কলকাতা, 31 ডিসেম্বর: সম্পত্তি করে সম্পূর্ণ 100 শতাংশ সুদ ও জরিমানা ছাড় দেওয়ার সুযোগ আরও এক মাস বৃদ্ধি করল কলকাতা পৌরনিগম । 31 ডিসেম্বর পর্যন্ত ওয়েভার স্কিমে সম্পত্তি করে 100 শতাংশ সুদ ও জরিমানা ছাড়ের জন্য আবেদন করার শেষ দিন ছিল । আরও একমাস সময়সীমা বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত ওয়েভার স্কিমে সম্পত্তি করে 100 শতাংশ সুদ ও জরিমানার ছাড়ের জন্য আবেদন করা যাবে। 31 জানুয়ারির মধ্যে ওয়েভার স্কিম এর অন্তর্গত সম্পত্তি করে 100 শতাংশ সুদ ও জরিমানায় ছাড়ের আবেদন করলে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন নাগরিকরা। 31 ডিসেম্বর পর্যন্ত ওয়েভার স্কিমে ছাড় ঘোষণা করার পর দেড়শো কোটি টাকা আয় হয়েছে কলকাতা পৌরনিগমের। ওয়েভার স্কিম-এর অন্তর্গত 100 শতাংশ সুদ ও জরিমানা মুকুবের আবেদন জমা পড়েছে 600 কোটি টাকা।
কলকাতা পৌর নিগমের সদর দফতর-সহ শহরের 144টি ওয়ার্ডে সম্পত্তি কর দেবার সুযোগ থাকছে। এমনকী, কলকাতা পৌরনিগমের নিজস্ব অ্যাপে ও অনলাইনে আবেদন ও টাকা জমা দেওয়ার সুযোগ রয়েছে। এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, উৎসবের মরসুমে অনেক দিন ছুটি থাকায় অনেকেই সময় মত টাকা দিতে পারেননি। তাছাড়াও মানুষের আর্থিক সংকটের কথা মাথায় রেখেই আরও একমাস সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম।
অতীন ঘোষ জানিয়েছেন, 28 ফেব্রুয়ারির পর থেকে সম্পত্তি করে 60 শতাংশ ও জরিমানার 99 শতাংশ মুকুব করা হবে। 31 মে পর্যন্ত সম্পত্তি করে 60 শতাংশ ও জরিমানার ক্ষেত্রে 99 শতাংশ জমা দেওয়ার সুযোগ পাবেন নাগরিকরা।
আরও পড়ুন: মাস্ক না পরে ভিক্টোরিয়ায় ? পদক্ষেপ পুলিশের
পয়লা অক্টোবর থেকেই রাজ্য সরকারের অনুমতি নিয়ে কলকাতা পৌরনিগম সম্পত্তি করে 100 শতাংশ সুদ ও জরিমানা মুকুবের জন্য এবার স্কিমের ঘোষণা করেছিল। 31 ডিসেম্বর পর্যন্ত ওয়েভার স্কিম-এর সময়সীমা ঘোষণা করা হয়েছিল। 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করলে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সম্পত্তি করে 100 শতাংশ সুদ ও 100 শতাংশ জরিমানায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পৌরনিগম। 31 মে পর্যন্ত ওয়েভার স্কিমে টাকা জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে 60 শতাংশ ছাড় দেওয়া হবে সম্পত্তি করে ও 99 শতাংশ ছাড় দেওয়া হবে জরিমানায়। সেই আবেদনের সময় আরও এক মাস বৃদ্ধি করল কলকাতা পৌরনিগম।