চালিয়ে যে খরচ হয়, সেই খরচকে কম করতেই এই পরিকল্পনা । আপাতত 10টি বাস পথে নামানো হলেও, ধাপে ধাপে আরও 40টি বাস চালু করা হবে ।" জুলাই মাসের মধ্যেই পথ নামবে বাসগুলি বলে জানান ফিরহাদ হাকিম ।

বেশ কয়েক বছরে ধাপে ধাপে শহরের পথে নেমেছে প্রায় 80টি ইলেকট্রিক বাস । আর যাতে এই বাসগুলি চালাবার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তাই শহরের বিভিন্ন জায়গায় 76টি চার্জিং স্টেশনও তৈরি করা হয়েছে । এছাড়াও ফেম টু স্কিমের অন্তর্গত আরও (Fame II scheme- guided by CESL) 1200টি ইলেকট্রিক বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে দফতরের বলে জানা গিয়েছে । এমনকি এই বছরের মধ্যেই 400টি ই-বাস এবং পরের বছরের মধ্যেই আরও 800টি ই-বাস পথে নামানোর পরিকল্পনা রয়েছে ।

শহরের পথে নামল আরও 10 ইলেকট্রিক বাস

আরও পড়ুন : KMC Protest : বাম কর্মচারী সংগঠনের বিক্ষোভ কলকাতা পৌরনিগমে

পরিবহণমন্ত্রী বলেন, "তেলের দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আমাদের বাসের ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না । এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে ভাড়া না বাড়িয়ে কীভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় । তাই পেট্রল ও ডিজেলের বিকল্প উপায় অর্থাৎ ইলেকট্রিক, ব্যাটারি এবং সিএনজি চালিত বাসের উপর বেশি জোর দেওয়া হচ্ছে । এছাড়াও একাধিক বাস সিএনজিতে রূপান্তরিত করে চালানো হবে । এমনকি বেসরকারি বাস মালিকদেরও সিএনজিতে বাস চালাবার সমস্ত সাহায্য করা হবে । তাঁদের সিএনজি কিটও দেওয়া হবে ।"

এছাড়াও ফিরহাদ হাকিম বলেন, "ওড়িশার বাস দুর্ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্ঘটনার কবলে পড়া আহত 50 জন যাত্রীকে ফিরিয়ে নিয়ে আসা ও মৃতদেহ আনার ব্যবস্থা করার দায়িত্ব নেওয়া হয়েছে । এছাড়াও একটি বড় বাস এবং দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ঘটনাস্থলের উদ্দেশে । পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে একটি রেস্কিউ টিমও ইতিমধ্যেই সেখানে পাঠানো হয়েছে ।"

আরও পড়ুন : Odisha Bus Accident : ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত হাওড়ার 6 বাসিন্দা, আহত 45

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.