ETV Bharat / city

Market Price in Kolkata: আজ লক্ষ্মীপুজো, বাজার যাওয়ার আগে জেনে নিন সবজি,মাছ ও মাংসের দাম - আজকের বাজারদর

বাজার যাওয়ার আগে একনজরে দেখে নিন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Kolkata Market Price) ৷

Market Price in Kolkata
বাজার যাওয়ার আগে জেনে নিন সবজি,মাছ ও মাংসর দাম
author img

By

Published : Oct 9, 2022, 6:37 AM IST

কলকাতা, 9 অক্টোবর: রাজ্যে এখনও চলছে উৎসবের মরশুম ৷ আর উৎসব মানেই নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু সবজি সবকিছুর দাম বেড়ে যাওয়া ৷ বাদ যায়নি লক্ষ্মীপুজোও ৷ লক্ষ্মীপুজো উপলক্ষ্যে রবিবারও বাজারদর বেশ চড়া ৷ আজ বাজার যাওয়ার আগে জেনে নিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য(Market Price in Kolkata) ৷

কাঁচা সবজি
জ্যোতি আলু: 30 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 45 টাকা কিলো
আদা: প্রতি কিলো 120 টাকা
পেঁয়াজ: প্রতি কিলো 30 টাকা
উচ্ছে: প্রতি কিলো 40 টাকা
বেগুন: 90টাকা কিলো
পটল: প্রতি কিলো 40টাকা
কুঁদরি: প্রতি কিলো 20 টাকা
গাঁটি কচু: 20 টাকা কিলো
কাঁকরোল: 30 টাকা কিলো
ঝিঙা: 60 টাকা কিলো
ঢ্যাঁড়স: প্রতি কিলো 50 টাকা
কুমড়ো: প্রতি কিলো 40 টাকা
লাউ: প্রতি কিলো 30 টাকা
টমেটো: প্রতি কিলো 80 টাকা
পেঁপে: 40 টাকা কিলো
চিচিঙ্গা: 25 টাকা প্রতি কিলো
শসা: 40 টাকা
মটরশুঁটি: 80 টাকা কিলো
ইঁচড়: 30 টাকা কিলো
শিম: প্রতি কিলো 120 টাকা
বাঁধাকপি: 30-40 টাকা কিলো
ফুলকপি: 45টাকা পিস
বরবটি: 60 টাকা কিলো
ধনেপাতা: 5 টাকা আঁটি
পুই শাক: 10 টাকা আঁটি
লাল শাক: 10 টাকা আঁটি
পাটশাক: 10 টাকা আঁটি
পালং শাকঃ 60 টাকা কিলো
কাঁচালঙ্কা: প্রতি কিলো 120 টাকা
পাতিলেবু: 3-5 টাকা পিস।

আরও পড়ুন: লক্ষ্মী দেবীর কৃপায় কাদের হবে লক্ষ্মী লাভ, জানুন রাশিফলে

মাছ
রুই: প্রতি কিলো 180 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 350 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 250 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 450 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 600 টাকা
ইলিশ: (1কেজি) 1600 টাকা কিলো।
তেলাপিয়া: প্রতি কিলো 200 টাকা
ভোলা : প্রতি কিলো 180 টাকা
ট্যাংরা: 400-500 টাকা কিলো
মৌরোলা: 300 টাকা কেজি
পাবদা: 450-500 টাকা
পার্শে: 400-450 টাকা
গলদা চিংড়ি: প্রতি কিলো 600 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 800 টাকা
মাংস
মুরগি: প্রতি কিলো 150 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 280 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 720-800 টাকা

কলকাতা, 9 অক্টোবর: রাজ্যে এখনও চলছে উৎসবের মরশুম ৷ আর উৎসব মানেই নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু সবজি সবকিছুর দাম বেড়ে যাওয়া ৷ বাদ যায়নি লক্ষ্মীপুজোও ৷ লক্ষ্মীপুজো উপলক্ষ্যে রবিবারও বাজারদর বেশ চড়া ৷ আজ বাজার যাওয়ার আগে জেনে নিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য(Market Price in Kolkata) ৷

কাঁচা সবজি
জ্যোতি আলু: 30 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 45 টাকা কিলো
আদা: প্রতি কিলো 120 টাকা
পেঁয়াজ: প্রতি কিলো 30 টাকা
উচ্ছে: প্রতি কিলো 40 টাকা
বেগুন: 90টাকা কিলো
পটল: প্রতি কিলো 40টাকা
কুঁদরি: প্রতি কিলো 20 টাকা
গাঁটি কচু: 20 টাকা কিলো
কাঁকরোল: 30 টাকা কিলো
ঝিঙা: 60 টাকা কিলো
ঢ্যাঁড়স: প্রতি কিলো 50 টাকা
কুমড়ো: প্রতি কিলো 40 টাকা
লাউ: প্রতি কিলো 30 টাকা
টমেটো: প্রতি কিলো 80 টাকা
পেঁপে: 40 টাকা কিলো
চিচিঙ্গা: 25 টাকা প্রতি কিলো
শসা: 40 টাকা
মটরশুঁটি: 80 টাকা কিলো
ইঁচড়: 30 টাকা কিলো
শিম: প্রতি কিলো 120 টাকা
বাঁধাকপি: 30-40 টাকা কিলো
ফুলকপি: 45টাকা পিস
বরবটি: 60 টাকা কিলো
ধনেপাতা: 5 টাকা আঁটি
পুই শাক: 10 টাকা আঁটি
লাল শাক: 10 টাকা আঁটি
পাটশাক: 10 টাকা আঁটি
পালং শাকঃ 60 টাকা কিলো
কাঁচালঙ্কা: প্রতি কিলো 120 টাকা
পাতিলেবু: 3-5 টাকা পিস।

আরও পড়ুন: লক্ষ্মী দেবীর কৃপায় কাদের হবে লক্ষ্মী লাভ, জানুন রাশিফলে

মাছ
রুই: প্রতি কিলো 180 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 350 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 250 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 450 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 600 টাকা
ইলিশ: (1কেজি) 1600 টাকা কিলো।
তেলাপিয়া: প্রতি কিলো 200 টাকা
ভোলা : প্রতি কিলো 180 টাকা
ট্যাংরা: 400-500 টাকা কিলো
মৌরোলা: 300 টাকা কেজি
পাবদা: 450-500 টাকা
পার্শে: 400-450 টাকা
গলদা চিংড়ি: প্রতি কিলো 600 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 800 টাকা
মাংস
মুরগি: প্রতি কিলো 150 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 280 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 720-800 টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.