ETV Bharat / city

Firhad on KK Death : কে কে-র মৃত্যুর জের ! নজরুল মঞ্চে কলেজের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারির সুপারিশ - নজরুল মঞ্চে কলেজের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারির সুপারিশ

গতকাল কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষের পর মৃত্যু হয় সঙ্গীত শিল্পী কে কে-র (Singer KK Died after a Programme in Kolkata) ৷ এই নিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে ওই মঞ্চের ব্যবস্থাপনাকেই ৷ কিন্তু তার আগেই কেএমডিএ-র তরফে মেয়র ফিরহাদ হাকিমকে (Kolkata Mayor Firhad Hakim) সুপারিশ করা হয়, যাতে কলেজের কোনও অনুষ্ঠানে ভাড়া না দেওয়া হয় ৷

kmc-may-ban-college-festival-at-nazrul-mancha
Firhad on KK Death : কে কে-র মৃত্যুর জের ! নজরুল মঞ্চে কলেজের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারির সুপারিশ
author img

By

Published : Jun 1, 2022, 4:28 PM IST

কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পী কে কে-র প্রয়াণের (KK Demise) পর উঠছে নানা প্রশ্ন ৷ অনেকেই গতকাল, মঙ্গলবার নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই পরিস্থিতি নজরুল মঞ্চে কোনও কলেজের অনুষ্ঠানের উপর জারি হতে পারে নিষেধাজ্ঞা (KMC May ban College Festival at Nazrul Mancha) ৷ কেএমডিএ-র (KMDA) তরফে এমনই সুপারিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে ৷

অভিযোগ, নজরুল মঞ্চের আসন সংখ্যা 2700 ৷ সেখানে গতকাল 7 হাজার শ্রোতা ছিল ৷ ফলে শীতাতপ যন্ত্রগুলি ঠিকমতো কাজ করেনি ৷ তাতেই গায়ক অসুস্থ হয়ে পড়েন ৷ তার জেরেই কে কে-র মর্মান্তিক পরিণতি হল বলে অভিযোগ উঠেছে ৷

বুধবার মেয়র ফিরহাদ হাকিমের (Kolkata Mayor Firhad Hakim) ব্যাখ্যা, ‘‘কে কে-র জনপ্রিয়তা এমন যে কম বয়সীদের ভিড় ছেঁকে ধরে । কাল আমাকে কেএমডিএ থেকে বলেছে আর কলেজকে যাতে না দেওয়া হয় নজরুল মঞ্চ । সিটের উপর নাচানাচি করলে সিট ভেঙে যায় ।’’ তবে এই বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ফিরহাদ ৷ তিনি কেএমডিএ-রও চেয়ারম্যান ৷

Firhad on KK Death : কে কে-র মৃত্যুর জের ! নজরুল মঞ্চে কলেজের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারির সুপারিশ

তাছাড়া তিনি জানান, জনপ্রিয় গায়ক কলকাতায় অনুষ্ঠান করছেন, তখন নতুন প্রজন্মকে ঠেকানোর চেষ্টা করলেও পারা যায়নি । জনস্রোত আটকাতে পারেনি । এসি নিয়ে কোনও সমস্যা নেই । যেটা 2700 জনের জায়গায় সেখানে 7000 লোক হলে কী করা যাবে ।

কে কে-র প্রয়াণে শোকপ্রকাশ করে মেয়র বলেন, ‘‘অত্যন্ত বেদনাদায়ক । অনুষ্ঠানের সময় একটা ব্যাথা অনুভব করেছিলেন ।দর্শকদের অনুরোধে গেয়েই গেলেন । তারপর হোটেলে গিয়ে ফেলে ব্যাথা অনুভব করলেন । হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানো গেল না ।’’ একই সঙ্গে তিনি জানান, আগামী ১ জানুয়ারি চেতলা মাঠে অনুষ্ঠানে ওঁকে আনার জন্য কথা হচ্ছিল । আজ শুধুই তাঁর স্মৃতি ।

আরও পড়ুন : Professionalism of KK : অসুস্থতা সত্ত্বেও ছাড়েননি মঞ্চ, মৃত্যুর আগে দায়বদ্ধতা ও পেশাদারিত্বের বিরল নজির কে কে'র

কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পী কে কে-র প্রয়াণের (KK Demise) পর উঠছে নানা প্রশ্ন ৷ অনেকেই গতকাল, মঙ্গলবার নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই পরিস্থিতি নজরুল মঞ্চে কোনও কলেজের অনুষ্ঠানের উপর জারি হতে পারে নিষেধাজ্ঞা (KMC May ban College Festival at Nazrul Mancha) ৷ কেএমডিএ-র (KMDA) তরফে এমনই সুপারিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে ৷

অভিযোগ, নজরুল মঞ্চের আসন সংখ্যা 2700 ৷ সেখানে গতকাল 7 হাজার শ্রোতা ছিল ৷ ফলে শীতাতপ যন্ত্রগুলি ঠিকমতো কাজ করেনি ৷ তাতেই গায়ক অসুস্থ হয়ে পড়েন ৷ তার জেরেই কে কে-র মর্মান্তিক পরিণতি হল বলে অভিযোগ উঠেছে ৷

বুধবার মেয়র ফিরহাদ হাকিমের (Kolkata Mayor Firhad Hakim) ব্যাখ্যা, ‘‘কে কে-র জনপ্রিয়তা এমন যে কম বয়সীদের ভিড় ছেঁকে ধরে । কাল আমাকে কেএমডিএ থেকে বলেছে আর কলেজকে যাতে না দেওয়া হয় নজরুল মঞ্চ । সিটের উপর নাচানাচি করলে সিট ভেঙে যায় ।’’ তবে এই বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ফিরহাদ ৷ তিনি কেএমডিএ-রও চেয়ারম্যান ৷

Firhad on KK Death : কে কে-র মৃত্যুর জের ! নজরুল মঞ্চে কলেজের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারির সুপারিশ

তাছাড়া তিনি জানান, জনপ্রিয় গায়ক কলকাতায় অনুষ্ঠান করছেন, তখন নতুন প্রজন্মকে ঠেকানোর চেষ্টা করলেও পারা যায়নি । জনস্রোত আটকাতে পারেনি । এসি নিয়ে কোনও সমস্যা নেই । যেটা 2700 জনের জায়গায় সেখানে 7000 লোক হলে কী করা যাবে ।

কে কে-র প্রয়াণে শোকপ্রকাশ করে মেয়র বলেন, ‘‘অত্যন্ত বেদনাদায়ক । অনুষ্ঠানের সময় একটা ব্যাথা অনুভব করেছিলেন ।দর্শকদের অনুরোধে গেয়েই গেলেন । তারপর হোটেলে গিয়ে ফেলে ব্যাথা অনুভব করলেন । হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানো গেল না ।’’ একই সঙ্গে তিনি জানান, আগামী ১ জানুয়ারি চেতলা মাঠে অনুষ্ঠানে ওঁকে আনার জন্য কথা হচ্ছিল । আজ শুধুই তাঁর স্মৃতি ।

আরও পড়ুন : Professionalism of KK : অসুস্থতা সত্ত্বেও ছাড়েননি মঞ্চ, মৃত্যুর আগে দায়বদ্ধতা ও পেশাদারিত্বের বিরল নজির কে কে'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.