ETV Bharat / city

Road-Museum after Subrata Mukherjee : বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তা, তৈরি হবে সংগ্রহশালা - সুব্রত মুখোপাধ্যায়

রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে যোগ্য সম্মান দিতে অন্যরকম পদক্ষেপ কলকাতা পৌরনিগমের ৷ বালিগঞ্জের কোনও একটি রাস্তা তাঁর নামে রাখা হবে ৷ পাশাপাশি তৈরি হবে একটি সংগ্রহশালা (Road-Museum after Subrata Mukherjee) ৷

Subrata Mukherjee
Subrata Mukherjee
author img

By

Published : Jan 28, 2022, 10:47 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : গত বছরের নভেম্বরে অজানালোকে পাড়ি দিয়েছেন বঙ্গের দুঁদে রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় ৷ মাস দুয়েকের মধ্যেই রাজ্যের প্রয়াত মন্ত্রী তথা প্রাক্তন কলকাতার মেয়রকে শ্রদ্ধা জানাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল কলকাতা পৌরনিগম ৷ তাঁর নামে একটি সংগ্রহশালা তৈরি এবং বালিগঞ্জ বিধানসভার একটি রাস্তার নামকরণ করা হবে (Road-Museum after Subrata Mukherjee) ৷ জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

আজ কলকাতা টাউন হলে মাসিক অধিবেশনে প্রয়াত মন্ত্রীর নামে একটি সংগ্রহশালা ও রাস্তার নামকরণ করার প্রস্তাব আনেন কলকাতা পৌরসভার কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় । তাঁর এই প্রস্তাবের উপরের বক্তব্য রাখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, "সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বেই দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম । পরবর্তী সময়ে তিনি আমাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন । একসঙ্গে কাজ করেছি । তাই আমি সুদর্শনা মুখোপাধ্যায়কে অনুরোধ করব তাঁর এলাকায় যদি কোনও অনামি রাস্তা থাকে তাহলে সেই ঠিকানা আমার কাছে জমা দিতে । আমি রাস্তার নামকরণ করার যে কমিটি আছে তাদের কাছে বিষয়টি বিবেচনার জন্য পাঠাব ।"

আরও পড়ুন : Subrata Mukherjee : সুব্রত আর কখনও মামারবাড়ি আসবেন না, আক্ষেপ মণ্ডলগ্রামের

তবে আর্থিক সংকট চলার জন্য সংগ্রহশালার বিষয়টি তিনি পরে বিবেচনা করে দেখবেন । এর জন্য বালিগঞ্জে এলাকায় জমিও দেখতে বলা হবে ৷ জানিয়েছেন মেয়র । জানা গিয়েছে, একডালিয়া এভারগ্রিনের আশপাশে সংগ্রহশালা নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে ৷ কলকাতা পৌরনিগমের এই ঘোষণায় স্বভাবতই খুশি সুব্রত মুখোপাধ্যায়ের অনুরাগীরা ৷

কলকাতা, 28 জানুয়ারি : গত বছরের নভেম্বরে অজানালোকে পাড়ি দিয়েছেন বঙ্গের দুঁদে রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় ৷ মাস দুয়েকের মধ্যেই রাজ্যের প্রয়াত মন্ত্রী তথা প্রাক্তন কলকাতার মেয়রকে শ্রদ্ধা জানাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল কলকাতা পৌরনিগম ৷ তাঁর নামে একটি সংগ্রহশালা তৈরি এবং বালিগঞ্জ বিধানসভার একটি রাস্তার নামকরণ করা হবে (Road-Museum after Subrata Mukherjee) ৷ জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

আজ কলকাতা টাউন হলে মাসিক অধিবেশনে প্রয়াত মন্ত্রীর নামে একটি সংগ্রহশালা ও রাস্তার নামকরণ করার প্রস্তাব আনেন কলকাতা পৌরসভার কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় । তাঁর এই প্রস্তাবের উপরের বক্তব্য রাখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, "সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বেই দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম । পরবর্তী সময়ে তিনি আমাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন । একসঙ্গে কাজ করেছি । তাই আমি সুদর্শনা মুখোপাধ্যায়কে অনুরোধ করব তাঁর এলাকায় যদি কোনও অনামি রাস্তা থাকে তাহলে সেই ঠিকানা আমার কাছে জমা দিতে । আমি রাস্তার নামকরণ করার যে কমিটি আছে তাদের কাছে বিষয়টি বিবেচনার জন্য পাঠাব ।"

আরও পড়ুন : Subrata Mukherjee : সুব্রত আর কখনও মামারবাড়ি আসবেন না, আক্ষেপ মণ্ডলগ্রামের

তবে আর্থিক সংকট চলার জন্য সংগ্রহশালার বিষয়টি তিনি পরে বিবেচনা করে দেখবেন । এর জন্য বালিগঞ্জে এলাকায় জমিও দেখতে বলা হবে ৷ জানিয়েছেন মেয়র । জানা গিয়েছে, একডালিয়া এভারগ্রিনের আশপাশে সংগ্রহশালা নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে ৷ কলকাতা পৌরনিগমের এই ঘোষণায় স্বভাবতই খুশি সুব্রত মুখোপাধ্যায়ের অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.