ETV Bharat / city

KMC Election 2021 Results LIVE : 72 শতাংশ ভোট পেয়ে কলকাতা কর্পোরেশন দখল তৃণমূলের

Kolkata Municipal Election 2021 Result
কলকাতা পৌরভোট 2021 ফলাফল
author img

By

Published : Dec 21, 2021, 7:52 AM IST

Updated : Dec 21, 2021, 6:40 PM IST

18:37 December 21

  • বিধানসভা ভোটের পর ফের এ রাজ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি ৷ 144টির মধ্যে 134টি আসন গেল তৃণমূল কংগ্রেসের দখলে ৷ এদিকে বিধানসভা নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাম ও কংগ্রেস কিছুটা নিজেদের জমি ফিরে পেয়েছে ৷ বিজেপি পেয়েছে মাত্র 3টি ওয়ার্ড ৷ 2টি ওয়ার্ডে সিপিএম ও দুটি ওয়ার্ডে জয় পেয়েছে কংগ্রেস ৷ নির্দল প্রার্থীদের ঝুলিতে এসেছে 3টি ওয়ার্ড ৷

18:32 December 21

144টি ওয়ার্ড ভিত্তিক সর্বশেষ ভোটের হার

ফরোয়ার্ড ব্লক 0.44 শতাংশ

টিএমসি 72.13 শতাংশ

বিজেপি 9.21 শতাংশ

বিএসপি 0.06 শতাংশ

সিপিআই 1.02 শতাংশ

সিপিআইএম 9.65 শতাংশ

কংগ্রেস 4.12 শতাংশ

এনসিপি 0.3 শতাংশ

আরএসপি 0.78 শতাংশ

জেডিইউ 0.01 শতাংশ

সিপিআইএম 0.13 শতাংশ

এসইউসিআই 0.13 শতাংশ

নির্দল: 2.43 শতাংশ

17:19 December 21

এখনও পর্যন্ত 144টি ওয়ার্ড ভিত্তিক ভোটের হার

• ফরওয়ার্ড ব্লক: 0.44 শতাংশ

• টিএমসি: 72.16 শতাংশ

• বিজেপি: 9.19 শতাংশ

• সিপিআইএম: 9.63 শতাংশ

• বিএসপি: 0.06 শতাংশ

• সি পি আই: 1.02 শতাংশ

• কংগ্রেস: 4.13 শতাংশ

• এনসিপি: 0.00 শতাংশ

• আরএসপি: 0.78 শতাংশ

• জনতা দল: 0.01 শতাংশ

• সিপিআইএম লিবারেশন: 0.02 শতাংশ

• এসইউসিআই: 0.13 শতাংশ

• নির্দল: 2.43 শতাংশ

15:14 December 21

  • গুয়াহাটি গিয়ে কামাক্ষ্যা মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

14:25 December 21

  • People of Kolkata have once again proven that politics of HATE & VIOLENCE have NO PLACE in BENGAL!

    I thank everyone for blessing us with such a huge mandate. We are truly humbled and shall always remain committed in our goals towards YOUR BETTERMENT!

    Thank you Kolkata 🙏

    — Abhishek Banerjee (@abhishekaitc) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ধন্যবাদ জানিয়েছেন মানুষকে ৷ লেখেন, "কলকাতার মানুষ আবারও প্রমাণ করেছেন যে, বাংলায় ঘৃণা ও হিংসার রাজনীতির কোনও স্থান নেই ! এত বিশাল সমর্থনের সঙ্গে আমাদের আশীর্বাদ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই । আমরা সর্বদা আপনাদের উন্নতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব ! ধন্যবাদ কলকাতা ৷"

14:18 December 21

  • দুপুর দু'টো পর্যন্ত শাসকদলের ঝুলিতে এল 96টি ওয়ার্ড ৷ এগিয়ে 38টিতে ৷ এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোট প্রায় 72 শতাংশ ৷
  • এখনও অবধি বিজেপি জিতেছে 1 ওয়ার্ডে ৷ গেরুয়া শিবির এগিয়ে রয়েছে 3টি আসনে ৷
  • বাম এবং কংগ্রেস দু'জনেরই ঝুলিতে এসেছে 2টি করে ওয়ার্ড ৷
  • নির্দল প্রার্থীদের দখলে এসেছে 3টি ওয়ার্ড ৷

13:34 December 21

  • টুইট করে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশিপাশি জানিয়েছেন, আগামী 23 ডিসেম্বর বেলা দু'টোয় মহারাষ্ট্র নিবাস হলে জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন তিনি ৷ সেখানেই নতুন মেয়র এবং বোর্ড গঠন করা হবে ৷

13:12 December 21

  • Heartiest congratulations to all candidates for your victory in the KMC elections. Remember to serve people with utmost diligence and gratitude!

    I wholeheartedly thank every single resident of KMC for putting their faith on us, once again.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • 2টি ওয়ার্ডে জয়ী নির্দল ৷ 141-তে সুস্মিতা মণ্ডল এবং 135 নম্বরে জয়ী রিজওয়ানা পারভিন ৷ 43 নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল শাজেয়া হাফিজ ৷

12:52 December 21

  • 23 ডিসেম্বর গঠন হতে পারে পৌর বোর্ড বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে ৷ ওইদিনই শপথ নিতে পারেন কলকাতা পৌরসভার নতুন মেয়র ৷ তবে মুখ্যমন্ত্রীকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি কামাখ্যা থেকে ফিরে এসে জানাবেন বলে জানিয়েছেন ৷

12:24 December 21

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • জয় সুনিশ্চিত হতেই সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল সুপ্রিমো ৷ তাতেই বিরোধী শিবির পড়ল তাঁর কটাক্ষের মুখে ৷ মমতার দাবি, এই পৌরভোট 'গণ উৎসবে গণতন্ত্রের জয়' ৷ বললেন, "বিজেপি ভোকাট্টা, সিপিএম নো-পাত্তা কংগ্রেস স্যান্ডউইচ ৷"

11:37 December 21

  • একটি ওয়ার্ডে জয় কংগ্রেসের ৷ আরও একটি ওয়ার্ডে এগিয়ে দল ৷

11:35 December 21

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
  • জিতলেন ফিরহাদ হাকিম ৷
  • 4 নম্বর ওয়ার্ডে 10 হাজার 717টি ভোট পেয়ে জয়ী তৃণমূলের গৌতম হালদার ৷
  • 19 নম্বর ওয়ার্ডে জয়ী শাসকদল ৷

11:11 December 21

  • 50 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ ৷

10:59 December 21

কলকাতা পৌরভোট ইটিভি ভারতের প্রতিনিধির থেকে সরাসরি
  • 42 নম্বর ওয়ার্ড বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল । জয়ী তৃণমূল প্রার্থী মহেশ শর্মা ৷ এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন বিজেপির সুনীতা ঝাওয়া ৷
  • 23 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা ৷ তিনবার জয়ী হয়ে হ্যাটিক করলেন বিজয় ৷
  • এগিয়ে থাকার নিরিখে বিজেপিকে পিছনে ফেলেছে বামফ্রন্ট ৷ বামেরা এগিয়ে চারটি ওয়ার্ডে ৷

10:40 December 21

জয়ের দিকে এগোচ্ছে দল, তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস
  • 51 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবাশিস কুমার ৷

10:35 December 21

  • 22 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত ৷

10:07 December 21

  • 117 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলে অমিত সিং ৷
  • 118 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তারক সিং জয়ী ৷
  • 140 নম্বর জয়ী শাসকদলের আবু তাহের মোল্লা ৷

10:02 December 21

Kolkata Municipal Election 2021 Result
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের তৃণমূল কর্মীরা

চতুর্থ রাউন্ড গণনার পর-

  • 1 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের কার্তিক মান্না, এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট 1820 ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের পল্লব মুখোপাধ্যায় ৷
  • 2 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের কাকলী সেন, এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট 1608 ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি ৷
  • 3 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের দেবিকা চক্রবর্তী, এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট 823 ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের নমিতা দাস ৷
  • 4 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের গৌতম হালদার, এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট 1327 ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের কানাইলাল পোদ্দার ৷
  • 8 নম্বর ওয়ার্ডে 1230 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷

09:53 December 21

  • 140 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মোহাম্মদ ৷
  • 137 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি ৷

09:39 December 21

  • চারটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি ৷ 22 নম্বরে মীনাদেবী পুরোহিত, 23 নম্বরে বিজয় ওঝা, 42 নম্বরে সুনীতা ঝাওয়ার এবং 50 নম্বর ওয়ার্ডে সজল ঘোষ এগিয়ে রয়েছেন ৷

09:38 December 21

  • 25, 26, 30, 39, 57, 58, 59, 64, 75, 101, 102, 104, 105, 106, 107, 110, 114 নম্বর ওয়ার্ডে এগিয়ে শাসকদল ৷

09:31 December 21

  • বরো নম্বর 2-এর প্রতিটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷

09:21 December 21

  • 10 নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ৷
  • 42 নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির সুনীতা ঝাওয়ার ৷
  • 23 নম্বরও ওয়ার্ডে এগিয়ে বিজেপির বিজয় ওঝা ৷

09:07 December 21

  • 137 নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস ৷
  • 11 নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ ৷
  • 50 নম্বর ওয়ার্ডে এগিয়ে সজল ঘোষ ৷

08:55 December 21

  • গণনার শুরুতেই ইলেকশন ডিউটি বোর্ডে তৃণমূল এগিয়ে যে ওয়ার্ডগুলিতে- 101, 105, 106, 133, 134, 135, 136, 140 ৷

08:49 December 21

  • বরো 15- 4টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
  • বরো 15- 2টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

08:26 December 21

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে ভোট গণনা
  • প্রথমে গণনা চলছে ইলেকশন ডিউটি বোর্ডে ৷ তারপর শুরু হবে ইভিএম গণনা । কাউন্টিং এজেন্টরা গণনা পর্যবেক্ষণ করছেন ৷ মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না ৷ গণনাকেন্দ্র স্যানিটাইজেশন করা হয়েছে ৷ দেওয়া হয়েছে মাস্ক এবং স্যানিটাইজার ৷ মেনে চলা হচ্ছে কোভিড প্রোটোকল ৷

08:11 December 21

  • গণনা হবে মোট 16 রাউন্ডে ৷ গণনা কেন্দ্রের যে কক্ষগুলিতে ভোট গণনা হবে সেখানে সর্বাধিক 10টি টেবিল থাকবে । অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল রিটার্নিং অফিসার পদমর্যাদার একজন আধিকারিক প্রতিটি কাউন্টিং হলের দায়িত্বে থাকবেন ।

07:59 December 21

  • গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ৷ মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী । থাকছে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ ৷ গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা ।

07:53 December 21

Kolkata Municipal Election 2021 Result
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্র

এদিন সকাল সাতটায় খোলা হয় স্ট্রং রুম । ওয়ার্ড অনুযায়ী ছক ঠিক করা হয়েছে এবং এক সময়ে সমস্ত ওয়ার্ডে গণনা শুরু হয়েছে ৷ গণনা চলবে 12টি কেন্দ্রে ৷ গণনা কেন্দ্রগুলি হল-

বরো 1, 2- রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি

বরো 3, 4, 5, 6- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম

বরো 7- গীতাঞ্জলি স্টেডিয়াম (দক্ষিণ)

বরো 8- ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ)

বরো 9- ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস হাউস কম্পাউন্ড

বরো 10- যোধপুর পার্ক বয়েজ স্কুল

বরো 11- যোধপুর পার্ক গার্লস হাইস্কুল

বরো 12- গীতাঞ্জলি স্টেডিয়াম (উত্তর)

বরো 13- বড়িশা হাইস্কুল

বরো 14- বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর

বরো 15- সিস্টার নিবেদিতা গভর্মেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস, হেস্টিংস হাউস

বরো 16- ব্রতচারী বিদ্যাশ্রম, ঠাকুরপুকুর জোকা

07:11 December 21

  • কলকাতা পৌরসভা নির্বাচনের 144টি ওয়ার্ডের ফল প্রকাশ হবে আজ ৷ হাইকোর্টের নির্দেশানুসারে গণনা কেন্দ্র ও স্ট্রং রুমে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ ৷ পাশাপাশি সর্বক্ষণ নজরদারি চলছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ।

18:37 December 21

  • বিধানসভা ভোটের পর ফের এ রাজ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি ৷ 144টির মধ্যে 134টি আসন গেল তৃণমূল কংগ্রেসের দখলে ৷ এদিকে বিধানসভা নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাম ও কংগ্রেস কিছুটা নিজেদের জমি ফিরে পেয়েছে ৷ বিজেপি পেয়েছে মাত্র 3টি ওয়ার্ড ৷ 2টি ওয়ার্ডে সিপিএম ও দুটি ওয়ার্ডে জয় পেয়েছে কংগ্রেস ৷ নির্দল প্রার্থীদের ঝুলিতে এসেছে 3টি ওয়ার্ড ৷

18:32 December 21

144টি ওয়ার্ড ভিত্তিক সর্বশেষ ভোটের হার

ফরোয়ার্ড ব্লক 0.44 শতাংশ

টিএমসি 72.13 শতাংশ

বিজেপি 9.21 শতাংশ

বিএসপি 0.06 শতাংশ

সিপিআই 1.02 শতাংশ

সিপিআইএম 9.65 শতাংশ

কংগ্রেস 4.12 শতাংশ

এনসিপি 0.3 শতাংশ

আরএসপি 0.78 শতাংশ

জেডিইউ 0.01 শতাংশ

সিপিআইএম 0.13 শতাংশ

এসইউসিআই 0.13 শতাংশ

নির্দল: 2.43 শতাংশ

17:19 December 21

এখনও পর্যন্ত 144টি ওয়ার্ড ভিত্তিক ভোটের হার

• ফরওয়ার্ড ব্লক: 0.44 শতাংশ

• টিএমসি: 72.16 শতাংশ

• বিজেপি: 9.19 শতাংশ

• সিপিআইএম: 9.63 শতাংশ

• বিএসপি: 0.06 শতাংশ

• সি পি আই: 1.02 শতাংশ

• কংগ্রেস: 4.13 শতাংশ

• এনসিপি: 0.00 শতাংশ

• আরএসপি: 0.78 শতাংশ

• জনতা দল: 0.01 শতাংশ

• সিপিআইএম লিবারেশন: 0.02 শতাংশ

• এসইউসিআই: 0.13 শতাংশ

• নির্দল: 2.43 শতাংশ

15:14 December 21

  • গুয়াহাটি গিয়ে কামাক্ষ্যা মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

14:25 December 21

  • People of Kolkata have once again proven that politics of HATE & VIOLENCE have NO PLACE in BENGAL!

    I thank everyone for blessing us with such a huge mandate. We are truly humbled and shall always remain committed in our goals towards YOUR BETTERMENT!

    Thank you Kolkata 🙏

    — Abhishek Banerjee (@abhishekaitc) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ধন্যবাদ জানিয়েছেন মানুষকে ৷ লেখেন, "কলকাতার মানুষ আবারও প্রমাণ করেছেন যে, বাংলায় ঘৃণা ও হিংসার রাজনীতির কোনও স্থান নেই ! এত বিশাল সমর্থনের সঙ্গে আমাদের আশীর্বাদ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই । আমরা সর্বদা আপনাদের উন্নতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব ! ধন্যবাদ কলকাতা ৷"

14:18 December 21

  • দুপুর দু'টো পর্যন্ত শাসকদলের ঝুলিতে এল 96টি ওয়ার্ড ৷ এগিয়ে 38টিতে ৷ এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোট প্রায় 72 শতাংশ ৷
  • এখনও অবধি বিজেপি জিতেছে 1 ওয়ার্ডে ৷ গেরুয়া শিবির এগিয়ে রয়েছে 3টি আসনে ৷
  • বাম এবং কংগ্রেস দু'জনেরই ঝুলিতে এসেছে 2টি করে ওয়ার্ড ৷
  • নির্দল প্রার্থীদের দখলে এসেছে 3টি ওয়ার্ড ৷

13:34 December 21

  • টুইট করে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশিপাশি জানিয়েছেন, আগামী 23 ডিসেম্বর বেলা দু'টোয় মহারাষ্ট্র নিবাস হলে জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন তিনি ৷ সেখানেই নতুন মেয়র এবং বোর্ড গঠন করা হবে ৷

13:12 December 21

  • Heartiest congratulations to all candidates for your victory in the KMC elections. Remember to serve people with utmost diligence and gratitude!

    I wholeheartedly thank every single resident of KMC for putting their faith on us, once again.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • 2টি ওয়ার্ডে জয়ী নির্দল ৷ 141-তে সুস্মিতা মণ্ডল এবং 135 নম্বরে জয়ী রিজওয়ানা পারভিন ৷ 43 নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল শাজেয়া হাফিজ ৷

12:52 December 21

  • 23 ডিসেম্বর গঠন হতে পারে পৌর বোর্ড বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে ৷ ওইদিনই শপথ নিতে পারেন কলকাতা পৌরসভার নতুন মেয়র ৷ তবে মুখ্যমন্ত্রীকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি কামাখ্যা থেকে ফিরে এসে জানাবেন বলে জানিয়েছেন ৷

12:24 December 21

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • জয় সুনিশ্চিত হতেই সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল সুপ্রিমো ৷ তাতেই বিরোধী শিবির পড়ল তাঁর কটাক্ষের মুখে ৷ মমতার দাবি, এই পৌরভোট 'গণ উৎসবে গণতন্ত্রের জয়' ৷ বললেন, "বিজেপি ভোকাট্টা, সিপিএম নো-পাত্তা কংগ্রেস স্যান্ডউইচ ৷"

11:37 December 21

  • একটি ওয়ার্ডে জয় কংগ্রেসের ৷ আরও একটি ওয়ার্ডে এগিয়ে দল ৷

11:35 December 21

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
  • জিতলেন ফিরহাদ হাকিম ৷
  • 4 নম্বর ওয়ার্ডে 10 হাজার 717টি ভোট পেয়ে জয়ী তৃণমূলের গৌতম হালদার ৷
  • 19 নম্বর ওয়ার্ডে জয়ী শাসকদল ৷

11:11 December 21

  • 50 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ ৷

10:59 December 21

কলকাতা পৌরভোট ইটিভি ভারতের প্রতিনিধির থেকে সরাসরি
  • 42 নম্বর ওয়ার্ড বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল । জয়ী তৃণমূল প্রার্থী মহেশ শর্মা ৷ এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন বিজেপির সুনীতা ঝাওয়া ৷
  • 23 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা ৷ তিনবার জয়ী হয়ে হ্যাটিক করলেন বিজয় ৷
  • এগিয়ে থাকার নিরিখে বিজেপিকে পিছনে ফেলেছে বামফ্রন্ট ৷ বামেরা এগিয়ে চারটি ওয়ার্ডে ৷

10:40 December 21

জয়ের দিকে এগোচ্ছে দল, তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস
  • 51 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবাশিস কুমার ৷

10:35 December 21

  • 22 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত ৷

10:07 December 21

  • 117 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলে অমিত সিং ৷
  • 118 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তারক সিং জয়ী ৷
  • 140 নম্বর জয়ী শাসকদলের আবু তাহের মোল্লা ৷

10:02 December 21

Kolkata Municipal Election 2021 Result
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের তৃণমূল কর্মীরা

চতুর্থ রাউন্ড গণনার পর-

  • 1 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের কার্তিক মান্না, এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট 1820 ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের পল্লব মুখোপাধ্যায় ৷
  • 2 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের কাকলী সেন, এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট 1608 ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি ৷
  • 3 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের দেবিকা চক্রবর্তী, এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট 823 ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের নমিতা দাস ৷
  • 4 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের গৌতম হালদার, এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট 1327 ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের কানাইলাল পোদ্দার ৷
  • 8 নম্বর ওয়ার্ডে 1230 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷

09:53 December 21

  • 140 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মোহাম্মদ ৷
  • 137 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি ৷

09:39 December 21

  • চারটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি ৷ 22 নম্বরে মীনাদেবী পুরোহিত, 23 নম্বরে বিজয় ওঝা, 42 নম্বরে সুনীতা ঝাওয়ার এবং 50 নম্বর ওয়ার্ডে সজল ঘোষ এগিয়ে রয়েছেন ৷

09:38 December 21

  • 25, 26, 30, 39, 57, 58, 59, 64, 75, 101, 102, 104, 105, 106, 107, 110, 114 নম্বর ওয়ার্ডে এগিয়ে শাসকদল ৷

09:31 December 21

  • বরো নম্বর 2-এর প্রতিটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷

09:21 December 21

  • 10 নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ৷
  • 42 নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির সুনীতা ঝাওয়ার ৷
  • 23 নম্বরও ওয়ার্ডে এগিয়ে বিজেপির বিজয় ওঝা ৷

09:07 December 21

  • 137 নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস ৷
  • 11 নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ ৷
  • 50 নম্বর ওয়ার্ডে এগিয়ে সজল ঘোষ ৷

08:55 December 21

  • গণনার শুরুতেই ইলেকশন ডিউটি বোর্ডে তৃণমূল এগিয়ে যে ওয়ার্ডগুলিতে- 101, 105, 106, 133, 134, 135, 136, 140 ৷

08:49 December 21

  • বরো 15- 4টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
  • বরো 15- 2টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

08:26 December 21

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে ভোট গণনা
  • প্রথমে গণনা চলছে ইলেকশন ডিউটি বোর্ডে ৷ তারপর শুরু হবে ইভিএম গণনা । কাউন্টিং এজেন্টরা গণনা পর্যবেক্ষণ করছেন ৷ মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না ৷ গণনাকেন্দ্র স্যানিটাইজেশন করা হয়েছে ৷ দেওয়া হয়েছে মাস্ক এবং স্যানিটাইজার ৷ মেনে চলা হচ্ছে কোভিড প্রোটোকল ৷

08:11 December 21

  • গণনা হবে মোট 16 রাউন্ডে ৷ গণনা কেন্দ্রের যে কক্ষগুলিতে ভোট গণনা হবে সেখানে সর্বাধিক 10টি টেবিল থাকবে । অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল রিটার্নিং অফিসার পদমর্যাদার একজন আধিকারিক প্রতিটি কাউন্টিং হলের দায়িত্বে থাকবেন ।

07:59 December 21

  • গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ৷ মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী । থাকছে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ ৷ গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা ।

07:53 December 21

Kolkata Municipal Election 2021 Result
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্র

এদিন সকাল সাতটায় খোলা হয় স্ট্রং রুম । ওয়ার্ড অনুযায়ী ছক ঠিক করা হয়েছে এবং এক সময়ে সমস্ত ওয়ার্ডে গণনা শুরু হয়েছে ৷ গণনা চলবে 12টি কেন্দ্রে ৷ গণনা কেন্দ্রগুলি হল-

বরো 1, 2- রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি

বরো 3, 4, 5, 6- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম

বরো 7- গীতাঞ্জলি স্টেডিয়াম (দক্ষিণ)

বরো 8- ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ)

বরো 9- ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস হাউস কম্পাউন্ড

বরো 10- যোধপুর পার্ক বয়েজ স্কুল

বরো 11- যোধপুর পার্ক গার্লস হাইস্কুল

বরো 12- গীতাঞ্জলি স্টেডিয়াম (উত্তর)

বরো 13- বড়িশা হাইস্কুল

বরো 14- বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর

বরো 15- সিস্টার নিবেদিতা গভর্মেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস, হেস্টিংস হাউস

বরো 16- ব্রতচারী বিদ্যাশ্রম, ঠাকুরপুকুর জোকা

07:11 December 21

  • কলকাতা পৌরসভা নির্বাচনের 144টি ওয়ার্ডের ফল প্রকাশ হবে আজ ৷ হাইকোর্টের নির্দেশানুসারে গণনা কেন্দ্র ও স্ট্রং রুমে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ ৷ পাশাপাশি সর্বক্ষণ নজরদারি চলছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ।
Last Updated : Dec 21, 2021, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.