কলকাতা, 9 নভেম্বর : বুলবুলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে থাকার কথা জানালেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মানুষ বিপদে পড়লে পার্টি কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবেন ।" অন্যদিকে রায়দিঘির মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় । আজ সকাল থেকেই রায়দিঘি এবং সংলগ্ন এলাকাতে গিয়ে সাধারণ মানুষকে সাহায়্য করছেন ।
বুলবুলের জেরে এলাকায় সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেজন্য রায়দিঘির সাধারণ মানুষকে সাহায্য করার জন্য আজ সকাল থেকে সেখানে রয়েছেন রাজ্যের কান্তি গঙ্গোপাধ্যায় । শুকনো খাবার এবং ত্রাণ দিতে আজ সকাল থেকেই রায়দিঘির বিভিন্ন এলাকাতে গিয়েছেন তিনি ।
এলাকায় বিভিন্ন ক্যাম্পে ইতিমধ্যে বহু মানুষ আশ্রয় নিয়েছে । তাদের পানীয় জল ও শুকনো খাবার দেওয়া হচ্ছে । সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন । এদিকে পরিস্থিতি নিয়ে জানতে ফোন করা হয়েছিল রায়দিঘির বর্তমান বিধায়ক দেবশ্রী রায়কে । কিন্তু বারবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি ।