ETV Bharat / city

Kasba vaccine controversy : নিজের বাবাকেও কি ভুয়ো ভ্যাকসিন দিয়েছিল দেবাঞ্জন ? উঠছে প্রশ্ন

author img

By

Published : Jun 26, 2021, 11:34 AM IST

কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবঞ্জন তার বাবাকেও কি নকল টিকা দিয়েছিল ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ দেবাঞ্জনের বাবাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷ তিনি জানান, তাঁকেও বলা হয় ভ্যাকসিনের সার্টিফিকেট পরে পাওয়া যাবে ৷

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব
ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব

কলকাতা, 26 জুন : নিজের বাবাকে কি ভুয়ো ভ্যাকসিন দিয়েছিল দেবাঞ্জন ? নাকি বাবাকে অন্তত সঠিক ভ্যাকসিন দিয়েছিল সে ? উঠেছে প্রশ্ন ৷ তদন্তে নেমে দেবাঞ্জনের বাবা মনোরঞ্জন দেবকেও জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা ।

দেবাঞ্জনের কুকীর্তি প্রকাশ্যে আসার মাত্র তিনদিন আগেই ভ্যাকসিন নিয়েছিলেন তার বাবা মনোরঞ্জন দেব ৷ পুলিশ জানায়, মনোরঞ্জন ভ্যাকসিন নেন ছেলের ওই ভুয়ো ক্যাম্প থেকেই । প্রয়োজন হলে তাঁরও শারীরিক পরীক্ষা করবে পুলিশ । জিজ্ঞাসাবাদে মনোরঞ্জন জানিয়েছেন, তাঁকেও ভ্যাকসিনের সার্টিফিকেট পরে পাওয়া যাবে বলে জানিয়েছিল তাঁর কীর্তিমান গুণধর ছেলে ৷

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতা পুলিশের স্ক্যানারে উঠে এসেছে বড়বাজারের এক ওষুধ ব্যবসায়ীর নাম । সঞ্জয় মুখিয়া । জেরায় ধৃত দেবাঞ্জন পুলিশকে তাঁর নাম বলেছে । বড়বাজারে তাঁর ব্যবসা রয়েছে বলে জানাচ্ছেন গোয়েন্দারা । তদন্তের স্বার্থে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । পুলিশের দাবি, দেবাঞ্জন দেব ওই ব্যবসায়ীর কাছ থেকে স্যানেটাইজার ও ভ্যাকসিনগুলি কিনেছিল ।

তালতলায় দেবাঞ্জনের একটি গোডাউন ছিল । সেই গোডাউনে মজুত করা ছিল ওষুধ । তালতলার ওই গোডাউনের দেখাশোনার দায়িত্বে ছিল দেবাঞ্জনের এক সাগরেদ । পাশাপাশি দেবাঞ্জনের এক সাগরেদকে আটক করেছে তালতলা থানার পুলিশ । প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : Kasba vaccine controversy : ফিরহাদের পদত্যাগ দাবি দিলীপের

কলকাতা, 26 জুন : নিজের বাবাকে কি ভুয়ো ভ্যাকসিন দিয়েছিল দেবাঞ্জন ? নাকি বাবাকে অন্তত সঠিক ভ্যাকসিন দিয়েছিল সে ? উঠেছে প্রশ্ন ৷ তদন্তে নেমে দেবাঞ্জনের বাবা মনোরঞ্জন দেবকেও জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা ।

দেবাঞ্জনের কুকীর্তি প্রকাশ্যে আসার মাত্র তিনদিন আগেই ভ্যাকসিন নিয়েছিলেন তার বাবা মনোরঞ্জন দেব ৷ পুলিশ জানায়, মনোরঞ্জন ভ্যাকসিন নেন ছেলের ওই ভুয়ো ক্যাম্প থেকেই । প্রয়োজন হলে তাঁরও শারীরিক পরীক্ষা করবে পুলিশ । জিজ্ঞাসাবাদে মনোরঞ্জন জানিয়েছেন, তাঁকেও ভ্যাকসিনের সার্টিফিকেট পরে পাওয়া যাবে বলে জানিয়েছিল তাঁর কীর্তিমান গুণধর ছেলে ৷

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতা পুলিশের স্ক্যানারে উঠে এসেছে বড়বাজারের এক ওষুধ ব্যবসায়ীর নাম । সঞ্জয় মুখিয়া । জেরায় ধৃত দেবাঞ্জন পুলিশকে তাঁর নাম বলেছে । বড়বাজারে তাঁর ব্যবসা রয়েছে বলে জানাচ্ছেন গোয়েন্দারা । তদন্তের স্বার্থে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । পুলিশের দাবি, দেবাঞ্জন দেব ওই ব্যবসায়ীর কাছ থেকে স্যানেটাইজার ও ভ্যাকসিনগুলি কিনেছিল ।

তালতলায় দেবাঞ্জনের একটি গোডাউন ছিল । সেই গোডাউনে মজুত করা ছিল ওষুধ । তালতলার ওই গোডাউনের দেখাশোনার দায়িত্বে ছিল দেবাঞ্জনের এক সাগরেদ । পাশাপাশি দেবাঞ্জনের এক সাগরেদকে আটক করেছে তালতলা থানার পুলিশ । প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : Kasba vaccine controversy : ফিরহাদের পদত্যাগ দাবি দিলীপের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.