ETV Bharat / city

KLO Leader Kailash Koch Surrenders আত্মসমর্পণ করলেন কেএলও সম্পাদক কৈলাস কোচ - Kailash Koch

হাতে একে 47 আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মসমর্পণ করলেন কেএলও জঙ্গি সংগঠনের সম্পাদক কৈলাস কোচ (Kailash Koch) । দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি । কলকাতায় এসে পুলিশের (Kolkata Police) কাছে আত্মসমর্পণ করলেন কৈলাস কোচ ৷

KLO Leader Kailash Koch Surrenders
kolkata police
author img

By

Published : Aug 18, 2022, 4:08 PM IST

Updated : Aug 18, 2022, 8:48 PM IST

কলকাতা, 18 অগস্ট: আত্মসমর্পণ করলেন কেএলও জঙ্গি সংগঠনের সম্পাদক কৈলাস কোচ (KLO general secretary Kailash Koch surrenders) । দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি । তাঁকে খুঁজছিলেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের চেষ্টায় তিনি আত্মসমর্পণ করলেন বলে সূত্রের খবর ৷

এই কৈলাস কোচ কেএলও জঙ্গি সংগঠনের 'সেকেন্ড ইন কমান্ড' ছিলেন বলে জানা গিয়েছে । কেএলও-এর চেয়ারম্যান জীবন সিংহের পর সংগঠনের সমস্ত দায়িত্ব সামলাতেন তিনি । আজ হাতে একে-47 আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় এসে পুলিশের (Kolkata Police) কাছে আত্মসমর্পণ করলেন কৈলাস কোচ ৷

আরও পড়ুন: সন্দেহজনক বোটে একে 47, চোদ্দ বছর আগের স্মৃতি ফিরিয়ে লাল সতর্কতা মহারাষ্ট্রের রায়গড়ে

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমি আত্মসমর্পণ করলাম ৷ মুখ্যমন্ত্রীর উন্নয়নের পদক্ষেপের ধারাকে অব্যাহত রেখে এবং তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমরা জীবনের মূল স্রোতে ফিরে এলাম ৷ আমি বুঝলাম হিংসা দিয়ে কিছু হয় না । তাই আমার যে সব ভাই বোনরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আছেন, তাদের আমি আহ্বান করি যাতে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফিরে আসুক জীবনের মূল স্রোতে ৷ সকলের উন্নয়ন করুক ৷"

তিনি আরও বলেন, "কেএলও-এর অন্য সদস্যদের সঙ্গেও আমার যোগাযোগ আছে । তাঁরাও খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবে ৷ রাজ্য সরকার কেএলও জঙ্গিদের জন্য একটি পলিসি করেছে । যারা জীবনের মূল স্রোতে ফিরতে চান তাদের জন্য ৷"

কৈলাস কোচের আসল নাম হল কেশব বর্মন ৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক পাশ ৷ বাংলা, হিন্দি, অসমীয়া, ইংরেজি, মণিপুরী, নেপালি ভাষা জানেন তিনি । কৈলাস কোচের স্ত্রী যুগলী কোচও এদিন আত্মসমর্পণ করেন ৷ তাঁর আসল নাম স্বপ্না বর্মন ৷ তিনি উচ্চমাধ্যমিক পাশ এবং নার্সিংয়ে ডিপ্লোমা করেছেন ৷ এছাড়াও তিনি হিন্দি, অসমীয়া, মণিপুরী ও নেপালি ভাষা জানেন ।

কলকাতায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কৈলাস কোচ

কলকাতা, 18 অগস্ট: আত্মসমর্পণ করলেন কেএলও জঙ্গি সংগঠনের সম্পাদক কৈলাস কোচ (KLO general secretary Kailash Koch surrenders) । দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি । তাঁকে খুঁজছিলেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের চেষ্টায় তিনি আত্মসমর্পণ করলেন বলে সূত্রের খবর ৷

এই কৈলাস কোচ কেএলও জঙ্গি সংগঠনের 'সেকেন্ড ইন কমান্ড' ছিলেন বলে জানা গিয়েছে । কেএলও-এর চেয়ারম্যান জীবন সিংহের পর সংগঠনের সমস্ত দায়িত্ব সামলাতেন তিনি । আজ হাতে একে-47 আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় এসে পুলিশের (Kolkata Police) কাছে আত্মসমর্পণ করলেন কৈলাস কোচ ৷

আরও পড়ুন: সন্দেহজনক বোটে একে 47, চোদ্দ বছর আগের স্মৃতি ফিরিয়ে লাল সতর্কতা মহারাষ্ট্রের রায়গড়ে

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমি আত্মসমর্পণ করলাম ৷ মুখ্যমন্ত্রীর উন্নয়নের পদক্ষেপের ধারাকে অব্যাহত রেখে এবং তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমরা জীবনের মূল স্রোতে ফিরে এলাম ৷ আমি বুঝলাম হিংসা দিয়ে কিছু হয় না । তাই আমার যে সব ভাই বোনরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আছেন, তাদের আমি আহ্বান করি যাতে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফিরে আসুক জীবনের মূল স্রোতে ৷ সকলের উন্নয়ন করুক ৷"

তিনি আরও বলেন, "কেএলও-এর অন্য সদস্যদের সঙ্গেও আমার যোগাযোগ আছে । তাঁরাও খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবে ৷ রাজ্য সরকার কেএলও জঙ্গিদের জন্য একটি পলিসি করেছে । যারা জীবনের মূল স্রোতে ফিরতে চান তাদের জন্য ৷"

কৈলাস কোচের আসল নাম হল কেশব বর্মন ৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক পাশ ৷ বাংলা, হিন্দি, অসমীয়া, ইংরেজি, মণিপুরী, নেপালি ভাষা জানেন তিনি । কৈলাস কোচের স্ত্রী যুগলী কোচও এদিন আত্মসমর্পণ করেন ৷ তাঁর আসল নাম স্বপ্না বর্মন ৷ তিনি উচ্চমাধ্যমিক পাশ এবং নার্সিংয়ে ডিপ্লোমা করেছেন ৷ এছাড়াও তিনি হিন্দি, অসমীয়া, মণিপুরী ও নেপালি ভাষা জানেন ।

কলকাতায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কৈলাস কোচ
Last Updated : Aug 18, 2022, 8:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.