ETV Bharat / city

KMC Cleans Pond used by Tipu Sultans family : বেহালায় টিপু সুলতানের পরিবারের ব্যবহৃত পুকুর সংস্কার - KMC Cleans Pond Which was Used by Family of Tipu Sultan

বেহালায় অবস্থিত টিপু সুলতানের পরিবারের ব্যবহার করা পুকুর সংস্কার করল কলকাতা পৌরনিগম (KMC Cleans Pond Which was Used by Family of Tipu Sultan) ৷ বুজে যাওয়া ওই পুকুরটি সংস্কার করে তার পাড় বাঁধানো হয়েছে ৷ পাশে চলাচলের জন্য রাস্তাও তৈরি করা হচ্ছে ৷

KMC News
KMC Clean Pond Which was Used by Family of Tipu Sultan in Behala
author img

By

Published : Feb 19, 2022, 1:05 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : আবর্জনার পাহাড় সরিয়ে ইতিহাস রক্ষায় সচেষ্ট কলকাতা পৌরনিগম ৷ আর সেই উদ্দেশ্যে এ বার বেহালায় প্রায় বুজে যাওয়া একটি পুকুরের সংস্কার করল কলকাতা পৌরনিগমরে নিকাশি বিভাগ ৷ তাও যে সে পুকুর নয় ৷ কথিত আছে একসময় এই পুকুর ব্যবহার করেছিল টিপু সুলতানের পরিবার ৷ তাই ইতিহাসের অংশ হিসেবে এবং জলাশয় রক্ষার উদ্দেশ্যে কলকাতা পৌরনিগমের 117 নম্বর ওয়ার্ডের সাহেব মহল এলাকায় অবস্থিত দেড় বিঘার এই পুুকুরটির সংস্কার করল নিকাশি বিভাগ (KMC Cleans Pond Which was Used by Family of Tipu Sultan) ৷

শহরজুড়ে একের পর এক জলাশয় বুজিয়ে বহুতল তৈরির অভিযোগ উঠছে ৷ আর কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে এ নিয়ে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেছে বহু পরিবেশবিদ ৷ এই পরিস্থিতি নিকাশি বিভাগের দায়িত্ব পেয়ে শহরের প্রায় বুজে যাওয়া জলাশয়গুলির সংস্কারের উদ্যোগ নিয়েছেন মেয়র পারিষদ তারক সিং ৷ বিশেষ করে যখন শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ নাগরিকদের ৷ সেই উদ্যোগের অংশ হিসেবেই বেহালায় কলকাতার 117 নম্বর ওয়ার্ডের সাহেব মহল এলাকায় টিপু সুলতানের পরিবারের ব্যবহার করা পুকুর সংস্কার করল কেএমসি ৷

আরও পড়ুন : KMC Sewerage Department : কর্মীরা কাজে ফাঁকি দিচ্ছে ? অভিযোগ পেতে ব্যক্তিগত নম্বর দিলেন তারক সিং

দক্ষিণ ভারতের বিখ্যাত শহর মাইসর তৎকালীন মহীশূরের নবাব ছিলেন সুলতান ফতেহ আলি সাহেব টিপু ওরফে টিপু সুলতান ৷ তিনি নিজে কোনওদিন বাংলায় আসেননি ৷ তবে, এখানে তাঁর সম্পত্তি ছিল ৷ সেগুলির মধ্যে অন্যতম বর্তমান কলকাতার বেহালা এলাকার সাহেব মহলের দেড় বিঘার এই পুকুর ৷ যার বর্তমান মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে ৷ সেই সময় এই পুকুর ছাড়াও টিপু সুলতানের বহু জমি ছিল এই এলাকায় ৷ যা পরবর্তী সময়ে দখল হয়ে যায় ৷ বলা হয় টিপু সুলতানের পরিবার বাংলায় বেড়াতে এসে এই পুকুরে জল ব্যবহার করেছিলেন ৷ বর্তমানে এই পুকুরটি প্রায় বুজে গিয়েছিল আবর্জনার স্তুপে ৷ সেই আবর্জনার স্তুপ পরিষ্কার করে সেটির সংস্কার করল কলকাতা পৌরনগম ৷

টিপু সুলতানের পরিবারের ব্যবহৃত পুকুর সংস্কার করা হল কলকাতা পৌরনিগমের উদ্যোগে

মেয়র পারিষদ তারক সিং 117 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার সুবাদে, নিজ উদ্যোগে পুকুরটি সংস্কার করিয়েছেন ৷ বর্তমানে জলাশয়টিকে বাঁধিয়ে গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ৷ আশেপাশে মানুষের চলাচলের জন্য রাস্তাও তৈরি করা হচ্ছে ৷ তিনি জানিয়েছেন, 153 ট্রাক আবর্জনা এই পুকুর সংস্কার করতে গিয়ে বের করা হয়েছে ৷

কলকাতা, 19 ফেব্রুয়ারি : আবর্জনার পাহাড় সরিয়ে ইতিহাস রক্ষায় সচেষ্ট কলকাতা পৌরনিগম ৷ আর সেই উদ্দেশ্যে এ বার বেহালায় প্রায় বুজে যাওয়া একটি পুকুরের সংস্কার করল কলকাতা পৌরনিগমরে নিকাশি বিভাগ ৷ তাও যে সে পুকুর নয় ৷ কথিত আছে একসময় এই পুকুর ব্যবহার করেছিল টিপু সুলতানের পরিবার ৷ তাই ইতিহাসের অংশ হিসেবে এবং জলাশয় রক্ষার উদ্দেশ্যে কলকাতা পৌরনিগমের 117 নম্বর ওয়ার্ডের সাহেব মহল এলাকায় অবস্থিত দেড় বিঘার এই পুুকুরটির সংস্কার করল নিকাশি বিভাগ (KMC Cleans Pond Which was Used by Family of Tipu Sultan) ৷

শহরজুড়ে একের পর এক জলাশয় বুজিয়ে বহুতল তৈরির অভিযোগ উঠছে ৷ আর কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে এ নিয়ে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেছে বহু পরিবেশবিদ ৷ এই পরিস্থিতি নিকাশি বিভাগের দায়িত্ব পেয়ে শহরের প্রায় বুজে যাওয়া জলাশয়গুলির সংস্কারের উদ্যোগ নিয়েছেন মেয়র পারিষদ তারক সিং ৷ বিশেষ করে যখন শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ নাগরিকদের ৷ সেই উদ্যোগের অংশ হিসেবেই বেহালায় কলকাতার 117 নম্বর ওয়ার্ডের সাহেব মহল এলাকায় টিপু সুলতানের পরিবারের ব্যবহার করা পুকুর সংস্কার করল কেএমসি ৷

আরও পড়ুন : KMC Sewerage Department : কর্মীরা কাজে ফাঁকি দিচ্ছে ? অভিযোগ পেতে ব্যক্তিগত নম্বর দিলেন তারক সিং

দক্ষিণ ভারতের বিখ্যাত শহর মাইসর তৎকালীন মহীশূরের নবাব ছিলেন সুলতান ফতেহ আলি সাহেব টিপু ওরফে টিপু সুলতান ৷ তিনি নিজে কোনওদিন বাংলায় আসেননি ৷ তবে, এখানে তাঁর সম্পত্তি ছিল ৷ সেগুলির মধ্যে অন্যতম বর্তমান কলকাতার বেহালা এলাকার সাহেব মহলের দেড় বিঘার এই পুকুর ৷ যার বর্তমান মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে ৷ সেই সময় এই পুকুর ছাড়াও টিপু সুলতানের বহু জমি ছিল এই এলাকায় ৷ যা পরবর্তী সময়ে দখল হয়ে যায় ৷ বলা হয় টিপু সুলতানের পরিবার বাংলায় বেড়াতে এসে এই পুকুরে জল ব্যবহার করেছিলেন ৷ বর্তমানে এই পুকুরটি প্রায় বুজে গিয়েছিল আবর্জনার স্তুপে ৷ সেই আবর্জনার স্তুপ পরিষ্কার করে সেটির সংস্কার করল কলকাতা পৌরনগম ৷

টিপু সুলতানের পরিবারের ব্যবহৃত পুকুর সংস্কার করা হল কলকাতা পৌরনিগমের উদ্যোগে

মেয়র পারিষদ তারক সিং 117 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার সুবাদে, নিজ উদ্যোগে পুকুরটি সংস্কার করিয়েছেন ৷ বর্তমানে জলাশয়টিকে বাঁধিয়ে গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ৷ আশেপাশে মানুষের চলাচলের জন্য রাস্তাও তৈরি করা হচ্ছে ৷ তিনি জানিয়েছেন, 153 ট্রাক আবর্জনা এই পুকুর সংস্কার করতে গিয়ে বের করা হয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.