ETV Bharat / city

একবালপুরে কলকাতা পৌরনিগমের উদ্যোগে নয়া মাতৃসদন হাসপাতাল - কলকাতা পৌরনিগম

এসএসকেএম হাসপাতাল দায়িত্ব নিয়েছে, কলকাতা পৌরনিগমের নয়া এই মাতৃসদন হাসপাতাল পরিচালনার। মা ও শিশুদের চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই হাসপাতালে এক্স-রে, প্যাথলজি ল্যাব, দুটো অপারেশন থিয়েটার, তিনটে লেবার রুম রয়েছে।

kmc_metarnity_hospital in ekbalpur
একবালপুরে কলকাতা পৌরনিগমের উদ্যোগে নয়া মাতৃসদন হাসপাতাল
author img

By

Published : Feb 8, 2021, 10:09 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : বিজ্ঞানী সত্যেন বসু, অভিনেতা মিঠুন চক্রবর্তীর মত নামী দামি মানুষ জন্মেছেন কলকাতা পৌরনিগমের মাতৃসদন হাসপাতালে। সেই ধারাবাহিকতাকে বহন করে নিয়ে যেতে অত্যাধুনিক প্রযুক্তিতে একবালপুরে মাতৃসদন হাসপাতালের উদ্বোধন করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতা পৌরনিগম এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর যৌথ উদ্যোগে 178 বেডের এই হাসপাতাল তৈরি করা হয়েছে । 9 নম্বর বোরোর 7 নম্বর ওয়ার্ডের ইকবালপুর রোডের উপর মাতৃসদন হাসপাতালে রয়েছে উন্নত মানের সব চিকিৎসা ব্যবস্থা। মা ও শিশুদের চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই হাসপাতালে এক্স-রে, প্যাথলজি ল্যাব, দুটো অপারেশন থিয়েটার, তিনটে লেবার রুম রয়েছে। এর পাশাপাশি রয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রা সোনোগ্রাফি সহ যাবতীয় চিকিৎসা পরিষেবা মিলবে এক ছাদের তলায়। আগামী দু’সপ্তাহের মধ্যে এই হাসপাতালটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে।

এসএসকেএম হাসপাতাল দায়িত্ব নিয়েছে কলকাতা পৌরনিগমের এই মাতৃসদন হাসপাতাল পরিচালনার। সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা করবেন একবালপুরের এই মাতৃসদন হাসপাতালে। ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের 4টি মাতৃসদন হাসপাতাল রয়েছে । খিদিরপুর মাতৃসদন, দর্জি পাড়া মাতৃসদন, গার্ডেনরিচ মাতৃসদন, টপ শেয়ার চম্পামণি মাতৃসদন। সবকটি মাতৃসদনে সন্তান প্রসবের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছে কলকাতা পৌরনিগম।

আরও পড়ুন : কোরোনার টিকা, 82নং ওয়ার্ডে সোমবার থেকে শুরু নাম নথিভুক্তকরণ

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, একবালপুরের মানুষের জন্য মাদার এন্ড চাইল্ড হাব তৈরি করছে রাজ্য সরকার। এখানে 178 টি বেড রয়েছে। সোনোগ্রাফি সহ সবরকমের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রাখা হয়েছে একবালপুরের এই মাদার এন্ড চাইল্ড হাবে। এটিকে সম্পূর্ণ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সহ মডেল মাদার এন্ড চাইল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। এসএসকেএমের একটি শাখা হিসেবে এই মাদার এন্ড চাইল্ড হাবে চিকিৎসা করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এখানে গর্ভবতী মা এবং সন্তান চিকিৎসা পাবে।

কলকাতা, 8 ফেব্রুয়ারি : বিজ্ঞানী সত্যেন বসু, অভিনেতা মিঠুন চক্রবর্তীর মত নামী দামি মানুষ জন্মেছেন কলকাতা পৌরনিগমের মাতৃসদন হাসপাতালে। সেই ধারাবাহিকতাকে বহন করে নিয়ে যেতে অত্যাধুনিক প্রযুক্তিতে একবালপুরে মাতৃসদন হাসপাতালের উদ্বোধন করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতা পৌরনিগম এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর যৌথ উদ্যোগে 178 বেডের এই হাসপাতাল তৈরি করা হয়েছে । 9 নম্বর বোরোর 7 নম্বর ওয়ার্ডের ইকবালপুর রোডের উপর মাতৃসদন হাসপাতালে রয়েছে উন্নত মানের সব চিকিৎসা ব্যবস্থা। মা ও শিশুদের চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই হাসপাতালে এক্স-রে, প্যাথলজি ল্যাব, দুটো অপারেশন থিয়েটার, তিনটে লেবার রুম রয়েছে। এর পাশাপাশি রয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রা সোনোগ্রাফি সহ যাবতীয় চিকিৎসা পরিষেবা মিলবে এক ছাদের তলায়। আগামী দু’সপ্তাহের মধ্যে এই হাসপাতালটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে।

এসএসকেএম হাসপাতাল দায়িত্ব নিয়েছে কলকাতা পৌরনিগমের এই মাতৃসদন হাসপাতাল পরিচালনার। সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা করবেন একবালপুরের এই মাতৃসদন হাসপাতালে। ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের 4টি মাতৃসদন হাসপাতাল রয়েছে । খিদিরপুর মাতৃসদন, দর্জি পাড়া মাতৃসদন, গার্ডেনরিচ মাতৃসদন, টপ শেয়ার চম্পামণি মাতৃসদন। সবকটি মাতৃসদনে সন্তান প্রসবের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছে কলকাতা পৌরনিগম।

আরও পড়ুন : কোরোনার টিকা, 82নং ওয়ার্ডে সোমবার থেকে শুরু নাম নথিভুক্তকরণ

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, একবালপুরের মানুষের জন্য মাদার এন্ড চাইল্ড হাব তৈরি করছে রাজ্য সরকার। এখানে 178 টি বেড রয়েছে। সোনোগ্রাফি সহ সবরকমের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রাখা হয়েছে একবালপুরের এই মাদার এন্ড চাইল্ড হাবে। এটিকে সম্পূর্ণ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সহ মডেল মাদার এন্ড চাইল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। এসএসকেএমের একটি শাখা হিসেবে এই মাদার এন্ড চাইল্ড হাবে চিকিৎসা করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এখানে গর্ভবতী মা এবং সন্তান চিকিৎসা পাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.