ETV Bharat / city

নোংরা জলে মশার লার্ভা, ন্যাশনাল লাইব্রেরিকে ভর্ৎসনা ডেপুটি মেয়রের - anti dengue campaign

বর্ষা মরশুম শুরু হতেই একের পর এক গ্রন্থাগারের কর্মীরা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে ৷ খবর পেয়েই আজ জাতীয় গ্রন্থাগারে অভিযান চালায় কলকাতা পৌরনিগম ৷ জাতীয় গ্রন্থাগার পরিদর্শনের পর কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷

ন্যাশনাল লাইব্রেরির কর্মীদের সঙ্গে আলোচনায় ডেপুটি মেয়র
author img

By

Published : Aug 26, 2019, 8:35 PM IST

Updated : Aug 26, 2019, 11:39 PM IST

কলকাতা, 26 অগাস্ট : ডেঙ্গি প্রতিরোধে গাফিলতির অভিযোগ উঠল ন্যাশনাল লাইব্রেরির কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ নোটিশ পাওয়ার পরও গ্রন্থাগার কর্তৃপক্ষ যদি কোনও পদক্ষেপ গ্রহণ না করে তবে তাদের বিরুদ্ধে মামলা করবে কলকাতা পৌরনিগম ৷ জাতীয় গ্রন্থাগার পরিদর্শন করে আজ একথা বললেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷

ডেঙ্গি প্রতিরোধে তৎপর নয় ন্যাশনাল লাইব্রেরি ৷ গাফিলতির অভিযোগ পাওয়ার পরই জাতীয় গ্রন্থাগারের কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় কলকাতা পৌরনিগম ৷ কাজ হয়নি নোটিশে ৷ তাই বর্ষা মরশুম শুরু হতেই একের পর এক গ্রন্থাগারের কর্মীরা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে ৷ খবর পেয়েই আজ জাতীয় গ্রন্থাগারে অভিযান চালায় কলকাতা পৌরনিগম ৷ জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষসহ স্বাস্থ্য আধিকারিকদের একটি প্রতিনিধি দল ৷ লাইব্রেরির ভাষাভবনের বেসমেন্টে লিফটের গর্তে, ভূ-গর্ভস্থ ড্রেনেজ সিস্টেমের জমে থাকা জলে বংশবিস্তার করছে ডেঙ্গির মশা ৷ নোংরা জলে ভাসছে মশার লার্ভা ৷ অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে পৌরকর্মীদের কাজে বাধা দেয় ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষ ৷ ফলে ভাষাভবনের ভিতরে ঢুকে মশা দমনের কোনও ওষুধ দিতে পারেন না পৌরকর্মীরা ৷ অথচ ডেঙ্গি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গ্রন্থাগার কর্তৃপক্ষও কোনও উদ্যোগ নেয়নি ৷ ফলে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন পাঁচ থেকে ছ'জন গ্রন্থাগার কর্মী ৷ ফলে আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে ৷

national libary
ভাষাভবনের বেসমেন্টে লিফটের গর্তে জমা জল

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গি মোকাবিলায় অভিযান অতীন ঘোষের

আজ জাতীয় গ্রন্থাগার পরিদর্শনের পর কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করে অতীন ঘোষ বলেন, "ন্যাশনাল লাইব্রেরি ভিতরে আমাদের কর্মীদের ঢুকতে দেওয়া হয় না ৷ ভূ-গর্ভস্থ ড্রেনেজ সিস্টেমের জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গির মশা ৷ ওরা আমাদের ভিতরে প্রবেশ করতে না দিলে আইনি ব্যবস্থা নিতে হবে ৷ 496-এ ধারায় ন্যাশনাল লাইব্রেরির বিরুদ্ধে নোটিশ জারি করব ৷ সাতদিনের মধ্যে কোনও কাজ না হলে মিউনিসিপাল কোর্টে এর বিরুদ্ধে মামলা করব ৷ "

দেখুন ভিডিয়ো

পাশাপাশি, আজ জাতীয় গ্রন্থাগার ছাড়াও SSKM হাসপাতালের ডেঙ্গি প্রতিরোধ ব্যবস্থা খতিয়ে দেখেন ডেপুটি মেয়র ৷ পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষকে ক্লিনচিট দিল কলকাতা পৌরনিগম ৷ সেই সঙ্গে SSKM-কে সরকারি মডেল হাসপাতাল হিসেবেও তুলে ধরা হবে বলে জানান অতীন ঘোষ ৷ হাসপাতাল পরিদর্শন শেষে ডেপুটি মেয়র জানান, ডেঙ্গি থেকে সম্পূর্ণ নিরাপদ SSKM ৷ তারা যে প্রক্রিয়ায় ডেঙ্গি নিয়ন্ত্রণ করেছে, তা প্রশংসনীয় ৷ অন্যান্য সরকারি হাসপাতালেও এই একই পদ্ধতিতে ডেঙ্গি নিয়ন্ত্রণ করা হবে ৷ এর আগে ডেঙ্গি নিয়ে SSKM-কে নোটিশ দিয়েছিল কলকাতা পৌরনিগম ৷

কলকাতা, 26 অগাস্ট : ডেঙ্গি প্রতিরোধে গাফিলতির অভিযোগ উঠল ন্যাশনাল লাইব্রেরির কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ নোটিশ পাওয়ার পরও গ্রন্থাগার কর্তৃপক্ষ যদি কোনও পদক্ষেপ গ্রহণ না করে তবে তাদের বিরুদ্ধে মামলা করবে কলকাতা পৌরনিগম ৷ জাতীয় গ্রন্থাগার পরিদর্শন করে আজ একথা বললেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷

ডেঙ্গি প্রতিরোধে তৎপর নয় ন্যাশনাল লাইব্রেরি ৷ গাফিলতির অভিযোগ পাওয়ার পরই জাতীয় গ্রন্থাগারের কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় কলকাতা পৌরনিগম ৷ কাজ হয়নি নোটিশে ৷ তাই বর্ষা মরশুম শুরু হতেই একের পর এক গ্রন্থাগারের কর্মীরা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে ৷ খবর পেয়েই আজ জাতীয় গ্রন্থাগারে অভিযান চালায় কলকাতা পৌরনিগম ৷ জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষসহ স্বাস্থ্য আধিকারিকদের একটি প্রতিনিধি দল ৷ লাইব্রেরির ভাষাভবনের বেসমেন্টে লিফটের গর্তে, ভূ-গর্ভস্থ ড্রেনেজ সিস্টেমের জমে থাকা জলে বংশবিস্তার করছে ডেঙ্গির মশা ৷ নোংরা জলে ভাসছে মশার লার্ভা ৷ অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে পৌরকর্মীদের কাজে বাধা দেয় ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষ ৷ ফলে ভাষাভবনের ভিতরে ঢুকে মশা দমনের কোনও ওষুধ দিতে পারেন না পৌরকর্মীরা ৷ অথচ ডেঙ্গি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গ্রন্থাগার কর্তৃপক্ষও কোনও উদ্যোগ নেয়নি ৷ ফলে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন পাঁচ থেকে ছ'জন গ্রন্থাগার কর্মী ৷ ফলে আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে ৷

national libary
ভাষাভবনের বেসমেন্টে লিফটের গর্তে জমা জল

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গি মোকাবিলায় অভিযান অতীন ঘোষের

আজ জাতীয় গ্রন্থাগার পরিদর্শনের পর কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করে অতীন ঘোষ বলেন, "ন্যাশনাল লাইব্রেরি ভিতরে আমাদের কর্মীদের ঢুকতে দেওয়া হয় না ৷ ভূ-গর্ভস্থ ড্রেনেজ সিস্টেমের জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গির মশা ৷ ওরা আমাদের ভিতরে প্রবেশ করতে না দিলে আইনি ব্যবস্থা নিতে হবে ৷ 496-এ ধারায় ন্যাশনাল লাইব্রেরির বিরুদ্ধে নোটিশ জারি করব ৷ সাতদিনের মধ্যে কোনও কাজ না হলে মিউনিসিপাল কোর্টে এর বিরুদ্ধে মামলা করব ৷ "

দেখুন ভিডিয়ো

পাশাপাশি, আজ জাতীয় গ্রন্থাগার ছাড়াও SSKM হাসপাতালের ডেঙ্গি প্রতিরোধ ব্যবস্থা খতিয়ে দেখেন ডেপুটি মেয়র ৷ পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষকে ক্লিনচিট দিল কলকাতা পৌরনিগম ৷ সেই সঙ্গে SSKM-কে সরকারি মডেল হাসপাতাল হিসেবেও তুলে ধরা হবে বলে জানান অতীন ঘোষ ৷ হাসপাতাল পরিদর্শন শেষে ডেপুটি মেয়র জানান, ডেঙ্গি থেকে সম্পূর্ণ নিরাপদ SSKM ৷ তারা যে প্রক্রিয়ায় ডেঙ্গি নিয়ন্ত্রণ করেছে, তা প্রশংসনীয় ৷ অন্যান্য সরকারি হাসপাতালেও এই একই পদ্ধতিতে ডেঙ্গি নিয়ন্ত্রণ করা হবে ৷ এর আগে ডেঙ্গি নিয়ে SSKM-কে নোটিশ দিয়েছিল কলকাতা পৌরনিগম ৷

Intro:ন্যাশনাল লাইব্রেরি তে ডেঙ্গির ভয়াবহ ছবি উঠে এলো। ন্যাশনাল লাইব্রেরির আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে মাশার লার্ভা। গত বছরের ন্যাশনাল লাইব্রেরি তে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ডেঙ্গি তে।ইতিমধ্যেই পাঁচ থেকে ছয় জন আক্রান্ত হয়েছে ন্যাশনাল লাইব্রেরীতে। ন্যাশনাল লাইব্রেরির কর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে পুর নেশনাল কতৃপক্ষকে পাঠিয়েছিল। কিন্তু সেই নোটিশে ঘুম ভাঙেনি ন্যাশনাল লাইব্রেরির কতৃপক্ষের। যার ফলে শুরু করতেই একের পর ডেঙ্গু আক্রান্ত উঠে আসছে ন্যাশনাল লাইব্রেরী থেকে। ন্যাশনাল লাইব্রেরির গাফিলতির অভিযোগ আসার পরে আজ কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র ঘোষ স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ন্যাশনাল লাইব্রেরী অভিযান চালায়।


Body: ভাষা ভবনের বেসমেন্টে লিফটের গর্তে , আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের জমে থাকা জলে ডেঙ্গির মশা বংশ বিস্তার করছে। পুর নিগমের অভিযোগ পুর কর্মীদের কাজে বাধা দেয় ন্যাশনাল লাইব্রেরী কর্তৃপক্ষ। এর ফলে পুর কর্মীরা ন্যাশনাল লাইব্রেরী ভেতরে ঢুকে মশা মারার ওষুধ দিতে পারেনা। ন্যাশনাল লাইব্রেরি কতৃপক্ষ নিজেদের উদ্যোগে ও নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ কলকাতা পৌরনিগমের। পরিদর্শনের পর ন্যাশনাল কতৃপক্ষকে তীব্র ভৎসনা করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। জাতীয় গ্রন্থাগারে এই বেহাল দশা দেখে যথেষ্ট অখুশি ডেপুটি মেয়র। 496 A ধারায় ন্যাশনাল লাইব্রেরির বিরুদ্ধে নোটিশ জারি করল কলকাতা পৌরনিগম। পুর কর্মীদের কাজ করতে বাধা দিলে আইনি পথে যাবে বলেও সাফ জানিয়ে দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। সাত দিনের মধ্যেই সম্পূর্ণভাবে মশাবাহিত রোগ থেকে নিরাপদ করতে হবে জাতীয় গ্রন্থাগার কে নির্দেশ কলকাতা পৌর নিগমের।


Conclusion:জাতীয় গ্রন্থাগার এর অভিযানের শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষ এসএসকেএম হাসপাতালে ডেঙ্গি পরিস্থিতি পরিদর্শন করেন। এর আগে ডেঙ্গি নিয়ে এসএসকেএম হাসপাতাল নোটিস করেছিল কলকাতা পুর নিগাম। আজ পরিদর্শনের পর ক্লিনচিট সার্টিফিকেট দিলেন ডেপুটি মেয়র এসএসকেএম হাসপাতাল কে। এসএসকেএম হাসপাতাল কে মডেল সরকারি হাসপাতাল রূপেও তুলে ধরতে চান বলেও জানিয়েছেন ডেপুটি মেয়র। ডেঙ্গি থেকে সম্পূর্ণ নিরাপদ এসএসকেএম হাসপাতাল। তারা যে প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি ডেপুটি মেয়র। অন্যান্য সরকারি হাসপাতালে এই একই পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে চান তিনি তাই ,এসএসকেএম হাসপাতাল কে মডেম হিসেবে তুলে ধরা হবে। কলকাতা পৌর নিগমের করা নোটিশে অভিযোগ করা হয়েছিল তা পুঙ্খানুপুঙ্ হাসপাতাল কর্তৃপক্ষ মেনেছেন বলে জানিয়েছেন অতীন ঘোষ।
Last Updated : Aug 26, 2019, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.