কলকাতা, 19 ফেব্রুয়ারি: মহানগরীর সংরক্ষণের জন্য দরপত্র হাঁকল কলকাতা পৌরনিগম। শহরের 140টি বাস স্ট্যান্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে দিতে চায় পৌরনিগম। তাই মহানগরের বাসস্ট্যান্ডগুলির রক্ষণাবেক্ষণের জন্য দরপত্র দেওয়া হয়েছে। শহরে রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কয়েকটি বাসস্ট্যান্ড বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলি বাসস্ট্যান্ড। যদিও কলকাতা পুরনিগম সেই বাস স্ট্যান্ডগুলির মেরামতি করেছে। কিন্তু সারা বছর যাতে বাসস্ট্যান্ডগুলির সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়, সে জন্য আগের মতোই টেন্ডার ডেকে দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চায় কলকাতা পৌরনিগম।
যেই সংস্থা বা স্ট্যান্ডগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে তারাই বাসস্ট্যান্ড গুলোতে অর্ধেক অংশ বিজ্ঞাপন দেওয়ার অধিকার পাবে। বাকি অর্ধেক অংশ কলকাতা পুরনিগম পছন্দমত মহর্ষি ব্যক্তিদের ছবি অথবা উন্নয়নমূলক বা সামাজিক বার্তা বাহক বিজ্ঞাপন দিতে পারবে। কলকাতা পুর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে না। আগে যেই 140টি বাস স্ট্যান্ড রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি সংস্থার হাতে দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই বাসস্ট্যান্ড গুলিকেই রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হচ্ছে। শহরের ওই 140টি বাস স্ট্যান্ড ছাড়াও কলকাতা পুরনিগমের অধীনে আরও অনেকগুলি বাসস্ট্যান্ড রয়েছে।
আরও পড়ুন: বেহালায় জলসমস্য়া, দ্রুত পদক্ষেপের নির্দেশ ফিরহাদের
বৃহস্পতিবার দেবাশিস কুমার জানিয়েছেন, বাসস্ট্যান্ডগুলির রক্ষণাবেক্ষণ যাতে সঠিকভাবে হয়, সে জন্যই এই দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞাপন সংস্থাগুলি সঠিকভাবে দেখভাল করবে বাসস্ট্যান্ডগুলির। এতে সৌন্দর্যায়ন বাড়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে স্ট্যান্ডগুলি। সেই সঙ্গে স্থানগুলির লাগোয়া শৌচালয় চালু করার পরিকল্পনা রয়েছে।