ETV Bharat / city

জনতা কারফিউ : কার্যত জনশূন্য VIP রোড - কোরোনা আতঙ্ক

জনতা করফিউতে আজ প্রায় জনশূন্য VIP রোড ৷ সব দোকানপাটই প্রায় বন্ধ ৷ সকাল থেকে রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট প্রায় ছিল না বললেই চলে ৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যারা তাদেরই রাস্তায় দেখা গেছে ৷

VIP raod
VIP raod
author img

By

Published : Mar 22, 2020, 4:25 PM IST

Updated : Mar 22, 2020, 4:39 PM IST

কলকাতা, 22 মার্চ : কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষামূলক জনতা কারফিউয়ের জেরে আজ প্রায় জনশূন্য কলকাতার রাস্তাঘাট ৷ চিত্রটা একই রকম ছিল VIP রোড চত্বরেও ৷ সাধারণত কলকাতা এয়ারপোর্টের সঙ্গে যুক্ত কাজি নজরুল ইসলাম সরণি তথা VIP রোড সকাল থেকে রাত সব সময়ই ব্যস্ত থাকে । অন্যান্য রবিবার তুলনামূলক কম হলেও ব্যস্ততা থাকে ৷ কিন্তু জনতা কারফিউয়ে আজ ছবিটা ছিল অন্যরকম ৷

সকাল থেকে রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট প্রায় ছিল না বললেই চলে । হাতেগোনা সরকারি কয়েকটি বাস চললেও তাতে যাত্রী সংখ্যা নিতান্তই কম ছিল । মূলত ব‍্যক্তিগত গাড়ি, বাইক, সাইকেল, জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত কয়েকটি গাড়িই দেখা গেছে রাস্তায় ।

Janata  curfew : no people at VIP road area
রাস্তায় যানবাহন প্রায় নেই বললেই চলে
কার্যত জনশূন্য VIP রোড

রাস্তায় লোক থাকলেও সংখ্যায় অনেক কম ছিল । জরুরি পরিষেবায় সঙ্গে যুক্ত মানুষদের মূলত রাস্তায় দেখা গেছে ৷ বড় দোকানপাট সব বন্ধ । শুধুমাত্র দু-একটি ছোটোখাটো দোকান ও ওষুধের দোকান খোলা রয়েছে । অন‍্যদিকে, সুনসান রাস্তায় অনেককে বাইকে চড়ে ঘুরতে দেখা গেছে । একটি বাইকে হেলমেট ছাড়া তিনজন বা দু'জন আরোহী রয়েছেন, এ রকম চিত্রও ধরা পড়েছে । তবে, অন্য দিনের চেনা ছবি আজ দেখা যায়নি VIP রোডে ।

Janata  curfew : no people at VIP road area
VIP রোডের ছবি

কলকাতা, 22 মার্চ : কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষামূলক জনতা কারফিউয়ের জেরে আজ প্রায় জনশূন্য কলকাতার রাস্তাঘাট ৷ চিত্রটা একই রকম ছিল VIP রোড চত্বরেও ৷ সাধারণত কলকাতা এয়ারপোর্টের সঙ্গে যুক্ত কাজি নজরুল ইসলাম সরণি তথা VIP রোড সকাল থেকে রাত সব সময়ই ব্যস্ত থাকে । অন্যান্য রবিবার তুলনামূলক কম হলেও ব্যস্ততা থাকে ৷ কিন্তু জনতা কারফিউয়ে আজ ছবিটা ছিল অন্যরকম ৷

সকাল থেকে রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট প্রায় ছিল না বললেই চলে । হাতেগোনা সরকারি কয়েকটি বাস চললেও তাতে যাত্রী সংখ্যা নিতান্তই কম ছিল । মূলত ব‍্যক্তিগত গাড়ি, বাইক, সাইকেল, জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত কয়েকটি গাড়িই দেখা গেছে রাস্তায় ।

Janata  curfew : no people at VIP road area
রাস্তায় যানবাহন প্রায় নেই বললেই চলে
কার্যত জনশূন্য VIP রোড

রাস্তায় লোক থাকলেও সংখ্যায় অনেক কম ছিল । জরুরি পরিষেবায় সঙ্গে যুক্ত মানুষদের মূলত রাস্তায় দেখা গেছে ৷ বড় দোকানপাট সব বন্ধ । শুধুমাত্র দু-একটি ছোটোখাটো দোকান ও ওষুধের দোকান খোলা রয়েছে । অন‍্যদিকে, সুনসান রাস্তায় অনেককে বাইকে চড়ে ঘুরতে দেখা গেছে । একটি বাইকে হেলমেট ছাড়া তিনজন বা দু'জন আরোহী রয়েছেন, এ রকম চিত্রও ধরা পড়েছে । তবে, অন্য দিনের চেনা ছবি আজ দেখা যায়নি VIP রোডে ।

Janata  curfew : no people at VIP road area
VIP রোডের ছবি
Last Updated : Mar 22, 2020, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.