ETV Bharat / city

Pollution: ধুলোয় ঢেকেছে শহর, বিষাক্ত হচ্ছে বাতাস; দাবি স্বেচ্ছাসেবী সংস্থার - বাড়ছে বায়ু দূষণ

প্রায় দু’হাজার বছরের পুরনো এই শহর কলকাতা (Kolkata environment pollution)৷ শহরের বয়স বাড়েছে, আধুনিক হয়েছে ৷ বেড়েছে দূষণের মাত্রা ৷ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় “যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো / তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো”। এই দুই লাইনে উঠে এসেছে শহুরে বাতাসের বিষাক্ততা ৷ বিশেষত জঞ্জাল পোড়ানো, নির্মাণ কাজের জেরে ক্রমশই বিষাক্ত বাতাসে ঢাকছে শহর ৷

Kolkata Environment
বিষাক্ত হচ্ছে বাতাস দাবি স্বেচ্ছাসেবী সংস্থার
author img

By

Published : Jul 14, 2022, 9:29 PM IST

কলকাতা, 14 জুলাই: ক্রমশই বিষাক্ত ধোঁয়া ও দূষণে ঢাকছে (Kolkata environment pollution) ৷ দূষণের প্রধান কারণ হল ইমারত তৈরি ও জঞ্জাল পোড়ানো ৷ নির্মাণ ভাঙা গড়ার কাজের জেরও ধুলোয় ঢাকছে শহর ৷ বুধবার শহরে স্বাচ্ছাসেবী সংস্থা আয়োজিত পরিবেশ দূষণ কেন্দ্রিক গবেষণাতে এই তথ্য উঠে এসেছে ৷

এই কর্মশালায় উপস্থিত ছিলেন বোস ইনস্টিটিউটের অধ্যাপক ড: অভিজিৎ চট্টোপাধ্যায়, পরিবেশ বিজ্ঞানী দীপাঞ্জলি মজুমদার এবং আয়োজক বিনয় জাজু ।এছাড়াও উপস্থিত ছিলেন দেবাশিস কুমার। আলোচনায় এদিন উঠে এসেছে, কলকাতার বাতাসের গুণমান সম্প্রর্কিত একাধিক প্রশ্ন ৷ পার্ক স্ট্রিট, মিন্টো পার্ক, বাইপাস সংলগ্ন ধাপাকে এই গবেষণায় শহরের বায়ুদূষণের অন্যতম কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জঞ্জাল ব্যবস্থাপনা ও শহরের বিভিন্ন অঞ্চলে নোংরা পোড়ানো বন্ধ করতে সরকারি কড়া পদক্ষেপের দরকার আছে বলে জানান তাঁরা।

আরও পড়ুন: মহানগরীর বায়ুদূষণ মোকাবিলায় কাউন্সিলরদের পুরস্কৃত করবেন ফিরহাদ

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার দাবি করেন, দেশের মেট্রোপলিটন শহরগুলির মধ্যে কলকাতায় বায়ুদূষণের মাত্রা অনেকটাই কম। লাগাতার চেষ্টা করেই কমানো হয়েছে দূষণের মাত্রা। আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে । শহরে সবুজায়নে জোর দিয়ে বড় বড় গাছ লাগানোর পাশাপাশি বিভিন্ন রাস্তার ধারে বানানো হচ্ছে ছোট ছোট গাছের বাফার জোন। ওয়ার্ড ভিত্তিক রাস্তা ধরে বসানো হচ্ছে গাছ।

কলকাতা, 14 জুলাই: ক্রমশই বিষাক্ত ধোঁয়া ও দূষণে ঢাকছে (Kolkata environment pollution) ৷ দূষণের প্রধান কারণ হল ইমারত তৈরি ও জঞ্জাল পোড়ানো ৷ নির্মাণ ভাঙা গড়ার কাজের জেরও ধুলোয় ঢাকছে শহর ৷ বুধবার শহরে স্বাচ্ছাসেবী সংস্থা আয়োজিত পরিবেশ দূষণ কেন্দ্রিক গবেষণাতে এই তথ্য উঠে এসেছে ৷

এই কর্মশালায় উপস্থিত ছিলেন বোস ইনস্টিটিউটের অধ্যাপক ড: অভিজিৎ চট্টোপাধ্যায়, পরিবেশ বিজ্ঞানী দীপাঞ্জলি মজুমদার এবং আয়োজক বিনয় জাজু ।এছাড়াও উপস্থিত ছিলেন দেবাশিস কুমার। আলোচনায় এদিন উঠে এসেছে, কলকাতার বাতাসের গুণমান সম্প্রর্কিত একাধিক প্রশ্ন ৷ পার্ক স্ট্রিট, মিন্টো পার্ক, বাইপাস সংলগ্ন ধাপাকে এই গবেষণায় শহরের বায়ুদূষণের অন্যতম কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জঞ্জাল ব্যবস্থাপনা ও শহরের বিভিন্ন অঞ্চলে নোংরা পোড়ানো বন্ধ করতে সরকারি কড়া পদক্ষেপের দরকার আছে বলে জানান তাঁরা।

আরও পড়ুন: মহানগরীর বায়ুদূষণ মোকাবিলায় কাউন্সিলরদের পুরস্কৃত করবেন ফিরহাদ

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার দাবি করেন, দেশের মেট্রোপলিটন শহরগুলির মধ্যে কলকাতায় বায়ুদূষণের মাত্রা অনেকটাই কম। লাগাতার চেষ্টা করেই কমানো হয়েছে দূষণের মাত্রা। আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে । শহরে সবুজায়নে জোর দিয়ে বড় বড় গাছ লাগানোর পাশাপাশি বিভিন্ন রাস্তার ধারে বানানো হচ্ছে ছোট ছোট গাছের বাফার জোন। ওয়ার্ড ভিত্তিক রাস্তা ধরে বসানো হচ্ছে গাছ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.