ETV Bharat / city

Tarpaulins Theft Case : হাইকোর্টে ত্রিপল চুরি মামলায় শুনানি শেষ, রায়দান স্থগিত - Tarpaulins Theft Case : ত্রিপল চুরি মামলায় শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল আদালত

কলকাতা হাইকোর্টে ত্রিপল চুরি মামলায় রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন বিচারপতি কৌশিক চন্দ ৷ সোমবার তিনি সব পক্ষের বক্তব্যই শুনেছেন ৷

ত্রিপল চুরি মামলায় শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল আদালত
ত্রিপল চুরি মামলায় শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল আদালত
author img

By

Published : Aug 23, 2021, 5:07 PM IST

কলকাতা, 23 অগস্ট : কাঁথি পুরসভার ত্রিপল চুরি সংক্রান্ত মামলার শুনানি শেষ হল সোমবার । রায়দান স্থগিত রাখল আদালত । এদিন সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ ৷ তাঁর বেঞ্চে দীর্ঘদিন ধরে চলছে এই মামলা ।

কাঁথি পৌরসভা থেকে চলতি বছরের 29 মে ত্রিপল চুরি যায় বলে অভিযোগ ওঠে । দিনের বেলা ত্রিপল লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল । পুরসভার কর্মীরা তা ধরে ফেলেন । এর বিরুদ্ধে গত 1 জুন কাঁথি থানায় অভিযোগ জানান পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য রত্নদ্বীপ মান্না । এফআইআর-এ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নাম ছাড়াও পৌরকর্মী ও এক নাইটগার্ডের নামেও থানায় অভিযোগ দায়ের হয় ।

ওই অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী । ওই ঘটনায় শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দীকেও পুলিশ গ্রেফতার করতে চেয়েছিল ৷ কিন্তু গত 15 জুলাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, চঞ্চল নন্দীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ । চঞ্চল নন্দীর মামলাটির এখনও শুনানি চলছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে । সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে ।

মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ বলেছিলেন, "ত্রিপল চুরির ঘটনায় সরাসরি শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী যে জড়িত তার কোনও প্রমাণ নেই । তবে বৃহত্তর ষড়যন্ত্রে এঁরা আদৌ যুক্ত রয়েছেন কিনা সেটাই আদালতের বিচারের বিষয় ।"

আরও পড়ুন : ত্রিপল চুরি আমার লেভেল নয় : শুভেন্দুকে পাল্টা অভিষেকের

প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে এবং ত্রিপল চুরি সংক্রান্ত মামলায় তদন্তের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী ৷ কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ গত 14 জুন নির্দেশ দিয়েছিলেন তদন্ত প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে । তারপর মামলাটি শুনানির জন্য যায় বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে । সোমবার সব পক্ষের বক্তব্য শেষ হওয়ার পর বিচারপতি মামলাটির রায়দান স্থগিত রেখেছেন ।

আরও পড়ুন : ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা, 23 অগস্ট : কাঁথি পুরসভার ত্রিপল চুরি সংক্রান্ত মামলার শুনানি শেষ হল সোমবার । রায়দান স্থগিত রাখল আদালত । এদিন সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ ৷ তাঁর বেঞ্চে দীর্ঘদিন ধরে চলছে এই মামলা ।

কাঁথি পৌরসভা থেকে চলতি বছরের 29 মে ত্রিপল চুরি যায় বলে অভিযোগ ওঠে । দিনের বেলা ত্রিপল লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল । পুরসভার কর্মীরা তা ধরে ফেলেন । এর বিরুদ্ধে গত 1 জুন কাঁথি থানায় অভিযোগ জানান পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য রত্নদ্বীপ মান্না । এফআইআর-এ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নাম ছাড়াও পৌরকর্মী ও এক নাইটগার্ডের নামেও থানায় অভিযোগ দায়ের হয় ।

ওই অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী । ওই ঘটনায় শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দীকেও পুলিশ গ্রেফতার করতে চেয়েছিল ৷ কিন্তু গত 15 জুলাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, চঞ্চল নন্দীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ । চঞ্চল নন্দীর মামলাটির এখনও শুনানি চলছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে । সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে ।

মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ বলেছিলেন, "ত্রিপল চুরির ঘটনায় সরাসরি শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী যে জড়িত তার কোনও প্রমাণ নেই । তবে বৃহত্তর ষড়যন্ত্রে এঁরা আদৌ যুক্ত রয়েছেন কিনা সেটাই আদালতের বিচারের বিষয় ।"

আরও পড়ুন : ত্রিপল চুরি আমার লেভেল নয় : শুভেন্দুকে পাল্টা অভিষেকের

প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে এবং ত্রিপল চুরি সংক্রান্ত মামলায় তদন্তের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী ৷ কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ গত 14 জুন নির্দেশ দিয়েছিলেন তদন্ত প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে । তারপর মামলাটি শুনানির জন্য যায় বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে । সোমবার সব পক্ষের বক্তব্য শেষ হওয়ার পর বিচারপতি মামলাটির রায়দান স্থগিত রেখেছেন ।

আরও পড়ুন : ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.