ETV Bharat / city

KMC on Trident Light : কলকাতায় ব্যয়বহুল ত্রিফলা আর নয়, সিদ্ধান্ত পৌরনিগমের - Kolkata Municipal Corporation

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, কোষাগারের বেহাল অবস্থা এমনই যে, প্রতি বিভাগই ব্যয়বহুল কোনও পদক্ষেপ নেওয়া থেকে আপাতত বিরত থাকছে । সেই কারণে ব্যয়বহুল ত্রিফলা আর বসবে না কলকাতার রাস্তায় (KMC Decides not to install Trident Light any more) ৷

kmc-decides-not-to-install-trident-light-any-more
KMC on Trident Light : ব্যয়বহুল ত্রিফলা আর বসবে না কলকাতার রাস্তায়, সিদ্ধান্ত পৌরনিগমের
author img

By

Published : Mar 4, 2022, 3:35 PM IST

কলকাতা, 4 মার্চ : নতুন করে আর শহরে কোনও ত্রিফলা আলো বসানো হবে না । এমনটাই কলকাতা পৌরনিগমে তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর (KMC Decides not to install Trident Light any more)। এখনও পর্যন্ত যতগুলো ত্রিফলা বাতিস্তম্ভ আছে, সেগুলিই শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করা হবে ।

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, কোষাগারের বেহাল অবস্থা এমনই যে, প্রতি বিভাগই ব্যয়বহুল কোনও পদক্ষেপ নেওয়া থেকে আপাতত বিরত থাকছে । তেমনই ত্রিফলা বাতিস্তম্ভ বসানো ব্যয়বহুল বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আলো বা সৌন্দর্যায়নের দরকার পড়লে, অন্য কোনও ধরনের বাতিস্তম্ভ বসানো যেতে পারে ।

তৃণমূল আমলে কলকাতায় প্রায় হাজার পাঁচেক ত্রিফলা আলো বসানো হয় । এই ত্রিফলা নিয়ে বিতর্ক কম হয়নি । দুর্নীতির অভিযোগও তুলেছে বিরোধীরা । সম্প্রতি বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ের মুখে প্রায় হাজার খানেক ত্রিফলা বাতি ক্ষতিগ্রস্ত হয়েছিল । বেশ কিছু মেরামত করা হলেও বাকিগুলি হয়নি ।

কত টাকা খরচ এই ত্রিফলা বসাতে ? কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এক একটি ত্রিফলা বাতিস্তম্ভ বসাতে 12 হাজার টাকার মতো খরচ হয় । সেখানে একফলা বাতিস্তম্ভের খরচ পড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা । বিভিন্ন প্রকল্পের টাকা দিতে শহরে ভ্যাপার লাইটের বদলে বসেছে এলইডি আলো । ফলে এক ধাক্কায় বিদ্যুৎ খরচ অনেকটাই কমে গিয়েছে ।

অন্যদিকে চরম আর্থিক সংকটের মধ্য দিতে চলতে হচ্ছে পৌরনিগমকে । তাই খুব প্রয়োজন ছাড়া নতুন করে শহরে কোথাও আলো বসানোর প্রয়োজনীয়তা নেই । যা রয়েছে, তা রক্ষণাবেক্ষণ করার দিকেই এখন জোর দেওয়া হবে । নতুন করে আর ত্রিফলা বসানো হবে না । প্রয়োজনে একফলা বাতিস্তম্ভ বসানো যেতে পারে ।

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায়ের 88 নম্বর ওয়ার্ডে এক ধরনের বড় একফলা বাতিস্তম্ভ বসানো হয়েছে । প্রয়োজন পড়লে ভবিষ্যতে শহরের অন্যত্রও এই আলো বসানো হতে পারে ।

আরও পড়ুন : KMC On Hoarding Open: অনুষ্ঠান শেষের তিনদিনের মধ্যে খুলতে হবে হোর্ডিং, নির্দেশ কলকাতা পৌরনিগমের

কলকাতা, 4 মার্চ : নতুন করে আর শহরে কোনও ত্রিফলা আলো বসানো হবে না । এমনটাই কলকাতা পৌরনিগমে তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর (KMC Decides not to install Trident Light any more)। এখনও পর্যন্ত যতগুলো ত্রিফলা বাতিস্তম্ভ আছে, সেগুলিই শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করা হবে ।

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, কোষাগারের বেহাল অবস্থা এমনই যে, প্রতি বিভাগই ব্যয়বহুল কোনও পদক্ষেপ নেওয়া থেকে আপাতত বিরত থাকছে । তেমনই ত্রিফলা বাতিস্তম্ভ বসানো ব্যয়বহুল বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আলো বা সৌন্দর্যায়নের দরকার পড়লে, অন্য কোনও ধরনের বাতিস্তম্ভ বসানো যেতে পারে ।

তৃণমূল আমলে কলকাতায় প্রায় হাজার পাঁচেক ত্রিফলা আলো বসানো হয় । এই ত্রিফলা নিয়ে বিতর্ক কম হয়নি । দুর্নীতির অভিযোগও তুলেছে বিরোধীরা । সম্প্রতি বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ের মুখে প্রায় হাজার খানেক ত্রিফলা বাতি ক্ষতিগ্রস্ত হয়েছিল । বেশ কিছু মেরামত করা হলেও বাকিগুলি হয়নি ।

কত টাকা খরচ এই ত্রিফলা বসাতে ? কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এক একটি ত্রিফলা বাতিস্তম্ভ বসাতে 12 হাজার টাকার মতো খরচ হয় । সেখানে একফলা বাতিস্তম্ভের খরচ পড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা । বিভিন্ন প্রকল্পের টাকা দিতে শহরে ভ্যাপার লাইটের বদলে বসেছে এলইডি আলো । ফলে এক ধাক্কায় বিদ্যুৎ খরচ অনেকটাই কমে গিয়েছে ।

অন্যদিকে চরম আর্থিক সংকটের মধ্য দিতে চলতে হচ্ছে পৌরনিগমকে । তাই খুব প্রয়োজন ছাড়া নতুন করে শহরে কোথাও আলো বসানোর প্রয়োজনীয়তা নেই । যা রয়েছে, তা রক্ষণাবেক্ষণ করার দিকেই এখন জোর দেওয়া হবে । নতুন করে আর ত্রিফলা বসানো হবে না । প্রয়োজনে একফলা বাতিস্তম্ভ বসানো যেতে পারে ।

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায়ের 88 নম্বর ওয়ার্ডে এক ধরনের বড় একফলা বাতিস্তম্ভ বসানো হয়েছে । প্রয়োজন পড়লে ভবিষ্যতে শহরের অন্যত্রও এই আলো বসানো হতে পারে ।

আরও পড়ুন : KMC On Hoarding Open: অনুষ্ঠান শেষের তিনদিনের মধ্যে খুলতে হবে হোর্ডিং, নির্দেশ কলকাতা পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.