কলকাতা, 4 ডিসেম্বর : ভৌগোলিক ভাবে সবচেয়ে বড় ওয়ার্ড ৷ কলকাতা পৌরনিগমের 2 নম্বর ওয়ার্ডের (KMC Word 2) এটাই প্রাথমিক পরিচয় ৷ যদিও এই ওয়ার্ডের অন্য গুরুত্বও রয়েছে ৷
এই ওয়ার্ডেরই বাসিন্দা হেভিওয়েট তৃণমূল নেতা তথা রাজ্যসভায় শাসকদলের সাংসদ শান্তনু সেন ৷ এক সময় তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ৷ এবার কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021) তাঁর স্ত্রী কাকলি সেন প্রার্থী ওই ওয়ার্ডে ৷
যদিও প্রার্থী হেভিওয়েট বলে প্রচারে খামতি নেই তৃণমূল কংগ্রেসের ৷ শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন ৷ ব্যানার-ফেস্টুন টাঙানোর কাজ চলছে ৷ তার সঙ্গেই সমানতালে চলছে বাড়ি বাড়ি প্রচার ৷ আর সেই প্রচারে স্ত্রীকে পথ দেখাচ্ছেন স্বয়ং শান্তনু ৷
শিক্ষক যেমন ছাত্রীকে সাফল্যের মন্ত্র দেন, অনেকটা সেভাবেই অর্ধাঙ্গিনীকে রাজনীতির পাট পড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই চিকিৎসক নেতা ৷ তাঁর চিকিৎসক স্ত্রী কাকলিদেবীও বিষয়টি বিলক্ষণ জানেন ৷ তাই অকপটে স্বীকার করছেন সেকথাও ৷
তিনি জানাচ্ছেন, শান্তনু সেন যে জায়গায় ছেড়ে গিয়েছেন, সেখানে প্রত্যাশাপূরণ করাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ । জল জমার সমস্যা এই ওয়ার্ডে অন্যতম ৷ সেটা অবশ্য মেনে নিচ্ছেন তিনি ৷ আগামিদিনে সব সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি ৷
তিনি জানাচ্ছেন, প্রথমবার রাস্তায় বেরিয়ে সাড়া বেশ ভালই পাচ্ছেন । তাই যেটুকু যা সমস্যা রয়েছে, তা আরও ভাল করে দেওয়াই জনগণের কাছে তাঁর প্রতিশ্রুতি । একই সুর ড. শান্তনু সেনের গলায় । তাঁর দাবি, যখন যেখানে দায়িত্ব নিয়েছেন, সেটাকেই এক নম্বর করেছেন । এবার কাকলি সেনও সেই লক্ষ্যপূরণ করবেন বলে তিনি আত্মবিশ্বাসীও বটে ।
2 নম্বর ওয়ার্ডে তৃণমূলের হেভিওয়েট জুটির বিপক্ষে রয়েছেন সিপিএমের দেবলীনা সরকার, বিজেপির রাজেন্দ্রপ্রসাদ সাউ ও কংগ্রেসের রথীন পাল ৷ প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছেন সিপিএমের আইনজীবী প্রার্থী দেবলীনাও ৷ প্রতিপক্ষ হেভিওয়েট হলেও তিনি লড়াইয়ের জমি ছাড়ছেন না বলে জানিয়েছেন ৷ তাঁর দাবি, তিনিও এলাকার মেয়ে, জায়গাটা চেনেন হাতের তালুর মতো । তাই কোথায় কোথায় খামতি রয়েছে, সেটা ভালই জানেন ৷ প্রচারে সেই বিষয়গুলিই তুলে ধরছেন ৷
তাঁর অভিযোগ, রাস্তার উন্নয়ন হয়নি । নিকাশির হাল খারাপ ৷ তাই তাঁর বিশ্বাস সেই কারণেই মানুষ এবার তৃণমূল নয়, ভরসা রাখবেন সিপিএমের উপর ৷
আরও পড়ুন : KMC Election 2021: স্বস্তি তৃণমূলে, প্রার্থীপদ প্রত্যাহারের ইঙ্গিত রতন মালাকারের
অন্যদিকে বিজেপির প্রার্থী রাজেন্দ্রপ্রসাদ সাউ তৃণমূলের শান্তনু সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ৷ দুর্নীতিগ্রস্ত বলেই সরাসরি শান্তনু প্রার্থী করা হয়নি বলেও তাঁর বক্তব্য ৷ পাশাপাশি তাঁর দাবি, একটু বৃষ্টি হলেই হাঁটু জল । তাই তাঁর বিশ্বাস, 2 নম্বর ওয়ার্ডের মানুষ তৃণমূলকে ভোট দেবেন না ।