কলকাতা, 24 জানুয়ারি : প্রবীণ নাগরিকদের কোরোনা ভ্যাকসিনের টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করবে কলকাতা পৌরনিগম । আজ সোমবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের 82নং ওয়ার্ডের মেয়র ক্লিনিকে শুরু হল টিকাকরণের নাম নথিভুক্তকরণের কাজ। ফিরহাদ জানিয়েছেন, আগামীকাল থেকে কলকাতা পৌরনিগমের যে পাঁচটি স্বাস্থ্য কেন্দ্র থেকে কোরোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই কেন্দ্রগুলিতে বয়স্ক ব্যক্তিরা ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।
কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ করা হচ্ছে। 11 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র ,31 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র ,82 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র ,57 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র ও 111 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে চলছে টিকাকরণ। আগামীকাল থেকে প্রবীণ নাগরিকরা এইসব স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে টিকাকরণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ফিরহাদ হাকিম জানিয়েছেন, কেন্দ্র সরকারের অনুমতি পেলেই যাঁরা নাম নথিভুক্ত করবেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। প্রথম দফায় কোরোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এরপর পুলিশকর্মীদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে। তারপর কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীদের কোরোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হবে। এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন সাধারণ মানুষের টিকাকরণ শুরু করার জন্য ।
আরও পড়ুন : আতঙ্ক-অনীহা, প্রথম দিনে রাজ্যে টিকাকরণের হার 75.9 শতাংশ
ফিরহাদ হাকিম জানিয়েছেন সাধারণ মানুষের টিকাকরণের জন্য আগাম প্রস্তুতি নিতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা বেঁধে দেবে ৷ সেই নির্দেশিকা মেনেই সাধারণ মানুষের মধ্যে টিকাকরণ শুরু হবে। কলকাতা পৌরনিগম প্রবীণ নাগরিকদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করবে আগামীকাল । নির্দেশ পেলেই টিকাকরণ শুরু করবে কলকাতা পৌরনিগম । এখন শুধু স্বাস্থ্য মন্ত্রকের অনুমতির অপেক্ষা মাত্র।