ETV Bharat / city

বিপুল পরিমাণ জাল নোট-সহ কাশ্মীরি যুবক ধৃত - 8 লাখ 90 হাজার টাকার জাল নোট উদ্ধার

নিউটাউনে 8 লাখ 90 হাজার টাকার জাল নোট-সহ ধৃত কাশ্মীরি যুবক ৷ ধৃতের নাম কামাল রশিদ খান ৷ বৃহস্পতিবার রাতে নিউটাউনের পেঁচার মোড় লাগোয়া এলাকা থেকে ওই যুবককে পাকড়াও করা হয় ৷

Kashmiri youth arrested with fake currency note in New Town
8 লাখ 90 হাজার টাকার জাল নোট-সহ ধৃত কাশ্মীরি যুবক
author img

By

Published : Jun 4, 2021, 3:57 PM IST

নিউটাউন, 4 জুন : নিউটাউন থেকে বিপুল পরিমাণ জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার হল ৷ গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ ৷ ধৃতের নাম কামাল রশিদ খান ৷ ধৃত ব্যক্তি কর্মসূত্রে এই এলাকায় এলেও আদতে জম্মু-কাশ্মীরের বাসিন্দা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের পেঁচার মোড় লাগোয়া একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় কামাল রশিদ খানকে ৷ তার কাছ থেকে মোট 8 লাখ 90 হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বেঙ্গল এসটিএফ ও ইকোপার্ক থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, এক ব্যক্তি নিউটাউনে জাল নোট নিয়ে একটি হোটেলে এসে রয়েছে ৷ সেই মতো খোঁজ চালিয়ে বৃহস্পতিবার রাতে নিউটাউনের পেঁচার মোড় লাগোয়া এলাকা থেকে ওই যুবককে পাকড়াও করা হয় ৷

অভিযুক্তকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ ৷

আরও পড়ুন : ভোটের আগে কুলটিতে জাল নোট সহ গ্রেপ্তার 6

ধৃত কামাল রশিদ খানের কাছ থেকে একটি হ্যান্ড ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ তার মধ্যে থেকে 1 হাজার 186টি 2000 টাকার জাল নোট উদ্ধার হয় ৷ সব মিলিয়ে উদ্ধার হয় 8 লাখ 90 হাজার টাকার জাল নোট ৷ এই জাল নোট কোথা থেকে নিয়ে আসা হয়েছে, আর কাকেই বা দেওয়ার কথা ছিল, সেই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ তারা ধৃত কামাল রশিদ খানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ ৷ সে কোনও জাল নোট চক্রের সঙ্গে জড়িত, নাকি শুধুই ক্যারিয়ার, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ খোঁজ চালানো হচ্ছে তার সঙ্গী-সাথীদের সম্পর্কেও ৷

নিউটাউন, 4 জুন : নিউটাউন থেকে বিপুল পরিমাণ জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার হল ৷ গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ ৷ ধৃতের নাম কামাল রশিদ খান ৷ ধৃত ব্যক্তি কর্মসূত্রে এই এলাকায় এলেও আদতে জম্মু-কাশ্মীরের বাসিন্দা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের পেঁচার মোড় লাগোয়া একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় কামাল রশিদ খানকে ৷ তার কাছ থেকে মোট 8 লাখ 90 হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বেঙ্গল এসটিএফ ও ইকোপার্ক থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, এক ব্যক্তি নিউটাউনে জাল নোট নিয়ে একটি হোটেলে এসে রয়েছে ৷ সেই মতো খোঁজ চালিয়ে বৃহস্পতিবার রাতে নিউটাউনের পেঁচার মোড় লাগোয়া এলাকা থেকে ওই যুবককে পাকড়াও করা হয় ৷

অভিযুক্তকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ ৷

আরও পড়ুন : ভোটের আগে কুলটিতে জাল নোট সহ গ্রেপ্তার 6

ধৃত কামাল রশিদ খানের কাছ থেকে একটি হ্যান্ড ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ তার মধ্যে থেকে 1 হাজার 186টি 2000 টাকার জাল নোট উদ্ধার হয় ৷ সব মিলিয়ে উদ্ধার হয় 8 লাখ 90 হাজার টাকার জাল নোট ৷ এই জাল নোট কোথা থেকে নিয়ে আসা হয়েছে, আর কাকেই বা দেওয়ার কথা ছিল, সেই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ তারা ধৃত কামাল রশিদ খানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ ৷ সে কোনও জাল নোট চক্রের সঙ্গে জড়িত, নাকি শুধুই ক্যারিয়ার, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ খোঁজ চালানো হচ্ছে তার সঙ্গী-সাথীদের সম্পর্কেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.