কলকাতা, 22 জানুয়ারি : তৃণমূলে থেকে দম বন্ধ হয়ে আসছে অনেকের । তাই তাঁরা দল ছাড়ছেন, মন্ত্রিত্ব ছাড়ছেন । রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব থেকে ইস্তফা প্রসঙ্গে বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ।
রাজীববাবু কি বিজেপিতে যোগ দেবেন ? এই নিয়ে তিনি বলেন, রাজীব এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি । তাঁরাও এই বিষয়ে বিশেষ উদ্যোগ নেননি ।
আরও পড়ুন : বিজেপিকে হায়ার করা নেতাদের দিয়ে দল চালাতে হয় : পার্থ
রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "এটা রাজীবের ব্যক্তিগত সিদ্ধান্ত ।" অন্যদিকে বিজেপির তরফে কৈলাস বিজয়বর্গীয়র দাবি, "তৃণমূলে থেকে মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে ।" প্রথমে তাঁকে রাজীবের ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এই বিষয়ে কিছু জানি না ।" শুভেন্দু, লক্ষ্মীরতনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আরও অনেকে দল ছেড়ে যাবেন । কারণ তৃণমূলে থেকে পুলিশ, গুন্ডাদের চাপ পড়ছে তাঁদের উপর । কিন্তু রাজীব এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি । উনি ভালো মানুষ । বিজেপিতে এলে তাঁকে স্বাগত ।"