ETV Bharat / city

তেলাঙ্গানা, কর্নাটক-সহ চার রাজ্য থেকে কলকাতা বিমানবন্দরে আসতে কোভিড নেগেটিভ আবশ্যক - আরটি-পিসিআর পরীক্ষা

সরকারি হিসেব অনুযায়ী, মহারাষ্ট্র, ছত্তীসগড়, উত্তর প্রদেশ, কর্নাটক, দিল্লি, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, গুজরাত, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, কেরালা, তেলাঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ ৷ মহারাষ্ট্র ইতিমধ্যেই কড়াকড়ি শুরু করলেও অন্য রাজ্যগুলি এখনও কড়া বিধিনিষেধ জারি করেনি ৷

চার রাজ্যের যাত্রীদের জন্য করোনা সংক্রান্ত নিয়ম আরও কড়া হল কলকাতা বিমানবন্দরে
চার রাজ্যের যাত্রীদের জন্য করোনা সংক্রান্ত নিয়ম আরও কড়া হল কলকাতা বিমানবন্দরে
author img

By

Published : Apr 14, 2021, 1:02 PM IST

Updated : Apr 14, 2021, 1:46 PM IST

কলকাতা, 14 এপ্রিল : করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায় ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ আর এই বিধিনিষেধ আরোপ করা হল বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যের জন্য ৷

এদিন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি টুইট করা হয় ৷ সেই টুইটেই এই নিয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে সরকারি নিয়ম মেনে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও তেলাঙ্গানা থেকে যে যাত্রীরা আসবেন, তাঁদের কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর 72 ঘণ্টা আগে করোনা সংক্রান্ত আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷

এছাড়াও একাধিক বিধিনিষেধ মানতে হবে ৷ সেই সংক্রান্ত একটি লিঙ্কও ওই টুইটে দিয়ে দেওয়া হয়েছে ৷ সেখান থেকে যাত্রীরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ৷

  • As per State Govt guidelines passengers coming to #KolkataAirport from Maharashtra,Karnataka,Kerala & Telangana must carry RT PCR negative test report conducted within 72 hours before departure. For detailed guidelines passengers are requested to visit https://t.co/ky6DmzFiyO.

    — Kolkata Airport (@aaikolairport) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগেরবারের তুলনায় আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে ৷ মহারাষ্ট্রে পরিস্থিতির ভয়াবহতার পরিপ্রেক্ষিতে 15 দিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে ৷ কলকাতাতেও পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে ৷ মঙ্গলবারই কলকাতায় 1271 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সারা বাংলায় সংখ্যায় এর দ্বিগুনের বেশি ৷ মঙ্গলবার বাংলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 4817 ৷ সরকারি তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার করোনায় সারা রাজ্যে আরও 20 জনের মৃত্যু হয়েছে ৷

উল্লেখ্য, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যও একই ধরনের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে ৷ বিশেষ যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ আবার নতুন করে বৃদ্ধি পেয়েছে, সেই রাজ্যগুলির যাত্রীদের উপরই বেশি বিধিনিষেধ চাপানো হচ্ছে ৷

সরকারি হিসেব অনুযায়ী, মহারাষ্ট্র, ছত্তীসগড়, উত্তর প্রদেশ, কর্নাটক, দিল্লি, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, গুজরাত, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, কেরালা, তেলাঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ ৷ মহারাষ্ট্র ইতিমধ্যেই কড়াকড়ি শুরু করলেও অন্য রাজ্যগুলি এখনও কড়া বিধিনিষেধ জারি করেনি ৷

আরও পড়ুন : করোনায় মৃত্যু ঠেকাতে চারটি বিশেষজ্ঞ দল গড়ল নবান্ন

তার পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে ৷ সেখানে প্রতিটি সভা-মিছিল-সমাবেশে হাজার হাজার মানুষ জমা হচ্ছেন ৷ সেখানে করোনা সংক্রান্ত কোনও বিধিই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

কলকাতা, 14 এপ্রিল : করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায় ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ আর এই বিধিনিষেধ আরোপ করা হল বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যের জন্য ৷

এদিন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি টুইট করা হয় ৷ সেই টুইটেই এই নিয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে সরকারি নিয়ম মেনে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও তেলাঙ্গানা থেকে যে যাত্রীরা আসবেন, তাঁদের কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর 72 ঘণ্টা আগে করোনা সংক্রান্ত আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷

এছাড়াও একাধিক বিধিনিষেধ মানতে হবে ৷ সেই সংক্রান্ত একটি লিঙ্কও ওই টুইটে দিয়ে দেওয়া হয়েছে ৷ সেখান থেকে যাত্রীরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ৷

  • As per State Govt guidelines passengers coming to #KolkataAirport from Maharashtra,Karnataka,Kerala & Telangana must carry RT PCR negative test report conducted within 72 hours before departure. For detailed guidelines passengers are requested to visit https://t.co/ky6DmzFiyO.

    — Kolkata Airport (@aaikolairport) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগেরবারের তুলনায় আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে ৷ মহারাষ্ট্রে পরিস্থিতির ভয়াবহতার পরিপ্রেক্ষিতে 15 দিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে ৷ কলকাতাতেও পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে ৷ মঙ্গলবারই কলকাতায় 1271 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সারা বাংলায় সংখ্যায় এর দ্বিগুনের বেশি ৷ মঙ্গলবার বাংলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 4817 ৷ সরকারি তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার করোনায় সারা রাজ্যে আরও 20 জনের মৃত্যু হয়েছে ৷

উল্লেখ্য, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যও একই ধরনের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে ৷ বিশেষ যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ আবার নতুন করে বৃদ্ধি পেয়েছে, সেই রাজ্যগুলির যাত্রীদের উপরই বেশি বিধিনিষেধ চাপানো হচ্ছে ৷

সরকারি হিসেব অনুযায়ী, মহারাষ্ট্র, ছত্তীসগড়, উত্তর প্রদেশ, কর্নাটক, দিল্লি, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, গুজরাত, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, কেরালা, তেলাঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ ৷ মহারাষ্ট্র ইতিমধ্যেই কড়াকড়ি শুরু করলেও অন্য রাজ্যগুলি এখনও কড়া বিধিনিষেধ জারি করেনি ৷

আরও পড়ুন : করোনায় মৃত্যু ঠেকাতে চারটি বিশেষজ্ঞ দল গড়ল নবান্ন

তার পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে ৷ সেখানে প্রতিটি সভা-মিছিল-সমাবেশে হাজার হাজার মানুষ জমা হচ্ছেন ৷ সেখানে করোনা সংক্রান্ত কোনও বিধিই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

Last Updated : Apr 14, 2021, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.