কলকাতা, 10 অগস্ট : করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ শহরের মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলগুলি ৷ এর ফলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়তে হচ্ছে মালিকপক্ষকে ৷ এই অবস্থায় মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলগুলির বিনোদন করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Tala Bridge : পুজোর পরই চালু হতে পারে চার লেনের টালা ব্রিজ
পৌরনিগম সূত্রে খবর, দীর্ঘ লকডাউনে আয় বন্ধ ছিল কলকাতার মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলগুলির ৷ পরবর্তীতে ধাপে ধাপে লকডাউন উঠলেও করোনার সংক্রমণ রুখতে জারি করা হয় নানা বিধিনিষেধ ৷ এখনও শহরে নাইট কার্ফিউ বলবৎ রয়েছে ৷ ফলে গ্রাহক সেভাবে পাওয়া যাচ্ছে না ৷ এর জেরে আয়ের পরিমাণ অনেকটাই কমেছে ৷ অথচ মাল্টিপ্লেক্স ও হোটেলগুলির রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন-সহ অন্যান্য সমস্ত খরচ এখনও বহন করতে হচ্ছে কর্তৃপক্ষকে ৷ এই অবস্থায় পৌরনিগমের কাছে বিনোদন করে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছিলেন মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলের মালিকরা ৷
আরও পড়ুন : Covid Vaccine : টিকার আকাল, কলকাতায় বন্ধ কোভিশিল্ড
বিষয়টি নিয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর বৈঠকে আলোচনা করা হয় ৷ তাতে স্থির হয়, যে সমস্ত মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলগুলি কর ছাড়়ের আবেদন জানিয়েছে, তাদের সেই সুবিধা দেওয়া হবে ৷ তারই ভিত্তিতে আইনক্স কর্তৃপক্ষকে 1 লক্ষ 95 হাজার 556 টাকা, আইটিসি সোনার বাংলাকে 4 লক্ষ 24 হাজার টাকা বিনোদন করে ছাড় দেওয়া হয়েছে ৷ এছাড়াও, আরও কিছু হোটেল ও মাল্টিপ্লেক্সকে কর ছাড়ের আওতায় আনা হবে বলে পৌরনিগমের তরফে জানানো হয়েছে ৷ তবে, আইটিসি সোনার বাংলা ইতিমধ্যেই তাদের বিনোদন কর জমা দিয়ে দিয়েছে ৷ সেই টাকা ফেরত পেতে হলে হোটেল কর্তৃপক্ষকে বিনোদন কর বাবদ তাদের যা ক্ষতি হয়েছে, তার নথি জমা দিতে হবে ৷ তারপরই সেই টাকা ফেরতের চিন্তা-ভাবনা করা হবে ৷