ETV Bharat / city

KMC Safe Home : কলকাতায় বন্ধ হচ্ছে সেফ হোম, ঘোষণা ফিরহাদের - KMC to close safe homes

করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় সেফ হোম বন্ধের ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ৷

COVID Safe Homes in Kolkata
কলকাতায় বন্ধ হচ্ছে সেফ হোম, ঘোষণা ফিরহাদের
author img

By

Published : Feb 3, 2022, 9:46 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কলকাতায় করোনা গ্রাফ কমায় কমতে শুরু করেছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ এই অবস্থায় বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে কলকাতা পৌরনিগম পরিচালিত শহরের সেফ হোমগুলি (KMC to close Safe Homes) ৷ জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ডিসেম্বরের শেষ থেকে কলকাতায় প্রায় বিদ্যুৎ গতিতে বাড়তে শুরু করেছিল কোভিড আক্রান্তের সংখ্যা ৷ প্রতিদিনই প্রায় 5 থেকে 7 হাজার উপসর্গহীন, উপসর্গ যুক্ত করোনা রোগীর বেচে চলা সংখ্যা দেখেছিল শহর । সেই পরিস্থিতিতে কলকাতা পৌরসভা ফের সেফ হোমগুলি চালু করেছিল। তিনটি সেফ হোম তৈরি হয়েছিল কলকাতায় ৷ একটি তপসিয়ায়, একটি গীতাঞ্জলি স্টেডিয়ামে এবং আরেকটি উত্তর কলকাতায় হরেকৃষ্ণ শেঠ লেন এলাকায় ।

শহরের সেফ হোমগুলি বন্ধ হচ্ছে বলে জানালেন ফিরহাদ

আরও পড়ুন : ফের বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যে একদিনে মৃত 35

তবে বর্তমানে গোটা রাজ্যের মতো কলকাতাতেও করোনা গ্রাফ নিম্নমুখী ৷ রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে সেফ হোমেগুলিতে । ফিরহাদ হাকিমের দাবি, বুধবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন 277 জন । এঁদের মধ্যে উপসর্গহীন 220 জন । উপসর্গ আছে 57 জনের । তবে সেফ হোমে রোগীর সংখ্যা শূন্য । তাই আপাতত সেফ হোমগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা । তবে শহরবাসীকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি ৷

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কলকাতায় করোনা গ্রাফ কমায় কমতে শুরু করেছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ এই অবস্থায় বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে কলকাতা পৌরনিগম পরিচালিত শহরের সেফ হোমগুলি (KMC to close Safe Homes) ৷ জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ডিসেম্বরের শেষ থেকে কলকাতায় প্রায় বিদ্যুৎ গতিতে বাড়তে শুরু করেছিল কোভিড আক্রান্তের সংখ্যা ৷ প্রতিদিনই প্রায় 5 থেকে 7 হাজার উপসর্গহীন, উপসর্গ যুক্ত করোনা রোগীর বেচে চলা সংখ্যা দেখেছিল শহর । সেই পরিস্থিতিতে কলকাতা পৌরসভা ফের সেফ হোমগুলি চালু করেছিল। তিনটি সেফ হোম তৈরি হয়েছিল কলকাতায় ৷ একটি তপসিয়ায়, একটি গীতাঞ্জলি স্টেডিয়ামে এবং আরেকটি উত্তর কলকাতায় হরেকৃষ্ণ শেঠ লেন এলাকায় ।

শহরের সেফ হোমগুলি বন্ধ হচ্ছে বলে জানালেন ফিরহাদ

আরও পড়ুন : ফের বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যে একদিনে মৃত 35

তবে বর্তমানে গোটা রাজ্যের মতো কলকাতাতেও করোনা গ্রাফ নিম্নমুখী ৷ রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে সেফ হোমেগুলিতে । ফিরহাদ হাকিমের দাবি, বুধবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন 277 জন । এঁদের মধ্যে উপসর্গহীন 220 জন । উপসর্গ আছে 57 জনের । তবে সেফ হোমে রোগীর সংখ্যা শূন্য । তাই আপাতত সেফ হোমগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা । তবে শহরবাসীকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.