ETV Bharat / city

Rally in KMC: অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধের দাবিতে কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের মিছিল - KMC Engineers Protest demanding to stop reemployment of retirees

অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধের দাবিতে ইঞ্জিনিয়ররা প্রতিবাদ মিছিল করল কলকাতা পৌরনিগমে (Engineers Protest in KMC)৷

KMC Engineers Protested demanding to stop reemployment of retirees
Rally in KMC
author img

By

Published : Jun 18, 2022, 2:45 PM IST

কলকাতা, 18 জুন: কলকাতা পৌরনিগমের পেনশন বাবদ কর্মীরা পাবেন বিপুল টাকা । এ দিকে, 29,000 শূন্যপদ রয়েছে । এর পরেও অবসরপ্রাপ্তদের ফের চুক্তিভিত্তিক নিয়োগ করে মোটা বেতনে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ । তাঁদের আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড লাইট সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ডাকে মিছিল করলেন ইঞ্জিনিয়ররা ।

এই প্রতিবাদ মিছিল পৌরনিগমের তালাশের সামনে থেকে শুরু হয় (Rally in KMC)৷ এরপর মিছিল কর্মিবর্গ বিভাগ, পেনশন সেল হয়ে জল-সরবরাহ বিভাগের ডিজির ঘরের সামনে শেষ হয় । সংগঠনের সভাপতি পার্থ গুপ্ত ও সাধারণ সম্পাদক মানস সিনহা এই মিছিলের নেতৃত্ব দেন (Kolkata Municipal Corporation)।

মানস সিনহা বলেন, "কলকাতা পৌরনিগমের এক অস্থায়ী ডিজিকে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে । পাশাপাশি চারজন ডেপুটি চিফ ইঞ্জিনিয়র তাঁদের অবসর নেওয়ার পরে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে । এছাড়াও গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস, সেখানে বেশ কয়েকজনের অবসর হয়ে যাওয়ার পরেও কোন চুক্তি ছাড়াই তাঁদের মোটা টাকা বেতনে কাজ কর্ম করানো হচ্ছে । অনেকে গাড়ির পেট্রল-সহ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন ।"

ইঞ্জিনিয়রদের প্রতিবাদ মিছিল কলকাতা পৌরনিগমে

তিনি আরও বলেন, "বর্তমানে যখন এত বিপুলসংখ্যক শূন্যপদ, সেখানে নতুন ছেলেমেয়েদের নিয়োগ না করে পুনর্নিয়োগ করা হচ্ছে কেন ? কার স্বার্থে চুক্তি না করেই কিছু লোককে কাজকর্ম করানো হচ্ছে? এটা দীর্ঘদিন চলতে পারে না । অবিলম্বে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে । চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা স্থায়ী কর্মীদের ওপর ছড়ি ঘোরাবে তা বরদাস্ত করব না ।"

আরও পড়ুন : Agitation in KMC: বকেয়া মেটানোর দাবিতে গণছুটি নিয়ে আন্দোলনে কেএমসি-র একাংশ কর্মী

কলকাতা, 18 জুন: কলকাতা পৌরনিগমের পেনশন বাবদ কর্মীরা পাবেন বিপুল টাকা । এ দিকে, 29,000 শূন্যপদ রয়েছে । এর পরেও অবসরপ্রাপ্তদের ফের চুক্তিভিত্তিক নিয়োগ করে মোটা বেতনে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ । তাঁদের আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড লাইট সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ডাকে মিছিল করলেন ইঞ্জিনিয়ররা ।

এই প্রতিবাদ মিছিল পৌরনিগমের তালাশের সামনে থেকে শুরু হয় (Rally in KMC)৷ এরপর মিছিল কর্মিবর্গ বিভাগ, পেনশন সেল হয়ে জল-সরবরাহ বিভাগের ডিজির ঘরের সামনে শেষ হয় । সংগঠনের সভাপতি পার্থ গুপ্ত ও সাধারণ সম্পাদক মানস সিনহা এই মিছিলের নেতৃত্ব দেন (Kolkata Municipal Corporation)।

মানস সিনহা বলেন, "কলকাতা পৌরনিগমের এক অস্থায়ী ডিজিকে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে । পাশাপাশি চারজন ডেপুটি চিফ ইঞ্জিনিয়র তাঁদের অবসর নেওয়ার পরে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে । এছাড়াও গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস, সেখানে বেশ কয়েকজনের অবসর হয়ে যাওয়ার পরেও কোন চুক্তি ছাড়াই তাঁদের মোটা টাকা বেতনে কাজ কর্ম করানো হচ্ছে । অনেকে গাড়ির পেট্রল-সহ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন ।"

ইঞ্জিনিয়রদের প্রতিবাদ মিছিল কলকাতা পৌরনিগমে

তিনি আরও বলেন, "বর্তমানে যখন এত বিপুলসংখ্যক শূন্যপদ, সেখানে নতুন ছেলেমেয়েদের নিয়োগ না করে পুনর্নিয়োগ করা হচ্ছে কেন ? কার স্বার্থে চুক্তি না করেই কিছু লোককে কাজকর্ম করানো হচ্ছে? এটা দীর্ঘদিন চলতে পারে না । অবিলম্বে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে । চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা স্থায়ী কর্মীদের ওপর ছড়ি ঘোরাবে তা বরদাস্ত করব না ।"

আরও পড়ুন : Agitation in KMC: বকেয়া মেটানোর দাবিতে গণছুটি নিয়ে আন্দোলনে কেএমসি-র একাংশ কর্মী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.