ETV Bharat / city

Mamata on KMC Election 2021 Results: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার - কলকাতা পৌর নির্বাচন নিয়ে মমতা

কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021 Results) বিরাট জয়ের পর বিরোধীদের একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on KMC Election 2021 Results) ৷ তাঁর দাবি, এটা গণতন্ত্রের জয় (Mamata Banerjee slams opposition) ৷

KMC Election 2021 Results: Mamata Banerjee slams opposition after landslide victory
বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার
author img

By

Published : Dec 21, 2021, 12:47 PM IST

Updated : Dec 21, 2021, 2:24 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: জনতার রায়ে বিজেপি ভোকাট্টা ৷ সিপিএম নো পাত্তা ৷ আর কংগ্রেস এই দুই দলের স্যান্ডউইচ ৷ কলকাতা পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এ ভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on KMC Election 2021 Results)৷ তিনি বলেন, "এটা গণতন্ত্রের জয় ৷ এটাই জনাদেশ ৷ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে মাথা নত করে কাজ করে যাব ৷"

বিধানসভা ভোটের ধারা অব্যাহত কলকাতা পৌর নির্বাচনেও ৷ বিরোধীদের অনেকটা পেছনে ফেলে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ জনাদেশকে কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee slams opposition)৷ কলকাতা পৌর নির্বাচনে বিরোধীদের ভরাডুবিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷ বলেন, "জনতার রায়ে বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, আর কংগ্রেস হল বিজেপি ও সিপিএম-এর স্যান্ডউইচ ৷"

জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই জয়ের তাৎপর্য কতটা ? এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "এটা অবশ্যই জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বড় জয় ৷ কারণ এখানে যারা বিরোধী, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তারা সবাই জাতীয় দল ৷ সবাই আমাদের কাছে হেরেছে ৷ এটাই জনাদেশ ৷ এই জনাদেশ আমাদের উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে আরও সাহায্য করবে ৷"

  • Heartiest congratulations to all candidates for your victory in the KMC elections. Remember to serve people with utmost diligence and gratitude!

    I wholeheartedly thank every single resident of KMC for putting their faith on us, once again.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: KMC Election 2021 Results LIVE : জিতলেন ফিরহাদ হাকিম

এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমরা মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞ ৷ তাঁরা যত আমাদের সমর্থন দেবেন, আমরা তত মাথা নত করে, আরও বিনীত ভাবে, আরও বেশি করে কাজ করব ৷ কলকাতা আমাদের গর্ব ৷ বাংলা আমাদের গর্ব ৷ কলকাতা ও বাংলাই গোটা দেশকে পথ দেখাবে ৷"

সংবাদমাধ্যমের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়

এই জয়লাভের কারণ উল্লেখ করতে গিয়ে মমতা বলেছেন, "আমাদের ল্যান্ডস্লাইড জয় এসেছে, কারণ আমরা মাটির মানুষ ৷ আকাশে থেকে কাজ করি না ৷ কলকাতা এখন সুরক্ষিততম শহর ৷ এ বার সৌন্দর্যায়নে আরও জোর দেব ৷ শহরতলিতে আরও উন্নয়ন হবে ৷"

আরও পড়ুন: KMC Election 2021 Results : 140-এ জয়ী আবু তাহের মোল্লা, শুরু সমর্থকদের উচ্ছ্বাস

কলকাতা, 21 ডিসেম্বর: জনতার রায়ে বিজেপি ভোকাট্টা ৷ সিপিএম নো পাত্তা ৷ আর কংগ্রেস এই দুই দলের স্যান্ডউইচ ৷ কলকাতা পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এ ভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on KMC Election 2021 Results)৷ তিনি বলেন, "এটা গণতন্ত্রের জয় ৷ এটাই জনাদেশ ৷ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে মাথা নত করে কাজ করে যাব ৷"

বিধানসভা ভোটের ধারা অব্যাহত কলকাতা পৌর নির্বাচনেও ৷ বিরোধীদের অনেকটা পেছনে ফেলে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ জনাদেশকে কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee slams opposition)৷ কলকাতা পৌর নির্বাচনে বিরোধীদের ভরাডুবিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷ বলেন, "জনতার রায়ে বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, আর কংগ্রেস হল বিজেপি ও সিপিএম-এর স্যান্ডউইচ ৷"

জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই জয়ের তাৎপর্য কতটা ? এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "এটা অবশ্যই জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বড় জয় ৷ কারণ এখানে যারা বিরোধী, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তারা সবাই জাতীয় দল ৷ সবাই আমাদের কাছে হেরেছে ৷ এটাই জনাদেশ ৷ এই জনাদেশ আমাদের উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে আরও সাহায্য করবে ৷"

  • Heartiest congratulations to all candidates for your victory in the KMC elections. Remember to serve people with utmost diligence and gratitude!

    I wholeheartedly thank every single resident of KMC for putting their faith on us, once again.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: KMC Election 2021 Results LIVE : জিতলেন ফিরহাদ হাকিম

এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমরা মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞ ৷ তাঁরা যত আমাদের সমর্থন দেবেন, আমরা তত মাথা নত করে, আরও বিনীত ভাবে, আরও বেশি করে কাজ করব ৷ কলকাতা আমাদের গর্ব ৷ বাংলা আমাদের গর্ব ৷ কলকাতা ও বাংলাই গোটা দেশকে পথ দেখাবে ৷"

সংবাদমাধ্যমের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়

এই জয়লাভের কারণ উল্লেখ করতে গিয়ে মমতা বলেছেন, "আমাদের ল্যান্ডস্লাইড জয় এসেছে, কারণ আমরা মাটির মানুষ ৷ আকাশে থেকে কাজ করি না ৷ কলকাতা এখন সুরক্ষিততম শহর ৷ এ বার সৌন্দর্যায়নে আরও জোর দেব ৷ শহরতলিতে আরও উন্নয়ন হবে ৷"

আরও পড়ুন: KMC Election 2021 Results : 140-এ জয়ী আবু তাহের মোল্লা, শুরু সমর্থকদের উচ্ছ্বাস

Last Updated : Dec 21, 2021, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.