ETV Bharat / city

Joka-BBD Bag Metro : সেনার আপত্তিতে মোমিনরপুরে থমকে মেট্রোর কাজ, আদালতে আরভিএনএল - Joka BBD Bag Metro work stopped

জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রেলওয়েল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ৷ মোমিনপুরে কমান্ডো হাসপাতালের সামনে মেট্রোর জন্য বরাদ্দ হওয়া জমি সেনা ছাড়তে চাইছে না বলে আদালতে জানাল রেল কর্তৃপক্ষ ৷ যা নিয়ে 3 সপ্তাহ সময় চেয়েছে সেনা ৷ 21 সেপ্টেম্বর পরবর্তী শুনানি ৷

joka-bbd-bag-metro-work-stopped-at-mominarpur-due-to-army-objections
সেনার আপত্তিতে মোমিনরপুরে থমকে মেট্রোর কাজ, আদালতে আরভিএনএল
author img

By

Published : Sep 2, 2021, 8:10 PM IST

কলকাতা 2 সেপ্টেম্বর : মোমিনপুরে থমকে রয়েছে জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজ ৷ এ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল আরভিএনএল বা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL) ৷ যেখানের রেলের তরফে বলা হয়েছে, সেনার অনুমতি না পাওয়ায় খোঁড়ার কাজ করতে পারছে না রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষ ৷ বিষয়টি আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছে ৷ সেনার তরফে 3 সপ্তাহের সময় চাওয়া হয়েছে এ নিয়ে ৷

তারাতলায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে দিয়ে যাচ্ছে জোকা-বিবাদীবাগ মেট্রো ৷ কয়েকবছর আগেও তারাতলায় গিয়ে সেই কাজ থেমে গিয়েছিল ট্যাঁকশাল কর্তৃপক্ষের অনুমতি না মেলায় ৷ সেই সমস্যা মেটার পর ফের কাজ শুরু হয় ৷ এবার ফের একবার বাধার মুখে জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজ ৷ মোমিনপুরে সেনার তরফে অনুমতি না পাওয়ায় এবার আটকে গিয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের মেট্রো প্রকল্পের কাজ ৷ তাই এবার রেল কর্তৃপক্ষ তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৷

আরও পড়ুন : DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

এ দিন মামলাটি কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠেছে ৷ সেখানে রেলের তরফে বলা হয়েছে, সেনার তরফে মেট্রো রেলের কাজের অনুমতি না দেওয়ায় তারা পিলার তোলার জন্য খোঁড়ার কাজ করতে পারছেন না ৷ এ নিয়ে সেনার তরফে এ দিন আদালতে জানানো হয়েছে, তারা তিন সপ্তাহের সময় চায় ৷ সেই সময়ের মধ্যে আলোচনা করে এনিয়ে আদালতে তাদের বক্তব্য জানাবে সেনা ৷

আরও পড়ুন : Assembly By-poll : অবিলম্বে উপনির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা

সেনার এই দাবি মেনে নিয়ে 21 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷ তার মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেনাকে জানাতে হবে, মেট্রোর খননের ব্যাপারে তাদের কী অবস্থান রয়েছে ৷ ওই দিনেই মামলার পরবর্তী শুনানি হবে ৷ প্রসঙ্গত, সেনাবাহিনীর কমান্ডো হাসপাতালের সামনে মমিনপুর স্টেশন তৈরির জন্য জমি বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু, সেই জমি ছাড়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে সেনাবাহিনী ৷ ফলে ওই অংশে খোঁড়ার কাজ এখনও শুরু করতে পারেনি রেল ৷ এর আগেও জমি নিয়ে রেলের সঙ্গে সেনাবাহিনীর মতভেদ তৈরি হয়েছিল ৷ সেবার ময়দান এলাকার জমি নিয়েও রেলের সঙ্গে সেনাবাহিনীর প্রাথমিকভাবে সমস্যা তৈরি হয় ৷ পরে সেনাবাহিনী ওই জমি ছেড়ে দিতে রাজি হয়েছিল ৷ কিন্তু, মোমিনপুরের জমিজট এখনও কাটেনি ৷

কলকাতা 2 সেপ্টেম্বর : মোমিনপুরে থমকে রয়েছে জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজ ৷ এ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল আরভিএনএল বা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL) ৷ যেখানের রেলের তরফে বলা হয়েছে, সেনার অনুমতি না পাওয়ায় খোঁড়ার কাজ করতে পারছে না রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষ ৷ বিষয়টি আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছে ৷ সেনার তরফে 3 সপ্তাহের সময় চাওয়া হয়েছে এ নিয়ে ৷

তারাতলায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে দিয়ে যাচ্ছে জোকা-বিবাদীবাগ মেট্রো ৷ কয়েকবছর আগেও তারাতলায় গিয়ে সেই কাজ থেমে গিয়েছিল ট্যাঁকশাল কর্তৃপক্ষের অনুমতি না মেলায় ৷ সেই সমস্যা মেটার পর ফের কাজ শুরু হয় ৷ এবার ফের একবার বাধার মুখে জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজ ৷ মোমিনপুরে সেনার তরফে অনুমতি না পাওয়ায় এবার আটকে গিয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের মেট্রো প্রকল্পের কাজ ৷ তাই এবার রেল কর্তৃপক্ষ তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৷

আরও পড়ুন : DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

এ দিন মামলাটি কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠেছে ৷ সেখানে রেলের তরফে বলা হয়েছে, সেনার তরফে মেট্রো রেলের কাজের অনুমতি না দেওয়ায় তারা পিলার তোলার জন্য খোঁড়ার কাজ করতে পারছেন না ৷ এ নিয়ে সেনার তরফে এ দিন আদালতে জানানো হয়েছে, তারা তিন সপ্তাহের সময় চায় ৷ সেই সময়ের মধ্যে আলোচনা করে এনিয়ে আদালতে তাদের বক্তব্য জানাবে সেনা ৷

আরও পড়ুন : Assembly By-poll : অবিলম্বে উপনির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা

সেনার এই দাবি মেনে নিয়ে 21 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷ তার মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেনাকে জানাতে হবে, মেট্রোর খননের ব্যাপারে তাদের কী অবস্থান রয়েছে ৷ ওই দিনেই মামলার পরবর্তী শুনানি হবে ৷ প্রসঙ্গত, সেনাবাহিনীর কমান্ডো হাসপাতালের সামনে মমিনপুর স্টেশন তৈরির জন্য জমি বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু, সেই জমি ছাড়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে সেনাবাহিনী ৷ ফলে ওই অংশে খোঁড়ার কাজ এখনও শুরু করতে পারেনি রেল ৷ এর আগেও জমি নিয়ে রেলের সঙ্গে সেনাবাহিনীর মতভেদ তৈরি হয়েছিল ৷ সেবার ময়দান এলাকার জমি নিয়েও রেলের সঙ্গে সেনাবাহিনীর প্রাথমিকভাবে সমস্যা তৈরি হয় ৷ পরে সেনাবাহিনী ওই জমি ছেড়ে দিতে রাজি হয়েছিল ৷ কিন্তু, মোমিনপুরের জমিজট এখনও কাটেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.