কলকাতা, 18 নভেম্বর :দুদিন বাদেই ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী যাতে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো না হয় তার ব্যবস্থা নিতেই শহরজুড়ে কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পৌরনিগম। এদিন আনোয়ার শাহ রোডের উপর টিপু সুলতান মসজিদের কাছে একটি কৃত্রিম জলাশয় পরিদর্শন করতে যান কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। জলাশয়টি পরিদর্শন করার পর তিনি এলাকার মানুষের কাছে আবেদন জানান যাতে এলাকার মানুষ এই জলাশয়ে এসে ছট পুজো করেন। আনোয়ার শাহ রোডে এই কৃত্রিম জলাশয়টি মাটি খুঁড়ে তার উপরে প্লাস্টিকের চাদর বিছিয়ে তার উপর জল দিয়ে এই জলাশয়টি তৈরি করা হচ্ছে। মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ছটপুজো শেষে সমস্ত আবর্জনা পরিষ্কার করবে কলকাতা পৌরনিগম। মাটি ফেলে এই গভীর গর্তটি আবার সম্পূর্ণ বুজিয়ে ফেলে স্বাভাবিক করে দেওয়া হবে।
কলকাতায় সব মিলিয়ে প্রায় 132 টি জায়গায় ছটপুজোর জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পৌরনিগম। KMDA 44 টি ঘাট তৈরি করছে। সেই সঙ্গে গঙ্গার 48 টি ঘাটকে প্রস্তুত করা হচ্ছে ছটপুজোর জন্য ৷ এছাড়াও কলকাতা পৌরনিগম আরও 40 টি ঘাট প্রস্তুত করছে। গত বছরের তুলনায় এ বছর অতিরিক্ত ষোলটি কৃত্রিম ঘাট তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম। এদিন কৃত্রিম ঘাট পরিদর্শন করার পরই তিনি, সাধারণ মানুষের কাছে আবেদন করেন," বাড়ির কাছেই এই কৃত্রিম জলাশয় তৈরি করে দেওয়া হয়েছে । কোরোনা বিধি মেনে যাতে প্রত্যেকে নিজের এলাকাতে জলাশয়ে ছটপুজো করতে পারেন সেই ব্যবস্থা করেছে রাজ্য সরকার।"
এর পাশাপাশি কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে সমস্ত ঘাটে বায়ো টয়লেট, চেঞ্জিং রুম এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। ঘাটগুলির পাশেই থাকবে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। কোরোনার স্বাস্থ্যবিধি মেনে যাতে পূজা অর্চনা করা হয় সেই বিষয়ে ঘাটগুলোর উপর নজর রাখার হবে। ছট পালন করতে আসা মানুষদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই দিকে মাথায় রেখেই এই কৃত্রিম জলাশয়গুলি তৈরি করা হয়েছে।
কৃত্রিম ঘাট পরিদর্শন ফিরহাদ হাকিমের - কৃত্রিম জলাশয়
শহরজুড়ে কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পৌরনিগম। আজ আনোয়ার শাহ রোডের উপর টিপু সুলতান মসজিদের কাছে একটি কৃত্রিম জলাশয় পরিদর্শন করলেন কলকাতা পৌরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷
কলকাতা, 18 নভেম্বর :দুদিন বাদেই ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী যাতে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো না হয় তার ব্যবস্থা নিতেই শহরজুড়ে কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পৌরনিগম। এদিন আনোয়ার শাহ রোডের উপর টিপু সুলতান মসজিদের কাছে একটি কৃত্রিম জলাশয় পরিদর্শন করতে যান কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। জলাশয়টি পরিদর্শন করার পর তিনি এলাকার মানুষের কাছে আবেদন জানান যাতে এলাকার মানুষ এই জলাশয়ে এসে ছট পুজো করেন। আনোয়ার শাহ রোডে এই কৃত্রিম জলাশয়টি মাটি খুঁড়ে তার উপরে প্লাস্টিকের চাদর বিছিয়ে তার উপর জল দিয়ে এই জলাশয়টি তৈরি করা হচ্ছে। মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ছটপুজো শেষে সমস্ত আবর্জনা পরিষ্কার করবে কলকাতা পৌরনিগম। মাটি ফেলে এই গভীর গর্তটি আবার সম্পূর্ণ বুজিয়ে ফেলে স্বাভাবিক করে দেওয়া হবে।
কলকাতায় সব মিলিয়ে প্রায় 132 টি জায়গায় ছটপুজোর জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পৌরনিগম। KMDA 44 টি ঘাট তৈরি করছে। সেই সঙ্গে গঙ্গার 48 টি ঘাটকে প্রস্তুত করা হচ্ছে ছটপুজোর জন্য ৷ এছাড়াও কলকাতা পৌরনিগম আরও 40 টি ঘাট প্রস্তুত করছে। গত বছরের তুলনায় এ বছর অতিরিক্ত ষোলটি কৃত্রিম ঘাট তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম। এদিন কৃত্রিম ঘাট পরিদর্শন করার পরই তিনি, সাধারণ মানুষের কাছে আবেদন করেন," বাড়ির কাছেই এই কৃত্রিম জলাশয় তৈরি করে দেওয়া হয়েছে । কোরোনা বিধি মেনে যাতে প্রত্যেকে নিজের এলাকাতে জলাশয়ে ছটপুজো করতে পারেন সেই ব্যবস্থা করেছে রাজ্য সরকার।"
এর পাশাপাশি কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে সমস্ত ঘাটে বায়ো টয়লেট, চেঞ্জিং রুম এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। ঘাটগুলির পাশেই থাকবে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। কোরোনার স্বাস্থ্যবিধি মেনে যাতে পূজা অর্চনা করা হয় সেই বিষয়ে ঘাটগুলোর উপর নজর রাখার হবে। ছট পালন করতে আসা মানুষদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই দিকে মাথায় রেখেই এই কৃত্রিম জলাশয়গুলি তৈরি করা হয়েছে।