ETV Bharat / city

কোরোনা : চিকিৎসা বর্জ্য সংগ্রহে বেসরকারি সংস্থা নিয়োগ পৌরনিগমের - ফিরহাদ হাকিম৷

চিকিৎসা বর্জ্য সংগ্রহে বেসরকারি সংস্থা নিয়োগ করছে কলকাতা পৌরনিগম । এবার থেকে কেবলমাত্র হলুদ ডাস্টবিনে ফেলা যাবে মাস্ক, গ্লাভস, সার্জিকাল ক্যাপের মতো বর্জ্য ৷ যা ওই বেসরকারি সংস্থাটি সংগ্রহ করবে ৷ পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছে পৌরনিগম ৷

private companies wil collect medical waste
ফিরহাদ হাকিম৷
author img

By

Published : Jun 20, 2020, 3:35 AM IST

কলকাতা, 19 জুন: ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য বেসরকারি সংস্থা নিয়োগ করছে কলকাতা পৌরনিগম । আগেই যত্রতত্র ব্যবহৃত মাস্ক, গ্লাভস, সার্জিকাল ক্যাপ ফেলার বিষয়ে শহরবাসীকে সতর্ক করেছিল প্রশাসন । যেহেতু এর ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে ৷ এবার ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য শহরজুড়ে দুই হাজার হলুদ রঙের ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । তবে, পৌরনিগমের সাফাইকর্মীরা হলুদ ডাস্টবিন থেকে বর্জ্য সংগ্রহ করবেন না । এরজন্য পৌরনিগম একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করতে চলেছে ।

শুক্রবার কলকাতা পৌর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানান, শহরের হলুদ ডাস্টবিনগুলি থেকে বর্জ্য সংগ্রহ করবে বেসরকারি সংস্থা । এছাড়াও কলকাতা, রাজারহাট, বিধাননগর, হাওড়ার কোয়ারানটিন সেন্টারগুলি থেকেও চিকিৎসা বর্জ্য সংগ্রহ করবে ওই সংস্থাটি ।

ফিরহাদ হাকিম বলেন, "আমি শহরবাসীকে জানাতে চাই, যাঁরা হোম কোয়ারানটিনে আছেন, তাঁরাও দয়া করে যত্রতত্র মেডিকেল ওয়াস্ট ফেলবেন না ৷ কেবলমাত্র হলুদ রঙের ডাস্টবিনেই বর্জ্য ফেলবেন।"

পৌরনিগমের প্রশাসক প্রধান আরও বলেন, "পৌরকর্মীরা ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহ করতে গিয়ে সংক্রামিত হতে পারেন । তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

বেসরকারি সংস্থার মাধ্যমে ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহে কলকাতা পৌরনিগমকে প্রতিদিন একটি ডাস্টবিন পিছু 500 টাকা করে ব্যয় করতে হবে । অন্যদিকে সরকারি হাসপাতাল ও কোয়ারানটিনের ক্ষেত্রে সংস্থাটি নেবে 1 হাজার 400 টাকা দিনপিছু ।

কলকাতা, 19 জুন: ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য বেসরকারি সংস্থা নিয়োগ করছে কলকাতা পৌরনিগম । আগেই যত্রতত্র ব্যবহৃত মাস্ক, গ্লাভস, সার্জিকাল ক্যাপ ফেলার বিষয়ে শহরবাসীকে সতর্ক করেছিল প্রশাসন । যেহেতু এর ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে ৷ এবার ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য শহরজুড়ে দুই হাজার হলুদ রঙের ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । তবে, পৌরনিগমের সাফাইকর্মীরা হলুদ ডাস্টবিন থেকে বর্জ্য সংগ্রহ করবেন না । এরজন্য পৌরনিগম একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করতে চলেছে ।

শুক্রবার কলকাতা পৌর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানান, শহরের হলুদ ডাস্টবিনগুলি থেকে বর্জ্য সংগ্রহ করবে বেসরকারি সংস্থা । এছাড়াও কলকাতা, রাজারহাট, বিধাননগর, হাওড়ার কোয়ারানটিন সেন্টারগুলি থেকেও চিকিৎসা বর্জ্য সংগ্রহ করবে ওই সংস্থাটি ।

ফিরহাদ হাকিম বলেন, "আমি শহরবাসীকে জানাতে চাই, যাঁরা হোম কোয়ারানটিনে আছেন, তাঁরাও দয়া করে যত্রতত্র মেডিকেল ওয়াস্ট ফেলবেন না ৷ কেবলমাত্র হলুদ রঙের ডাস্টবিনেই বর্জ্য ফেলবেন।"

পৌরনিগমের প্রশাসক প্রধান আরও বলেন, "পৌরকর্মীরা ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহ করতে গিয়ে সংক্রামিত হতে পারেন । তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

বেসরকারি সংস্থার মাধ্যমে ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহে কলকাতা পৌরনিগমকে প্রতিদিন একটি ডাস্টবিন পিছু 500 টাকা করে ব্যয় করতে হবে । অন্যদিকে সরকারি হাসপাতাল ও কোয়ারানটিনের ক্ষেত্রে সংস্থাটি নেবে 1 হাজার 400 টাকা দিনপিছু ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.