কলকাতা, 28 জুন : রাজ্য় বার কাউন্সিলের চেয়ারম্য়ান অশোক দেবের (Ashok Kumar Deb) ‘কনফিডেন্সিয়াল’ চিঠি সোশ্যাল মাধ্য়মে চলে আসায় বাড়ছে বিতর্ক ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে (Nuthalapati Venkata Ramana) লেখা ওই চিঠি কীভাবে সর্বসমক্ষে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বজবজের তৃণমূল বিধায়ক অশোক ৷ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর (Amit Malviya) একটি টুইট প্রসঙ্গেই এই প্রশ্ন তুলেছেন তিনি ৷ অন্যদিকে, গোটা ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি ৷
সূত্রের খবর, দিন কয়েক আগে ওই চিঠিটি লিখেছিলেন অশোক দেব ৷ যার সারবত্তা হল, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের (Rajesh Bindal) আচরণ নিরপেক্ষ নয় ৷ তাই তাঁকে তাঁর বর্তমান দায়িত্ব থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক ৷ এদিকে, ‘কনফিডেন্সিয়াল’ বলে চিহ্নিত করা সেই চিঠিটিই টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য !
আরও পড়ুন : রাজেশ বিন্দালের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি বার কাউন্সিলের
অমিতের অভিযোগ, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা, নারদ কাণ্ড-সহ বিভিন্ন মামলায় রাজ্য় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বিন্দাল ৷ সেই কারণেই তাঁকে সরাতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্য়ান পদে থাকায় দলের হয়ে সেই কাজটিই এগিয়ে নিয়ে যাচ্ছেন অশোক ৷
বিষয়টি নিয়ে পর পর দু’টি টুইট করেছেন অমিত ৷ প্রথমটিতে তিনি লিখেছেন, ‘‘যেহেতু ভোট পরবর্তী হিংসায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে চেপে ধরেছে কলকাতা হাইকোর্ট, তাই বার কাউন্সিলের অধীনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চাওয়া হচ্ছে ৷ এই কাজে বজবজের তৃণমূল বিধায়ক অশোককুমার দেবকে ব্য়বহার করছেন মুখ্যমন্ত্রী ৷’’
-
Just because Calcutta High Court is holding the Mamata Banerjee administration to account for the post poll violence, the CM is using Ashok Kumar Deb, TMC MLA from Budge Budge, under the garb of Bar Council to seek removal of acting Chief Justice. Bid to browbeat judiciary? 1/2 pic.twitter.com/FY1tF9fMEU
— Amit Malviya (@amitmalviya) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just because Calcutta High Court is holding the Mamata Banerjee administration to account for the post poll violence, the CM is using Ashok Kumar Deb, TMC MLA from Budge Budge, under the garb of Bar Council to seek removal of acting Chief Justice. Bid to browbeat judiciary? 1/2 pic.twitter.com/FY1tF9fMEU
— Amit Malviya (@amitmalviya) June 27, 2021Just because Calcutta High Court is holding the Mamata Banerjee administration to account for the post poll violence, the CM is using Ashok Kumar Deb, TMC MLA from Budge Budge, under the garb of Bar Council to seek removal of acting Chief Justice. Bid to browbeat judiciary? 1/2 pic.twitter.com/FY1tF9fMEU
— Amit Malviya (@amitmalviya) June 27, 2021
আরও পড়ুন : Narada Case : নারদ মামলা : হাইকোর্টকে আগে মমতার আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের
এরপরই আরও একটি টুইট করেছেন অমিত ৷ সেখানে আবার বিচারপতি কৌশিক চন্দের (Justice Kaushik Chanda) কথা উল্লেখ করা হয়েছে ৷ প্রসঙ্গত, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) অভিযোগ ছিল, একুশের ভোটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে তাঁকে চক্রান্ত করে হারানো হয়েছে ৷ ভোটের চূড়ান্ত ফল নিয়েও বারবার উষ্মা প্রকাশ করেছেন তিনি ৷ দিয়েছেন আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও ৷
-
Reasons for seeking Calcutta High Court CJ’s removal are political:
— Amit Malviya (@amitmalviya) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
1) Assigning Nandigram matter to Justice Kaushik Chandra
2) Stay on bail to Firhad Hakim and others in Narada case and more
TMC MLA could have simply said that Mamata Banerjee wants to fix the HC roster… 2/2 pic.twitter.com/o37hHCJjxG
">Reasons for seeking Calcutta High Court CJ’s removal are political:
— Amit Malviya (@amitmalviya) June 27, 2021
1) Assigning Nandigram matter to Justice Kaushik Chandra
2) Stay on bail to Firhad Hakim and others in Narada case and more
TMC MLA could have simply said that Mamata Banerjee wants to fix the HC roster… 2/2 pic.twitter.com/o37hHCJjxGReasons for seeking Calcutta High Court CJ’s removal are political:
— Amit Malviya (@amitmalviya) June 27, 2021
1) Assigning Nandigram matter to Justice Kaushik Chandra
2) Stay on bail to Firhad Hakim and others in Narada case and more
TMC MLA could have simply said that Mamata Banerjee wants to fix the HC roster… 2/2 pic.twitter.com/o37hHCJjxG
সেই মোতাবেকই, ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে ৷ মামলাটির শুনানি শুরু হয় বিচারপতি চন্দের এজলাসে ৷ কিন্তু তৃণমূলের অভিযোগ, বিচারপতি চন্দ বিজেপি ঘনিষ্ঠ ৷ তাই তাঁর কাছ থেকে নিরপেক্ষ বিচার পাওয়া সম্ভব নয় ৷ তাই নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গণনায় কারচুপি সংক্রান্ত মামলাটি অন্য বিচারপতির বেঞ্চে সরানোর আবেদন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন ৷
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করল জাতীয় মানবাধিকার কমিশন
অমিত মালব্যর দাবি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই কঠোর মনোভাবের জন্যই তাঁকে সরাতে চাইছে রাজ্য়ের শাসকদল ৷ তাই বার কাউন্সিলের চেয়ারম্য়ানের আবেদনকে সরাসরি ‘রাজনৈতিক’ বলে অভিযোগ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা ছাড়াও নারদ (Narada Scam) মামলায় চার হেভিওয়েটের জামিন আটকানো, কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও আইনমন্ত্রী মলয় ঘটককে হলফনামা পেশ করে বক্তব্য পেশ করতে না দেওয়ার মতো বিষয়গুলির উল্লেখ করেছেন অশোক দেবও ৷ দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে অশোকের যুক্তি, সাম্প্রতিক এই ঘটনাক্রমই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিরপেক্ষ না হওয়ার প্রমাণ দিচ্ছে ৷