ETV Bharat / city

রেল অনুমতি দিলে সাহায্য করতে প্রস্তুত কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগম

শহরের কোথাও আগুন লাগলে পৌরনিগম বিশেষ ভূমিকা নেয় ৷ তবে স্ট্র্যান্ড রোডের যে বহুতলে আগুন লাগে তা রেলের সম্পত্তি হওয়ায় সেখানে কাজ করতে পারছে না পৌরনিগম ৷ রেল অনুমতি দিলে তারা সাহায্য করবে বলে জানিয়েছে ৷

kmc will help rail in kolkata building fire incident
রেল অনুমতি দিলে সাহায্য করতে প্রস্তুত কলকাতা পৌরনিগম
author img

By

Published : Mar 10, 2021, 8:25 AM IST

কলকাতা, 10 মার্চ: কলকাতার স্ট্র্যান্ড রোডের আগুন নিয়ে শুরু হয়ে গিয়েছে দোষারোপ-পালটা দোষারোপের পালা ৷ তবে রেল অনুমতি দিলে অগ্নিকাণ্ড পরবর্তী সাফাই অভিযান ও অন্যান্য ক্ষেত্রে তাদের সাহায্য করবে কলকাতা পৌরনিগম ৷

স্ট্র্যান্ড রোডের উপর পূর্ব রেলের দফতর নিউ কয়লাঘাটা বিল্ডিং-এর ভয়াবহ আগুনে প্রাণ গিয়েছে 9 জনের । এই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা অফিস । আগুনকে কেন্দ্র করে শুরু হয়েছে দোষারোপের পালা। ঘটনার দিন রাতেই ওই এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ও পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । কলকাতায় যে কোনও স্থানে আগুন লাগলে কলকাতা পৌরনিগম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কিন্তু ঘটনাস্থলে পুর আধিকারিকরা উপস্থিত থাকলেও কোনও পদক্ষেপ করতে পারেনি । তার কারণ যে বাড়িটিতে আগুন লাগে সেটি রেলের সম্পত্তি ।

আরও পড়ুন : রেলের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিট গঠন লালবাজারের

যে কোনও অগ্নিকাণ্ডের পর কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা তা সাফাই করে । এছাড়াও ক্ষতিপূরণ-সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কলকাতা পৌরনিগম । যেহেতু কেন্দ্রীয় সরকারের একটি বহুতলে আগুন লাগে, তাই পুর আধিকারিকরা বিনা অনুমতিতে কোনও পদক্ষেপ নিতে পারছেন না । পুর আধিকারিকরা জানিয়েছেন, কলকাতা পৌর নিগমের টিম প্রস্তুত রয়েছে । রেল কর্তৃপক্ষ অনুমতি দিলেই কলকাতা পৌরনিগমের কর্মীরা কাজ করতে নেমে যাবেন । তবে বিনা অনুমতিতে তাঁরা প্রবেশ করতে পারবেন না । রেল কর্তৃপক্ষ চাইলে কলকাতা পৌরনিগম সবরকম সাহায্য করতে প্রস্তুত বলে জানানো হয়েছে ।

পুর আধিকারিকরা জানিয়েছেন, যেহেতু রেল কর্তৃপক্ষ এখনও কোনও সাহায্য চায়নি, তাই কলকাতা পৌরনিগম এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারেনি ।

কলকাতা, 10 মার্চ: কলকাতার স্ট্র্যান্ড রোডের আগুন নিয়ে শুরু হয়ে গিয়েছে দোষারোপ-পালটা দোষারোপের পালা ৷ তবে রেল অনুমতি দিলে অগ্নিকাণ্ড পরবর্তী সাফাই অভিযান ও অন্যান্য ক্ষেত্রে তাদের সাহায্য করবে কলকাতা পৌরনিগম ৷

স্ট্র্যান্ড রোডের উপর পূর্ব রেলের দফতর নিউ কয়লাঘাটা বিল্ডিং-এর ভয়াবহ আগুনে প্রাণ গিয়েছে 9 জনের । এই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা অফিস । আগুনকে কেন্দ্র করে শুরু হয়েছে দোষারোপের পালা। ঘটনার দিন রাতেই ওই এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ও পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । কলকাতায় যে কোনও স্থানে আগুন লাগলে কলকাতা পৌরনিগম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কিন্তু ঘটনাস্থলে পুর আধিকারিকরা উপস্থিত থাকলেও কোনও পদক্ষেপ করতে পারেনি । তার কারণ যে বাড়িটিতে আগুন লাগে সেটি রেলের সম্পত্তি ।

আরও পড়ুন : রেলের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিট গঠন লালবাজারের

যে কোনও অগ্নিকাণ্ডের পর কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা তা সাফাই করে । এছাড়াও ক্ষতিপূরণ-সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কলকাতা পৌরনিগম । যেহেতু কেন্দ্রীয় সরকারের একটি বহুতলে আগুন লাগে, তাই পুর আধিকারিকরা বিনা অনুমতিতে কোনও পদক্ষেপ নিতে পারছেন না । পুর আধিকারিকরা জানিয়েছেন, কলকাতা পৌর নিগমের টিম প্রস্তুত রয়েছে । রেল কর্তৃপক্ষ অনুমতি দিলেই কলকাতা পৌরনিগমের কর্মীরা কাজ করতে নেমে যাবেন । তবে বিনা অনুমতিতে তাঁরা প্রবেশ করতে পারবেন না । রেল কর্তৃপক্ষ চাইলে কলকাতা পৌরনিগম সবরকম সাহায্য করতে প্রস্তুত বলে জানানো হয়েছে ।

পুর আধিকারিকরা জানিয়েছেন, যেহেতু রেল কর্তৃপক্ষ এখনও কোনও সাহায্য চায়নি, তাই কলকাতা পৌরনিগম এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.