ETV Bharat / city

Bengal BJP Inner Conflict : পাঁচ রাজ্যে ভোট মিটলেই বঙ্গ বিজেপির দ্বন্দ্ব ঠেকাতে বৈঠক করবেন নাড্ডা - Union Minister Santanu Thakur

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণা আগামী 10 মার্চ (Assembly Elections 2022) ৷ তার পর 20 মার্চের মধ্যে বঙ্গ বিজেপির সবপক্ষকে নিয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বৈঠক করবেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর (JP Nadda will meet all fraction of Bengal BJP after completion of Five States Assembly Elections) ৷

jp-nadda-will-meet-all-fraction-of-bengal-bjp-after-completion-of-five-states-assembly-elections
Bengal BJP Inner Conflict : পাঁচ রাজ্যে ভোট মিটলেই বঙ্গ বিজেপির দ্বন্দ্ব ঠেকাতে বৈঠক করবেন নাড্ডা
author img

By

Published : Feb 22, 2022, 9:35 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনে ফল ঘোষণা হচ্ছে আগামী 10 মার্চ (Assembly Elections 2022) । তার পর দিল্লিতে 20 মার্চের মধ্যে বঙ্গ বিজেপির সবপক্ষকে নিয়ে বৈঠক করবেন বিজেপি-র জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) । বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে ।

সূত্রের খবর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিক্ষুব্ধ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Union Minister Santanu Thakur) দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন । বিস্তারিত অভিযোগ জানান । সম্প্রতি, সংসদে বাজেট অধিবেশনের সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন । কিন্ত দুই পক্ষকেই জানানো হয়েছিলও পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই এই বিষয়ে আলোচনা করা হবে । তাই 20 মার্চের মধ্যেই বাংলার এই সমস্যা নিয়ে বৈঠকে বসতে চাইছে দিল্লি । সেই মতো সব পক্ষকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে (JP Nadda will meet all fraction of Bengal BJP after completion of Five States Assembly Elections) ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শান্তনু ঠাকুরের সমস্ত দাবিই মেনে নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । তবে দল থেকে সতর্ক করা সত্ত্বেও দল বিরোধী কাজের প্রমাণ যাঁদের বিরুদ্ধে পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিজেপি ৷ অন্যদিকে বরখাস্ত দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারির ভাগ্য ঝুলে রয়েছে । যদিও এখনও ক্রমাগত দলের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন জয়প্রকাশ মজুমদার । কিন্ত রীতেশ তেওয়ারি দিল্লিতে একাধিক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে সূত্রের খবর । এর পরই তিনি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন । একমাত্র রীতেশ তেওয়ারিকেই দলে ফিরিয়ে নেওয়া হতে পারে বলে তার পর থেকে জল্পনা শুরু হয়েছে ।

সূত্রের খবর, বিক্ষুব্ধ নেতাদের মধ্যে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠাক ইতিমধ্যেই আবার দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন । তাই তাঁদেরকে নতুন করে রাজ্য কমিটির সদস্যপদও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ।
এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল ইটিভি ভারত-কে বলেন, ‘‘বর্তমানে বিজেপির মধ্যে কেউই আর বিক্ষুব্ধ নেই ৷ আর দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা দেখছে । আশা করি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশই সব মিটে যাবে ৷’’

আরও পড়ুন : RSS in Bengal : বঙ্গ বিজেপিতে আস্থা নেই, রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল আরএসএস

কলকাতা, 23 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনে ফল ঘোষণা হচ্ছে আগামী 10 মার্চ (Assembly Elections 2022) । তার পর দিল্লিতে 20 মার্চের মধ্যে বঙ্গ বিজেপির সবপক্ষকে নিয়ে বৈঠক করবেন বিজেপি-র জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) । বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে ।

সূত্রের খবর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিক্ষুব্ধ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Union Minister Santanu Thakur) দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন । বিস্তারিত অভিযোগ জানান । সম্প্রতি, সংসদে বাজেট অধিবেশনের সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন । কিন্ত দুই পক্ষকেই জানানো হয়েছিলও পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই এই বিষয়ে আলোচনা করা হবে । তাই 20 মার্চের মধ্যেই বাংলার এই সমস্যা নিয়ে বৈঠকে বসতে চাইছে দিল্লি । সেই মতো সব পক্ষকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে (JP Nadda will meet all fraction of Bengal BJP after completion of Five States Assembly Elections) ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শান্তনু ঠাকুরের সমস্ত দাবিই মেনে নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । তবে দল থেকে সতর্ক করা সত্ত্বেও দল বিরোধী কাজের প্রমাণ যাঁদের বিরুদ্ধে পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিজেপি ৷ অন্যদিকে বরখাস্ত দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারির ভাগ্য ঝুলে রয়েছে । যদিও এখনও ক্রমাগত দলের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন জয়প্রকাশ মজুমদার । কিন্ত রীতেশ তেওয়ারি দিল্লিতে একাধিক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে সূত্রের খবর । এর পরই তিনি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন । একমাত্র রীতেশ তেওয়ারিকেই দলে ফিরিয়ে নেওয়া হতে পারে বলে তার পর থেকে জল্পনা শুরু হয়েছে ।

সূত্রের খবর, বিক্ষুব্ধ নেতাদের মধ্যে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠাক ইতিমধ্যেই আবার দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন । তাই তাঁদেরকে নতুন করে রাজ্য কমিটির সদস্যপদও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ।
এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল ইটিভি ভারত-কে বলেন, ‘‘বর্তমানে বিজেপির মধ্যে কেউই আর বিক্ষুব্ধ নেই ৷ আর দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা দেখছে । আশা করি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশই সব মিটে যাবে ৷’’

আরও পড়ুন : RSS in Bengal : বঙ্গ বিজেপিতে আস্থা নেই, রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল আরএসএস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.