ETV Bharat / city

KMC crossed 1cr Vaccination : টিকাকরণে কোটির মাইল ফলক পার কলকাতা পৌরনিগমের - Kolkata municipal corporation

টিকাকরণে কোটির মাইল ফলক পার করল কলকাতা পৌরনিগম (KMC crossed 1cr covid vaccination milestone) ৷ পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, কলকাতায় এখনও পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন 53 লক্ষ 8 হাজার 711 জন । দ্বিতীয় ডোজ পেয়েছেন 43 লক্ষ 28 হাজার 815 জন । বুস্টার ডোজ পেয়েছেন 3 লক্ষ 75 হাজার 915 জন । সব মিলিয়ে 1 কোটি 13 হাজার 441 ডোজ দেওয়া হয়েছে শহর জুড়ে ।

KMC crossed 1cr covid vaccination milestone
KMC
author img

By

Published : May 3, 2022, 8:51 PM IST

কলকাতা, 3 মে : 2021-এর জানুয়ারি মাস নাগাদ রাজ্য-সহ সারা দেশে করোনার টিকাকরণ শুরু হয় ৷ ইতিমধ্যে কলকাতার প্রায় বেশিরভাগ নাগরিক করোনার টিকা পেয়ে গিয়েছেন ৷ এমনটাই দাবি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ করোনা পরিস্থিতি থেকে বাঁচতে চিকিৎসকরা বেশি বেশি করে টিকাকরণকেই উপায় বলে মত দিয়েছিল ৷ তারপর কেন্দ্র থেকে রাজ্য সকলে ঝাঁপিয়ে পড়ে টিকাকরণে ৷ একের একের পর এক মাইল ফলক পার করে টিকাকরণের ৷ এবার এক কোটির মাইল ফলক ছাড়াল কলকাতা পৌরনিগমের করোনার টিকাকরণ (KMC crossed 1cr covid vaccination milestone) ।

পৌরনিগম সূত্রে খবর, এখনও পর্যন্ত সমস্ত বয়সীদের প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলিয়ে কলকাতা পৌরনিগম তার নাগরিকদের প্রায় 1 কোটি 14 হাজার ডোজ টিকা দিয়েছে । 60 ঊর্ধ্ব বা তার কম বয়সীদের টিকাকরণে কলকাতা পৌরনিগমের শুরু থেকেই ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিল । টিকা নষ্ট কম করে একটি ভয়াল থেকে সর্বোচ্চ টিকাকরণ করার নজিরও তৈরি করেছিল কলকাতা পৌরনিগম ।

কেরলের পরই পশ্চিমবঙ্গের স্থান ছিল । পশ্চিমবঙ্গের অন্যান্য পৌরনিগমের মধ্যে কলকাতা টিকাকরণে ছিল প্রথম স্থানে । করোনার বাড়বাড়ন্তের মধ্যেই টিকার সঙ্কট দেখা দেয় দেশজুড়ে । কেন্দ্রের দিকে আঙ্গুল তুলেছিল রাজ্য সরকারগুলো । কেন্দ্র টিকা না দেওয়াতে একসময় রাজ্য সরকার নিজে টিকা কিনে টিকাকরণ করতে থাকে । তবে পরে অবশ্য রাজ্যগুলিকে টিকা কেনা নিয়ে নিষেধ করে কেন্দ্র এবং কেন্দ্র টিকা দিতে থাকে রাজ্যগুলিকে । কখনও পর্যাপ্ত টিকা আবার কখনও টিকা চাহিদা থেকে নামমাত্র পেয়েও টিকাকরণ চালায় কলকাতা পৌরনিগম । এমন দিন যায় টিকার অভাবে বন্ধ থাকে টিকাকরণ ৷ তবে সেসব পিছনে ফেলে এই মাইল ফলক পার করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ।

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, কলকাতায় এখনও পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন 53 লক্ষ 8 হাজার 711 জন । দ্বিতীয় ডোজ পেয়েছেন 43 লক্ষ 28 হাজার 815 জন । বুস্টার ডোজ পেয়েছেন 3 লক্ষ 75 হাজার 915 জন । সব মিলিয়ে 1 কোটি 13 হাজার 441 ডোজ দেওয়া হয়েছে শহর জুড়ে । শিশুদের টিকাকরণ চালাতে অবশ্য একটু থমকাতে হচ্ছে কলকাতা পৌরনিগমকে । তার কারণ হিসেবে ভায়ালের সমস্যা উঠে এসেছে পৌরনিগম সূত্রে । কারণ একটি ভায়ালে 20 জনকে টিকা দিতে হয় যা সব সময় সম্ভব হয়ে উঠছে না বলে পৌরনিগম থেকে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Army Recruitment Scam : সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্ৰতারণা, গ্রেফতার 5

কলকাতা, 3 মে : 2021-এর জানুয়ারি মাস নাগাদ রাজ্য-সহ সারা দেশে করোনার টিকাকরণ শুরু হয় ৷ ইতিমধ্যে কলকাতার প্রায় বেশিরভাগ নাগরিক করোনার টিকা পেয়ে গিয়েছেন ৷ এমনটাই দাবি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ করোনা পরিস্থিতি থেকে বাঁচতে চিকিৎসকরা বেশি বেশি করে টিকাকরণকেই উপায় বলে মত দিয়েছিল ৷ তারপর কেন্দ্র থেকে রাজ্য সকলে ঝাঁপিয়ে পড়ে টিকাকরণে ৷ একের একের পর এক মাইল ফলক পার করে টিকাকরণের ৷ এবার এক কোটির মাইল ফলক ছাড়াল কলকাতা পৌরনিগমের করোনার টিকাকরণ (KMC crossed 1cr covid vaccination milestone) ।

পৌরনিগম সূত্রে খবর, এখনও পর্যন্ত সমস্ত বয়সীদের প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলিয়ে কলকাতা পৌরনিগম তার নাগরিকদের প্রায় 1 কোটি 14 হাজার ডোজ টিকা দিয়েছে । 60 ঊর্ধ্ব বা তার কম বয়সীদের টিকাকরণে কলকাতা পৌরনিগমের শুরু থেকেই ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিল । টিকা নষ্ট কম করে একটি ভয়াল থেকে সর্বোচ্চ টিকাকরণ করার নজিরও তৈরি করেছিল কলকাতা পৌরনিগম ।

কেরলের পরই পশ্চিমবঙ্গের স্থান ছিল । পশ্চিমবঙ্গের অন্যান্য পৌরনিগমের মধ্যে কলকাতা টিকাকরণে ছিল প্রথম স্থানে । করোনার বাড়বাড়ন্তের মধ্যেই টিকার সঙ্কট দেখা দেয় দেশজুড়ে । কেন্দ্রের দিকে আঙ্গুল তুলেছিল রাজ্য সরকারগুলো । কেন্দ্র টিকা না দেওয়াতে একসময় রাজ্য সরকার নিজে টিকা কিনে টিকাকরণ করতে থাকে । তবে পরে অবশ্য রাজ্যগুলিকে টিকা কেনা নিয়ে নিষেধ করে কেন্দ্র এবং কেন্দ্র টিকা দিতে থাকে রাজ্যগুলিকে । কখনও পর্যাপ্ত টিকা আবার কখনও টিকা চাহিদা থেকে নামমাত্র পেয়েও টিকাকরণ চালায় কলকাতা পৌরনিগম । এমন দিন যায় টিকার অভাবে বন্ধ থাকে টিকাকরণ ৷ তবে সেসব পিছনে ফেলে এই মাইল ফলক পার করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ।

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, কলকাতায় এখনও পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন 53 লক্ষ 8 হাজার 711 জন । দ্বিতীয় ডোজ পেয়েছেন 43 লক্ষ 28 হাজার 815 জন । বুস্টার ডোজ পেয়েছেন 3 লক্ষ 75 হাজার 915 জন । সব মিলিয়ে 1 কোটি 13 হাজার 441 ডোজ দেওয়া হয়েছে শহর জুড়ে । শিশুদের টিকাকরণ চালাতে অবশ্য একটু থমকাতে হচ্ছে কলকাতা পৌরনিগমকে । তার কারণ হিসেবে ভায়ালের সমস্যা উঠে এসেছে পৌরনিগম সূত্রে । কারণ একটি ভায়ালে 20 জনকে টিকা দিতে হয় যা সব সময় সম্ভব হয়ে উঠছে না বলে পৌরনিগম থেকে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Army Recruitment Scam : সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্ৰতারণা, গ্রেফতার 5

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.