ETV Bharat / city

শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে তদন্তের নির্দেশ দেননি নেহরু : নাড্ডা

author img

By

Published : Jul 7, 2020, 12:24 AM IST

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 119তম জন্মবার্ষিকীতে এক ভার্চুয়াল সভায় আজ বক্তব্য রাখেন BJP-র জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ শ্যামাপ্রসাদের মৃত্যুর ঘটনার তদন্ত না করার জন্য জওহরলাল নেহরুর কড়া সমালোচনা করেন ৷

JP Nadda
জগতপ্রকাশ নাড্ডা

দিল্লি, 6 জুলাই : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দেননি জওহরলাল নেহরু ৷ আজ এভাবেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তীব্র সমালোচনা করলেন BJP-র জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ শ্রীনগরের জেলে 1953 সালে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয় ৷ নাড্ডা সেই প্রসঙ্গ তুলে ধরে বলেন, "শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুতে নেহরু কোনও তদন্ত করেননি ৷"

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 119 তম জন্মবার্ষিকীতে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে নেহরু প্রসঙ্গ টেনে কংগ্রেসের সমালোচনা করেন তিনি ৷ নাড্ডা বলেন, " শ্রীনগরের জেলে অন্তরীণ রাখার ফলে শ্যামাপ্রসাদের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে ৷ সেখানে রহস্যজনকভাবে শ্যামাপ্রসাদের মৃত্যু হয় ৷ শ্যামাপ্রসাদের মৃত্যুর পরে তাঁর মা নেহরুকে এই ঘটনার তদন্ত করার জন্য অনুরোধ করেন ৷ কিন্তু নেহরু তাতে সম্মতি দেননি ৷" শ্যামাপ্রসাদের মৃত্যুর ঘটনায় নাড্ডা কংগ্রেসের সমালোচনা করে বলেন, "এই ঘটনা কংগ্রেসের অগণতান্ত্রিক মুখকে সামনে আনে ৷" তিনি আরও বলেন, "শ্যামাপ্রসাদের আদর্শকে সামনে রেখে আমরা আজও লড়াই করছি ৷ তাঁর দেখানো আদর্শ আমাদের পথ দেখাচ্ছে ৷ শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা শ্যামাপ্রসাদ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা৷ জনসংঘই পরে ভারতীয় জনতা দলে পরিণত হয় ৷

জে পি নাড্ডা বলেন, "এটা আনন্দের বিষয় যে ডঃ মুখার্জি যে কারণের জন্য তাঁর সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন, সেই অনুচ্ছেদ 370 আজ চিরতরে বাতিল হয়ে গিয়েছে ৷ " শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলার জনগণের সাথে কথা বলার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেন। নাড্ডার মতে, খণ্ডিত ভারতে শ্যামাপ্রসাদই প্রথম ব্যক্তি যিনি সত্যের পক্ষে লড়াই করেছিলেন ৷ নাড্ডা দেশভাগের প্রসঙ্গ টেনে বলেন, "তিনি জানতেন যে মুসলিম লিগ বাংলাকে পাকিস্তানের অংশ হিসাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।" বাংলার দুর্ভিক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকেও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরে বলেন, "তাঁর যা কিছু ছিল তা দিয়ে 1943 সালে তিনি বাংলায় দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং দিনরাত নিরলসভাবে মানুষের সেবা করেছিলেন। তাঁকে ত্রাণ কমিটির সভাপতি করা হয়েছিল।"

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্পষ্টভাবে বলেছিলেন, কেন জম্মু ও কাশ্মীরকে 370 অনুচ্ছেদের মাধ্যমে বিশেষ অধিকার দেওয়া হচ্ছে। জে পি নাড্ডা বলেন, ''শ্যামাপ্রসাদ 1953 সালে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ বলেছিলেন, 35 কোটির দেশে যদি 4 কোটি মুসলমান সুখী জীবনযাপন করতে পারে তবে জম্মু এবং কাশ্মীরের 25 লাখ মুসলমান কেন সুখে বাঁচতে পারে না? " শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহরুকে এক চিঠিতে জম্মু ও কাশ্মীরে আর্টিকেল 370 রদ করার জন্য বলেন ৷ শ্য়ামাপ্রসাদ বলেন যে একটি দেশে দুই নিশান, দুই বিধান এবং দুই প্রধান চলবে না। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চিঠির জবাবও দেননি। নাড্ডা ইতিহাসের এই বিতর্কিত প্রসঙ্গ তুলে ধরে আজ আগাগোড়া নেহরু ও কংগ্রেসের সমালোচনায় সরব হন ৷
রাজ্যের বর্তমান শাসকদলের সমালোচনাও নাড্ডার বক্তব্যে আজ উঠে এসেছে ৷ তিনি বলেন,"আজ বাংলায় শুনছি শুধু কাটমানি আর কাটমানি।" বাংলার পুরানো গৌরব ফিরিয়ে আনতে তিনি রাজ্যে BJP-কে ক্ষমতায় আনার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আহ্বান করেন ৷





দিল্লি, 6 জুলাই : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দেননি জওহরলাল নেহরু ৷ আজ এভাবেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তীব্র সমালোচনা করলেন BJP-র জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ শ্রীনগরের জেলে 1953 সালে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয় ৷ নাড্ডা সেই প্রসঙ্গ তুলে ধরে বলেন, "শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুতে নেহরু কোনও তদন্ত করেননি ৷"

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 119 তম জন্মবার্ষিকীতে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে নেহরু প্রসঙ্গ টেনে কংগ্রেসের সমালোচনা করেন তিনি ৷ নাড্ডা বলেন, " শ্রীনগরের জেলে অন্তরীণ রাখার ফলে শ্যামাপ্রসাদের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে ৷ সেখানে রহস্যজনকভাবে শ্যামাপ্রসাদের মৃত্যু হয় ৷ শ্যামাপ্রসাদের মৃত্যুর পরে তাঁর মা নেহরুকে এই ঘটনার তদন্ত করার জন্য অনুরোধ করেন ৷ কিন্তু নেহরু তাতে সম্মতি দেননি ৷" শ্যামাপ্রসাদের মৃত্যুর ঘটনায় নাড্ডা কংগ্রেসের সমালোচনা করে বলেন, "এই ঘটনা কংগ্রেসের অগণতান্ত্রিক মুখকে সামনে আনে ৷" তিনি আরও বলেন, "শ্যামাপ্রসাদের আদর্শকে সামনে রেখে আমরা আজও লড়াই করছি ৷ তাঁর দেখানো আদর্শ আমাদের পথ দেখাচ্ছে ৷ শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা শ্যামাপ্রসাদ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা৷ জনসংঘই পরে ভারতীয় জনতা দলে পরিণত হয় ৷

জে পি নাড্ডা বলেন, "এটা আনন্দের বিষয় যে ডঃ মুখার্জি যে কারণের জন্য তাঁর সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন, সেই অনুচ্ছেদ 370 আজ চিরতরে বাতিল হয়ে গিয়েছে ৷ " শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলার জনগণের সাথে কথা বলার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেন। নাড্ডার মতে, খণ্ডিত ভারতে শ্যামাপ্রসাদই প্রথম ব্যক্তি যিনি সত্যের পক্ষে লড়াই করেছিলেন ৷ নাড্ডা দেশভাগের প্রসঙ্গ টেনে বলেন, "তিনি জানতেন যে মুসলিম লিগ বাংলাকে পাকিস্তানের অংশ হিসাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।" বাংলার দুর্ভিক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকেও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরে বলেন, "তাঁর যা কিছু ছিল তা দিয়ে 1943 সালে তিনি বাংলায় দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং দিনরাত নিরলসভাবে মানুষের সেবা করেছিলেন। তাঁকে ত্রাণ কমিটির সভাপতি করা হয়েছিল।"

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্পষ্টভাবে বলেছিলেন, কেন জম্মু ও কাশ্মীরকে 370 অনুচ্ছেদের মাধ্যমে বিশেষ অধিকার দেওয়া হচ্ছে। জে পি নাড্ডা বলেন, ''শ্যামাপ্রসাদ 1953 সালে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ বলেছিলেন, 35 কোটির দেশে যদি 4 কোটি মুসলমান সুখী জীবনযাপন করতে পারে তবে জম্মু এবং কাশ্মীরের 25 লাখ মুসলমান কেন সুখে বাঁচতে পারে না? " শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহরুকে এক চিঠিতে জম্মু ও কাশ্মীরে আর্টিকেল 370 রদ করার জন্য বলেন ৷ শ্য়ামাপ্রসাদ বলেন যে একটি দেশে দুই নিশান, দুই বিধান এবং দুই প্রধান চলবে না। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চিঠির জবাবও দেননি। নাড্ডা ইতিহাসের এই বিতর্কিত প্রসঙ্গ তুলে ধরে আজ আগাগোড়া নেহরু ও কংগ্রেসের সমালোচনায় সরব হন ৷
রাজ্যের বর্তমান শাসকদলের সমালোচনাও নাড্ডার বক্তব্যে আজ উঠে এসেছে ৷ তিনি বলেন,"আজ বাংলায় শুনছি শুধু কাটমানি আর কাটমানি।" বাংলার পুরানো গৌরব ফিরিয়ে আনতে তিনি রাজ্যে BJP-কে ক্ষমতায় আনার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আহ্বান করেন ৷





ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.