ETV Bharat / city

গ্রেপ্তারের পর খুন করা অন্যায়, বিকাশের এনকাউন্টার নিয়ে মত ফিরহাদের - Vikas Dubey encountered

দেশের সংবিধানের উপর আস্থা না রেখে যেভাবে বিকাশ দুবেকে হত্যা করা হয়েছে তা গণতন্ত্রবিরোধী । মত ফিরহাদ হাকিমের ৷

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 11, 2020, 5:25 AM IST

কলকাতা, 11 জুলাই : "বিকাশ দুবেকে এনকাউন্টারে হত্যা করে BJP সরকার ঠিক করেনি । দেশের সংবিধানের উপর আস্থা না রেখে যেভাবে হত্যা করা হয়েছে তা গণতন্ত্রবিরোধী ।" গতকাল পুলিশি এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যুতে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম বলেন, "দেশের সংবিধানের উপর বিশ্বাস রেখে বিচার করা উচিত ছিল । বিকাশ দুবে যত বড় অপরাধীই হোক না কেন তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা উচিত ছিল । ভারতের সংবিধান, ভারতের আদালতের উপর আমরা সকলেই আস্থা রাখি । যারা হত্যা করেছে তারা দেশের সংবিধানের উপর আস্থা রাখে না ।"

রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীর কথায়, "গ্রেপ্তারের পরে কাউকে খুন করাটা অন্যায় ৷" তিনি বলেন, "দেশের সংবিধানের উপর আস্থা না থাকলে সমাজ জঙ্গলে পরিণত হবে । জঙ্গিকে ধরা সরকারের কর্তব্য । কিন্তু নিজে জঙ্গি হওয়াটা সরকারের সাজে না ।"

বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে কী বলছেন ফিরহাদ হাকিম ?

প্রসঙ্গত, গতকাল উজ্জয়িনের মহাকাল মন্দির থেকে বিকাশের গ্রেপ্তারির পর কড়া পুলিশি পাহারায় তাকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে ফিরিয়ে আনা হচ্ছিল ৷ মাঝরাস্তায় টোল প্লাজ়ার কাছে উলটে যায় গাড়ি , সামান্য আহতও হয় বিকাশ ৷ এরপরই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, আহত এক পুলিশকর্মীর থেকে পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করায় বিকাশের উপর গুলি চালায় পুলিশ ৷ সরাসরি বুকে গুলি লাগে বিকাশের ৷ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

কলকাতা, 11 জুলাই : "বিকাশ দুবেকে এনকাউন্টারে হত্যা করে BJP সরকার ঠিক করেনি । দেশের সংবিধানের উপর আস্থা না রেখে যেভাবে হত্যা করা হয়েছে তা গণতন্ত্রবিরোধী ।" গতকাল পুলিশি এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যুতে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম বলেন, "দেশের সংবিধানের উপর বিশ্বাস রেখে বিচার করা উচিত ছিল । বিকাশ দুবে যত বড় অপরাধীই হোক না কেন তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা উচিত ছিল । ভারতের সংবিধান, ভারতের আদালতের উপর আমরা সকলেই আস্থা রাখি । যারা হত্যা করেছে তারা দেশের সংবিধানের উপর আস্থা রাখে না ।"

রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীর কথায়, "গ্রেপ্তারের পরে কাউকে খুন করাটা অন্যায় ৷" তিনি বলেন, "দেশের সংবিধানের উপর আস্থা না থাকলে সমাজ জঙ্গলে পরিণত হবে । জঙ্গিকে ধরা সরকারের কর্তব্য । কিন্তু নিজে জঙ্গি হওয়াটা সরকারের সাজে না ।"

বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে কী বলছেন ফিরহাদ হাকিম ?

প্রসঙ্গত, গতকাল উজ্জয়িনের মহাকাল মন্দির থেকে বিকাশের গ্রেপ্তারির পর কড়া পুলিশি পাহারায় তাকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে ফিরিয়ে আনা হচ্ছিল ৷ মাঝরাস্তায় টোল প্লাজ়ার কাছে উলটে যায় গাড়ি , সামান্য আহতও হয় বিকাশ ৷ এরপরই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, আহত এক পুলিশকর্মীর থেকে পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করায় বিকাশের উপর গুলি চালায় পুলিশ ৷ সরাসরি বুকে গুলি লাগে বিকাশের ৷ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.