কলকাতা, 23 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনে ফল ঘোষণা হচ্ছে আগামী 10 মার্চ (Assembly Elections 2022) । তার পর দিল্লিতে 20 মার্চের মধ্যে বঙ্গ বিজেপির সবপক্ষকে নিয়ে বৈঠক করবেন বিজেপি-র জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) । বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে ।
সূত্রের খবর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিক্ষুব্ধ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Union Minister Santanu Thakur) দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন । বিস্তারিত অভিযোগ জানান । সম্প্রতি, সংসদে বাজেট অধিবেশনের সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন । কিন্ত দুই পক্ষকেই জানানো হয়েছিলও পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই এই বিষয়ে আলোচনা করা হবে । তাই 20 মার্চের মধ্যেই বাংলার এই সমস্যা নিয়ে বৈঠকে বসতে চাইছে দিল্লি । সেই মতো সব পক্ষকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে (JP Nadda will meet all fraction of Bengal BJP after completion of Five States Assembly Elections) ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শান্তনু ঠাকুরের সমস্ত দাবিই মেনে নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । তবে দল থেকে সতর্ক করা সত্ত্বেও দল বিরোধী কাজের প্রমাণ যাঁদের বিরুদ্ধে পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিজেপি ৷ অন্যদিকে বরখাস্ত দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারির ভাগ্য ঝুলে রয়েছে । যদিও এখনও ক্রমাগত দলের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন জয়প্রকাশ মজুমদার । কিন্ত রীতেশ তেওয়ারি দিল্লিতে একাধিক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে সূত্রের খবর । এর পরই তিনি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন । একমাত্র রীতেশ তেওয়ারিকেই দলে ফিরিয়ে নেওয়া হতে পারে বলে তার পর থেকে জল্পনা শুরু হয়েছে ।
সূত্রের খবর, বিক্ষুব্ধ নেতাদের মধ্যে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠাক ইতিমধ্যেই আবার দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন । তাই তাঁদেরকে নতুন করে রাজ্য কমিটির সদস্যপদও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ।
এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল ইটিভি ভারত-কে বলেন, ‘‘বর্তমানে বিজেপির মধ্যে কেউই আর বিক্ষুব্ধ নেই ৷ আর দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা দেখছে । আশা করি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশই সব মিটে যাবে ৷’’
আরও পড়ুন : RSS in Bengal : বঙ্গ বিজেপিতে আস্থা নেই, রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল আরএসএস