ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেবেন ডাক্তাররা ? নজরে ডাক্তারদের জেনেরাল বডির বৈঠক

author img

By

Published : Jun 15, 2019, 7:20 AM IST

Updated : Jun 15, 2019, 11:48 AM IST

জুনিয়র ডাক্তাররা বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে NRS-এ আসতে হবে । এরপর সন্ধ্যায় আন্দোলনকারীদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ নবান্নে বৈঠকের তাঁরা যোগ দেবেন কি না সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন । তার আগে আপাতত NRS হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ে চলছে ডাক্তারদের জেনেরাল বডি(GB)-র বৈঠক ।

ফাইল ফোটো

কলকাতা, 15 জুন : জট কী কাটবে রাজ্যের স্বাস্থ্য অচলাবস্থার ? আজ বিকেলে নবান্নে যাবেন আন্দোলনকারী ডাক্তাররা । পুরো বিষয়টাই নির্ভর করছে ডাক্তারদের জেনেরাল বডি(GB)-র বৈঠকের দিকে । বেলা এগারোটার পরে বৈঠকে বসার কথা ছিল আন্দোলনকারী ডাক্তারদের একাংশের । সেখানেই সিদ্ধান্ত নেওয়ার কথা পরবর্তী পদক্ষেপের । সেই মতো সাড়ে এগারোটা নাগাদ NRS হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ে শুরু হল বৈঠক । বৈঠকে উপস্থিত রয়েছেন IMA-র সভাপতি শান্তুনু সেন ।

NRS-র ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । এর জেরে ভেঙে পড়ে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা । মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার SSKM-এ গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন । গতকাল দুপুরে সাংবাদিক বৈঠক করে NRS-এর জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে NRS-এ এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে । মুখ্যমন্ত্রী না এলে আন্দোলন উঠবে না । রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা কাটাতে গতকাল চার চিকিৎসকের সঙ্গে নবান্নে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী । তাঁরা হলেন - সুকুমার মুখোপাধ্যায়, মাখনলাল সাহা, অভিজিৎ চৌধুরি ও অলকেন্দু ঘোষ । সেই বৈঠকে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয় । নবান্নে ডাক্তারদের ডেকে পাঠানোর প্রস্তাব আসে । সেই মতে আন্দোলনকারী ডাক্তারদের কাছে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র যান । কিন্তু, স্বাস্থ্য অধিকর্তার প্রস্তাব ফিরিয়ে দেন আন্দোলনকারীরা । তারপরই আজ বিকেলে ফের নবান্নে ডাকা হয় আন্দোলনকারীদের ।

এরপরই আন্দোলনকারী ডাক্তাররা শনিবার সকালে বৈঠকের সিদ্ধান্ত নেন । কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয় । বেলা এগারোটার পর বৈঠক শুরু হওয়ার কথা । সেই বৈঠকেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ । যদি আন্দোলনকারী ডাক্তাররা নবান্নে যাওয়ার বিষয়ে সহমত হন তাহলে এক কথা । তা না হলে দু'পক্ষের ইগোর লড়াইয়ে আমজনতার চিকিৎসা ভাগ্যে শনির দশা কবে কাটবে তা লাখ টাকার প্রশ্ন ।

কলকাতা, 15 জুন : জট কী কাটবে রাজ্যের স্বাস্থ্য অচলাবস্থার ? আজ বিকেলে নবান্নে যাবেন আন্দোলনকারী ডাক্তাররা । পুরো বিষয়টাই নির্ভর করছে ডাক্তারদের জেনেরাল বডি(GB)-র বৈঠকের দিকে । বেলা এগারোটার পরে বৈঠকে বসার কথা ছিল আন্দোলনকারী ডাক্তারদের একাংশের । সেখানেই সিদ্ধান্ত নেওয়ার কথা পরবর্তী পদক্ষেপের । সেই মতো সাড়ে এগারোটা নাগাদ NRS হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ে শুরু হল বৈঠক । বৈঠকে উপস্থিত রয়েছেন IMA-র সভাপতি শান্তুনু সেন ।

NRS-র ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । এর জেরে ভেঙে পড়ে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা । মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার SSKM-এ গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন । গতকাল দুপুরে সাংবাদিক বৈঠক করে NRS-এর জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে NRS-এ এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে । মুখ্যমন্ত্রী না এলে আন্দোলন উঠবে না । রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা কাটাতে গতকাল চার চিকিৎসকের সঙ্গে নবান্নে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী । তাঁরা হলেন - সুকুমার মুখোপাধ্যায়, মাখনলাল সাহা, অভিজিৎ চৌধুরি ও অলকেন্দু ঘোষ । সেই বৈঠকে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয় । নবান্নে ডাক্তারদের ডেকে পাঠানোর প্রস্তাব আসে । সেই মতে আন্দোলনকারী ডাক্তারদের কাছে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র যান । কিন্তু, স্বাস্থ্য অধিকর্তার প্রস্তাব ফিরিয়ে দেন আন্দোলনকারীরা । তারপরই আজ বিকেলে ফের নবান্নে ডাকা হয় আন্দোলনকারীদের ।

এরপরই আন্দোলনকারী ডাক্তাররা শনিবার সকালে বৈঠকের সিদ্ধান্ত নেন । কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয় । বেলা এগারোটার পর বৈঠক শুরু হওয়ার কথা । সেই বৈঠকেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ । যদি আন্দোলনকারী ডাক্তাররা নবান্নে যাওয়ার বিষয়ে সহমত হন তাহলে এক কথা । তা না হলে দু'পক্ষের ইগোর লড়াইয়ে আমজনতার চিকিৎসা ভাগ্যে শনির দশা কবে কাটবে তা লাখ টাকার প্রশ্ন ।

Tirumala (Andhra Pradesh), June 15 (ANI): A devotee of Lord Balaji will going to gift jewellery worth Rs 2.25 crore at Tirupati Balaji temple in Tirumala today morning. Tangadorai, a resident of Tamil Nadu, is donating 'Abhaya Hastam' and 'Kati Hastam' to Tirupati Balaji temple in Tirumala. The jewellery will be handed over to Tirumala Tirupati Devasthanam (TTD) officials during 'Suprabhata Seva' on Sunday.
Last Updated : Jun 15, 2019, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.