ETV Bharat / city

Joint Entrance Result 2022 : শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ - joint entrance results

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের জয়েন্ট এন্ট্রান্স-এর ফলাফল (joint entrance results to be published on 17 June)৷ এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ 2 হাজার ।

joint entrance results to be published on 17 June
Joint Entrance Result 2022
author img

By

Published : Jun 15, 2022, 4:10 PM IST

কলকাতা, 15 জুন : প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল । এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পালা । 17 জুন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হবে এবছরের জয়েন্টের রেজাল্ট (joint entrance results to be published on 17 June)। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ।

পরীক্ষার মাত্র দেড় মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে ফলাফল । 17 জুন বোর্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকে (JEE 2022) জয়েন্টের ফলাফল প্রকাশ করা হবে । এবার পরীক্ষা নেওয়া হয়েছিল 30 এপ্রিল । পরীক্ষা হয়েছিল অফলাইনে । যেসব বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল সেগুলি হল : ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার ।

শুক্রবার বিকেল 4 টে থেকেই পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পাবে রেজাল্ট এবং ব়্যাঙ্ক কার্ড (Rank Card) ডাউনলোড করতে পারবে ।

ওয়েবসাইটগুলি হল :

  • www.wbjeeb.nic.in
  • www.wbjeeb.in

ব়্যাঙ্ক কার্ডে পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্ম তারিখ, আবেদনের নম্বর, ব়্যাঙ্ক, প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য দেওয়া থাকবে । এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ 2 হাজার । মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 277টি । মোট কেন্দ্রের মধ্যে এই রাজ্যে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 274টি । মোট 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল (Joint Entrance Result 2022)।

আরও পড়ুন : Science in HS : কম নম্বর পেয়েই বিজ্ঞান পড়ার আবেদন স্কুলে স্কুলে, কাউন্সিলিংয়ে সুরাহার পথ খুঁজছেন শিক্ষকরা

কলকাতা, 15 জুন : প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল । এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পালা । 17 জুন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হবে এবছরের জয়েন্টের রেজাল্ট (joint entrance results to be published on 17 June)। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ।

পরীক্ষার মাত্র দেড় মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে ফলাফল । 17 জুন বোর্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকে (JEE 2022) জয়েন্টের ফলাফল প্রকাশ করা হবে । এবার পরীক্ষা নেওয়া হয়েছিল 30 এপ্রিল । পরীক্ষা হয়েছিল অফলাইনে । যেসব বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল সেগুলি হল : ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার ।

শুক্রবার বিকেল 4 টে থেকেই পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পাবে রেজাল্ট এবং ব়্যাঙ্ক কার্ড (Rank Card) ডাউনলোড করতে পারবে ।

ওয়েবসাইটগুলি হল :

  • www.wbjeeb.nic.in
  • www.wbjeeb.in

ব়্যাঙ্ক কার্ডে পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্ম তারিখ, আবেদনের নম্বর, ব়্যাঙ্ক, প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য দেওয়া থাকবে । এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ 2 হাজার । মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 277টি । মোট কেন্দ্রের মধ্যে এই রাজ্যে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 274টি । মোট 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল (Joint Entrance Result 2022)।

আরও পড়ুন : Science in HS : কম নম্বর পেয়েই বিজ্ঞান পড়ার আবেদন স্কুলে স্কুলে, কাউন্সিলিংয়ে সুরাহার পথ খুঁজছেন শিক্ষকরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.