ETV Bharat / city

KMC election 2021: নজরে বামদুর্গ 10 নং ওয়ার্ড, করুণা কি পারবেন একা কুম্ভ হয়ে উঠতে ? - 10 নং ওয়ার্ড

কলকাতা পৌরনিগম নির্বাচনে (KMC election 2021 ) নজর থাকছে বামদুর্গ হিসেবে পরিচিত 10 নং ওয়ার্ডের (ward no 10 in KMC) দিকে ৷ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী টানা 19 বছরের কাউন্সিলর করুণা সেনগুপ্ত (Left candidate Karuna Sengupta)। তবে তৃণমূলের দাবি, জিতবে তারাই ৷

Kolkata Municipal Election
নজরে বামদুর্গ 10 নং ওয়ার্ড, করুণা কি পারবেন একা কুম্ভ রক্ষা করতে ?
author img

By

Published : Dec 17, 2021, 7:20 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: অর্ধ শতকের বামদুর্গ 10 নম্বর ওয়ার্ড কি এবার বামেদের দখলেই থাকবে ? নাকি উড়বে ঘাসফুলের পতাকা ! কলকাতা পৌর নির্বাচনে (KMC election 2021) শাসক ও বিরোধী সবার নজরে থাকবে এই ওয়ার্ড ৷

প্রায় অর্ধ শতকেরও বেশি সময় ধরে কলকাতা পৌরনিগমের 10 নম্বর ওয়ার্ড (ward no 10 in KMC) বামেদের দখলে । একসময় এই ওয়ার্ডে বামফ্রন্টের শরিকদল সিপিআইয়ের কাউন্সিলর ছিলেন পূর্ণেন্দু সেনগুপ্ত । তিনি কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদের দায়িত্বও পালন করেছেন । ছিলেন কলকাতার ডেপুটি মেয়র । আবার বিরোধী আসনে বসে তিনি দায়িত্ব পালন করেছেন কলকাতা পৌরনিগমের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের । বামবোর্ডের সময়ে পৌরনিগমের চেয়ারম্যান পদের দায়িত্বও সামলেছেন ।

2001 সালে তাঁর মৃত্যুর পর 2002-এর উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকে সিপিআইয়ের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁর স্ত্রী করুণা সেনগুপ্ত (Left candidate Karuna Sengupta)। বিপুল জনসমর্থন নিয়ে তারপর থেকে টানা 19 বছরের কাউন্সিলর তিনি । 2015 সালে কলকাতার পৌরনির্বাচনের ফলাফল দেখলে দেখা যাবে, এক থেকে কুড়ি নম্বর ওয়ার্ড-এর মধ্যে বামফ্রন্টের একমাত্র জয়ী প্রার্থী ছিলেন 10 নম্বর ওয়ার্ডে করুণা সেনগুপ্ত । সদ্য সমাপ্ত বিধানসভায় রাজ্যে বামেদের আসন 0। এমন পরিস্থিতিতে আসন্ন পৌরসভা নির্বাচনেও কী এই ওয়ার্ডে বামদুর্গ অটুট থাকবে ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন: KMC Election 2021 : কাজরী বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

এ প্রসঙ্গে করুনা সেনগুপ্তের বক্তব্য, এত বছর ধরে তিনি মানুষকে যে পরিষেবা দিয়েছেন তাতে এলাকার মানুষ সন্তুষ্ট । বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে যে নাট্যমঞ্চ, তার সংস্কার করা থেকে শুরু করে এলাকায় কমিউনিটি হল তৈরি করা, সুতানুটি পরিষদের বাড়ি সংস্কার করা, প্রতিদিন রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা, বিপদে এলাকার মানুষের পাশে থাকা, বস্তি এলাকার উন্নয়ন করা থেকে সরকারি প্রকল্প প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার কাজ তিনি নিরলস ভাবে করে গিয়েছেন বলে দাবি করেছেন । এর জন্য তাঁকেই আসন্ন নির্বাচনে মানুষ সমর্থন জানাবেন বলে আশাবাদী বাম নেত্রী ।

আরও পড়ুন: KMC election 2021: পৌরভোটের প্রচারে দক্ষিণী হাওয়া

করুণা সেনগুপ্তর মতোই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসও । তাদের বিশ্বাস, দীর্ঘদিনের বামেদের এই ঘাঁটিতে এবার ফাটল ধরাতে সক্ষম হবে জোড়া ফুল । তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত বন্দ্যোপাধ্যায়কেই জয়ী করবেন ওয়ার্ডের মানুষ । তৃণমূল কংগ্রেস নেতা শুভাশিস চক্রবর্তী বলেছেন, "এতগুলো বছর ধরে তিনি (করুণা সেনগুপ্ত) কাউন্সিলর থাকার পরেও এলাকায় বস্তি উন্নয়ন তেমন হয়নি । আগুন লাগলে ভয়ঙ্কর পরিণতি হবে । আমাদের লক্ষ্য থাকবে 24 ঘণ্টা পানীয় জলের পরিষেবা দেওয়া । যাতে জল স্টোর করে না রাখতে হয় । এছাড়াও বিগত 10 বছর ধরে আমাদের বিধায়ক শশী পাঁজার নেতৃত্বে ওয়ার্ডের মানুষকে যতটা সরকারি প্রকল্প-সহ নানা উন্নয়নমূলক কাজের সুবিধা দেওয়া যায় দিয়েছি । কিন্তু এলাকার জনপ্রতিনিধিরও একটি ভূমিকা থেকে যায় ৷ তিনি সেই ভূমিকা কখনওই পালন করেননি । আমরা বিশ্বাস করি, এই ভোটে কমপক্ষে তিন হাজার মার্জিনে আমাদের প্রার্থী জিতবে ।"

কলকাতা, 17 ডিসেম্বর: অর্ধ শতকের বামদুর্গ 10 নম্বর ওয়ার্ড কি এবার বামেদের দখলেই থাকবে ? নাকি উড়বে ঘাসফুলের পতাকা ! কলকাতা পৌর নির্বাচনে (KMC election 2021) শাসক ও বিরোধী সবার নজরে থাকবে এই ওয়ার্ড ৷

প্রায় অর্ধ শতকেরও বেশি সময় ধরে কলকাতা পৌরনিগমের 10 নম্বর ওয়ার্ড (ward no 10 in KMC) বামেদের দখলে । একসময় এই ওয়ার্ডে বামফ্রন্টের শরিকদল সিপিআইয়ের কাউন্সিলর ছিলেন পূর্ণেন্দু সেনগুপ্ত । তিনি কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদের দায়িত্বও পালন করেছেন । ছিলেন কলকাতার ডেপুটি মেয়র । আবার বিরোধী আসনে বসে তিনি দায়িত্ব পালন করেছেন কলকাতা পৌরনিগমের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের । বামবোর্ডের সময়ে পৌরনিগমের চেয়ারম্যান পদের দায়িত্বও সামলেছেন ।

2001 সালে তাঁর মৃত্যুর পর 2002-এর উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকে সিপিআইয়ের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁর স্ত্রী করুণা সেনগুপ্ত (Left candidate Karuna Sengupta)। বিপুল জনসমর্থন নিয়ে তারপর থেকে টানা 19 বছরের কাউন্সিলর তিনি । 2015 সালে কলকাতার পৌরনির্বাচনের ফলাফল দেখলে দেখা যাবে, এক থেকে কুড়ি নম্বর ওয়ার্ড-এর মধ্যে বামফ্রন্টের একমাত্র জয়ী প্রার্থী ছিলেন 10 নম্বর ওয়ার্ডে করুণা সেনগুপ্ত । সদ্য সমাপ্ত বিধানসভায় রাজ্যে বামেদের আসন 0। এমন পরিস্থিতিতে আসন্ন পৌরসভা নির্বাচনেও কী এই ওয়ার্ডে বামদুর্গ অটুট থাকবে ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন: KMC Election 2021 : কাজরী বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

এ প্রসঙ্গে করুনা সেনগুপ্তের বক্তব্য, এত বছর ধরে তিনি মানুষকে যে পরিষেবা দিয়েছেন তাতে এলাকার মানুষ সন্তুষ্ট । বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে যে নাট্যমঞ্চ, তার সংস্কার করা থেকে শুরু করে এলাকায় কমিউনিটি হল তৈরি করা, সুতানুটি পরিষদের বাড়ি সংস্কার করা, প্রতিদিন রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা, বিপদে এলাকার মানুষের পাশে থাকা, বস্তি এলাকার উন্নয়ন করা থেকে সরকারি প্রকল্প প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার কাজ তিনি নিরলস ভাবে করে গিয়েছেন বলে দাবি করেছেন । এর জন্য তাঁকেই আসন্ন নির্বাচনে মানুষ সমর্থন জানাবেন বলে আশাবাদী বাম নেত্রী ।

আরও পড়ুন: KMC election 2021: পৌরভোটের প্রচারে দক্ষিণী হাওয়া

করুণা সেনগুপ্তর মতোই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসও । তাদের বিশ্বাস, দীর্ঘদিনের বামেদের এই ঘাঁটিতে এবার ফাটল ধরাতে সক্ষম হবে জোড়া ফুল । তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত বন্দ্যোপাধ্যায়কেই জয়ী করবেন ওয়ার্ডের মানুষ । তৃণমূল কংগ্রেস নেতা শুভাশিস চক্রবর্তী বলেছেন, "এতগুলো বছর ধরে তিনি (করুণা সেনগুপ্ত) কাউন্সিলর থাকার পরেও এলাকায় বস্তি উন্নয়ন তেমন হয়নি । আগুন লাগলে ভয়ঙ্কর পরিণতি হবে । আমাদের লক্ষ্য থাকবে 24 ঘণ্টা পানীয় জলের পরিষেবা দেওয়া । যাতে জল স্টোর করে না রাখতে হয় । এছাড়াও বিগত 10 বছর ধরে আমাদের বিধায়ক শশী পাঁজার নেতৃত্বে ওয়ার্ডের মানুষকে যতটা সরকারি প্রকল্প-সহ নানা উন্নয়নমূলক কাজের সুবিধা দেওয়া যায় দিয়েছি । কিন্তু এলাকার জনপ্রতিনিধিরও একটি ভূমিকা থেকে যায় ৷ তিনি সেই ভূমিকা কখনওই পালন করেননি । আমরা বিশ্বাস করি, এই ভোটে কমপক্ষে তিন হাজার মার্জিনে আমাদের প্রার্থী জিতবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.