ETV Bharat / city

কলকাতা শহরে করোনা নিয়ন্ত্রণে ফের শুরু হতে পারে মাইক্রো কনটেনমেন্ট জোন - করোনা সংক্রমণ

এদিন কলকাতা পৌরনিগমের সদর দফতরে কলকাতায় করোনার সংক্রমণে লাগাম টানতে নতুন করে মাইক্রো কনটেনমেন্ট জোন চালু করা নিয়ে আলোচনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ে এদিন কলকাতা পৌরনিগমের সদর দফতরে বৈঠক করেন পৌর প্রশাসক খলিল আহমদ, পৌর কমিশনার বিনোদ কুমার, পুর স্বাস্থ্য আধিকারিক ও রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ।

কলকাতা শহরে করোনা নিয়ন্ত্রণে ফের শুরু হতে পারে মাইক্রো কনটেনমেন্ট জোন
কলকাতা শহরে করোনা নিয়ন্ত্রণে ফের শুরু হতে পারে মাইক্রো কনটেনমেন্ট জোন
author img

By

Published : Apr 12, 2021, 10:12 PM IST

কলকাতা, 12 এপ্রিল : কলকাতার নতুন করে কনটেনমেন্ট জোন চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কলকাতা পৌরনিগম । তবে বড় এলাকা জুড়ে কনটেনমেন্ট জোন চালু না করে ছোট ছোট মাইক্রো কনটেনমেন্ট জোন চালু করা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে । একটি বাড়ি অথবা দুটো বা তিনটে বাড়ি নিয়ে মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে ।

এদিন কলকাতা পৌরনিগমের সদর দফতরে কলকাতায় করোনার সংক্রমণে লাগাম টানতে নতুন করে মাইক্রো কনটেনমেন্ট জোন চালু করা নিয়ে আলোচনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ে এদিন কলকাতা পৌরনিগমের সদর দফতরে বৈঠক করেন পৌর প্রশাসক খলিল আহমদ, পৌর কমিশনার বিনোদ কুমার, পুর স্বাস্থ্য আধিকারিক ও রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ।

করোনার সংক্রমণকে প্রতিরোধ করতে আরও বেশি করে টেস্ট-এর সংখ্যা বাড়ানো হচ্ছে । এখন প্রতিদিন 6 হাজার করোনা টেস্ট করছে কলকাতা পৌরনিগম । করোনা টেস্ট-এর সংখ্যা বাড়িয়ে প্রতিদিন 10 হাজার করা হবে । কলকাতায় এদিন করোনা আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে 1100-র বেশি । রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যা প্রায় 4300 । গত বছর অক্টোবর মাসে যেই ধরনের করোনার স্বাস্থ্যবিধি গ্রহণ করেছিল কলকাতা পৌরনিগম পুনরায় সেই পদক্ষেপগুলি শহরে ফের শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : হাওড়ায় স্কুলে ফি বাড়ানোর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম কিশোর ভারতী-তে 100 শয্যার কোয়ারিন্টিন সেন্টার তৈরি করেছে । এছাড়া বাইপাসের ধারে 150 শয্যার সেফ হোম ও রাজারহাটে 300 শয্যার আরও একটি সেফ হোম তৈরি করেছে কলকাতা পৌর নিগম ।

কলকাতা, 12 এপ্রিল : কলকাতার নতুন করে কনটেনমেন্ট জোন চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কলকাতা পৌরনিগম । তবে বড় এলাকা জুড়ে কনটেনমেন্ট জোন চালু না করে ছোট ছোট মাইক্রো কনটেনমেন্ট জোন চালু করা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে । একটি বাড়ি অথবা দুটো বা তিনটে বাড়ি নিয়ে মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে ।

এদিন কলকাতা পৌরনিগমের সদর দফতরে কলকাতায় করোনার সংক্রমণে লাগাম টানতে নতুন করে মাইক্রো কনটেনমেন্ট জোন চালু করা নিয়ে আলোচনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ে এদিন কলকাতা পৌরনিগমের সদর দফতরে বৈঠক করেন পৌর প্রশাসক খলিল আহমদ, পৌর কমিশনার বিনোদ কুমার, পুর স্বাস্থ্য আধিকারিক ও রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ।

করোনার সংক্রমণকে প্রতিরোধ করতে আরও বেশি করে টেস্ট-এর সংখ্যা বাড়ানো হচ্ছে । এখন প্রতিদিন 6 হাজার করোনা টেস্ট করছে কলকাতা পৌরনিগম । করোনা টেস্ট-এর সংখ্যা বাড়িয়ে প্রতিদিন 10 হাজার করা হবে । কলকাতায় এদিন করোনা আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে 1100-র বেশি । রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যা প্রায় 4300 । গত বছর অক্টোবর মাসে যেই ধরনের করোনার স্বাস্থ্যবিধি গ্রহণ করেছিল কলকাতা পৌরনিগম পুনরায় সেই পদক্ষেপগুলি শহরে ফের শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : হাওড়ায় স্কুলে ফি বাড়ানোর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম কিশোর ভারতী-তে 100 শয্যার কোয়ারিন্টিন সেন্টার তৈরি করেছে । এছাড়া বাইপাসের ধারে 150 শয্যার সেফ হোম ও রাজারহাটে 300 শয্যার আরও একটি সেফ হোম তৈরি করেছে কলকাতা পৌর নিগম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.