ETV Bharat / city

বিধানসভায় জালিয়ানওয়ালা বাগ প্রসঙ্গে বলতে গিয়ে BJP-কে কটাক্ষ মমতার - BJP

মমতা বলেন, ''ঐক্য়ের দেশে আগামী দিনে দেশে একটি রাজনৈতিক দল, একটি জাতির দাবি উঠবে । একজন নেতৃত্বের নাম উঠবে । দেশ ধীরে ধীরে সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে ।''

''দেশ সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে,'' বিধানসভায় BJP-কে কটাক্ষ মমতার
author img

By

Published : Aug 29, 2019, 2:14 AM IST

Updated : Aug 29, 2019, 5:25 AM IST

কলকাতা, 29 অগাস্ট : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 100 বছর ৷ নির্বিচারে চলেছিল গুলি ৷ সেই হত্য়াকাণ্ডকে স্মরণে রেখে বিধানসভায় গৃহীত হল সর্বদলীয় প্রস্তাব । প্রস্তাব গ্রহণের পরই মুখ্য়মন্ত্রী ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে নাম না নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন ৷ তাঁর কথায়, ''ঐক্য়ের দেশে আগামী দিনে দেশে একটি রাজনৈতিক দল, একটি জাতির দাবি উঠবে । একজন নেতৃত্বের নাম উঠবে । দেশ ধীরে ধীরে সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে ।''

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ, গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল । সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বাংলার মানুষ । তাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন । দেশে সবার অবদান রয়েছে । যখন বাংলায় অত্যাচার হচ্ছে, তখন অন্য রাজ্য এগিয়ে আসছে বাংলার পাশে । এটাই আমাদের সংস্কৃতি ছিল । বর্তমানে সেটা বদলে গিয়েছে । বর্তমানে একটি দল ওই বাতাবরণ নষ্ট করে দিয়েছে । যারা গান্ধিজিকে হত্যা করেছিল, তারাই আজ গর্বের কথা বলছে ।''

BJP-এর নাম না করে এদিন তিনি বলেন, ''দেশকে, ইতিহাসকে বদলে দিচ্ছে একটি রাজনৈতিক দল ।'' ইতিহাস জোর করে বদলানো যায় না, বদলানো যায় না মানবিকতাও, এমনটাই বলেন মুখ্য়মন্ত্রী । কাশ্মীর ইশু নিয়েও সরব হন মমতা ৷ বলেন, ''কাশ্মীর নিয়ে সব দলের সঙ্গে কথা বলা উচিত ছিল কেন্দ্রের । তাহলে সমস্যা এতটা জটিল হত না । বন্দুকের নলের সামনে কীভাবে আছে ওখানকার মানুষ, তা আমরা জানি না । খুব খারাপ লাগছে । সেখানে গেলে কাউকে দেখাও করতে দেওয়া হচ্ছে না ।''

ঘটনায় নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিধানসভায় এক মিনিট নীরবতা পালন করেন বিধায়করা । এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 100 বছরের ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেন । সর্বসম্মত এই প্রস্তাব নিয়ে দেড় ঘণ্টা আলোচনা হয় বিধানসভায় । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই প্রস্তাবে আলোচনার মাধ্যমে সম্মত হন সব দলের বিধায়করাই । কংগ্রেসের বিধায়ক অসিত মিত্র, তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজমোহন মজুমদার, BJP-এর পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতির্ময় কর, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এই প্রস্তাবের উপর আলোচনা করেন ।

কলকাতা, 29 অগাস্ট : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 100 বছর ৷ নির্বিচারে চলেছিল গুলি ৷ সেই হত্য়াকাণ্ডকে স্মরণে রেখে বিধানসভায় গৃহীত হল সর্বদলীয় প্রস্তাব । প্রস্তাব গ্রহণের পরই মুখ্য়মন্ত্রী ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে নাম না নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন ৷ তাঁর কথায়, ''ঐক্য়ের দেশে আগামী দিনে দেশে একটি রাজনৈতিক দল, একটি জাতির দাবি উঠবে । একজন নেতৃত্বের নাম উঠবে । দেশ ধীরে ধীরে সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে ।''

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ, গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল । সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বাংলার মানুষ । তাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন । দেশে সবার অবদান রয়েছে । যখন বাংলায় অত্যাচার হচ্ছে, তখন অন্য রাজ্য এগিয়ে আসছে বাংলার পাশে । এটাই আমাদের সংস্কৃতি ছিল । বর্তমানে সেটা বদলে গিয়েছে । বর্তমানে একটি দল ওই বাতাবরণ নষ্ট করে দিয়েছে । যারা গান্ধিজিকে হত্যা করেছিল, তারাই আজ গর্বের কথা বলছে ।''

BJP-এর নাম না করে এদিন তিনি বলেন, ''দেশকে, ইতিহাসকে বদলে দিচ্ছে একটি রাজনৈতিক দল ।'' ইতিহাস জোর করে বদলানো যায় না, বদলানো যায় না মানবিকতাও, এমনটাই বলেন মুখ্য়মন্ত্রী । কাশ্মীর ইশু নিয়েও সরব হন মমতা ৷ বলেন, ''কাশ্মীর নিয়ে সব দলের সঙ্গে কথা বলা উচিত ছিল কেন্দ্রের । তাহলে সমস্যা এতটা জটিল হত না । বন্দুকের নলের সামনে কীভাবে আছে ওখানকার মানুষ, তা আমরা জানি না । খুব খারাপ লাগছে । সেখানে গেলে কাউকে দেখাও করতে দেওয়া হচ্ছে না ।''

ঘটনায় নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিধানসভায় এক মিনিট নীরবতা পালন করেন বিধায়করা । এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 100 বছরের ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেন । সর্বসম্মত এই প্রস্তাব নিয়ে দেড় ঘণ্টা আলোচনা হয় বিধানসভায় । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই প্রস্তাবে আলোচনার মাধ্যমে সম্মত হন সব দলের বিধায়করাই । কংগ্রেসের বিধায়ক অসিত মিত্র, তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজমোহন মজুমদার, BJP-এর পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতির্ময় কর, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এই প্রস্তাবের উপর আলোচনা করেন ।

Intro:জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশ বছর নিয়ে বিধানসভায় গৃহীত হল সর্বদলীয় প্রস্তাব। সেদিনের ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বিধানসভায় সমস্ত বিধায়ক এক মিনিট নীরবতা পালন করলেন।


Body:সর্বসম্মত এই প্রস্তাবের ওপর দেড় ঘণ্টা আলোচনা হয় বিধানসভায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই প্রস্তাবটিতে আলোচনার মাধ্যমে সম্মত হন সব দলের বিধায়করা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি মিনিট জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশ বছরের ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেন। কংগ্রেসের বিধায়ক অসিত মিত্র, তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজমোহন মজুমদার, বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতির্ময় কর, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এই প্রস্তাবের ওপর আলোচনা করেন।
সর্বসম্মতভাবে প্রস্তাবটি গৃহীত হয় বিধানসভায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ, সমস্ত ঘটনা গোটা বিশ্বের কাছে আলোড়ন ফেলে দিয়েছিল। সবথেকে বেশি বন্দি ছিলেন বাংলার মানুষ। তারা দেশের জন্য নিজেদের জীবন ত্যাগ করেছেন। দেশটায় সবার অবদান রয়েছে। যখন বাংলায় অত্যাচার হচ্ছে তখন অন্য রাজ্য এগিয়ে আসছে বাংলার পাশে। এটাই আমাদের সংস্কৃতি ছিল। কিন্তু বর্তমানে সেটা বদলে গিয়েছে। বর্তমানে একটি দল ওই কের বাতাবরণ নষ্ট করে দিয়েছ। যারা গান্ধীজিকে হত্যা করেছিল তারাই আজ গর্বের কথা বলছে।
বিজেপির নাম না করে এদিন তিনি বলেন, দেশকে বদলে দিচ্ছেন। ইতিহাসকে বদলে দিচ্ছেন। এই রাজনৈতিক দল। এই দেশ সবার মানবিকতার মূল কথা। ইতিহাস জোর করে বদলানো যায় না। আজ আমরা মুখ বুজে আছি কাশ্মীরের বিষয়ে। কাশ্মীর নিয়ে সব দলের সঙ্গে কথা বলা উচিত ছিল কেন্দ্রের সরকারের। তাহলে সমস্যা এতটা জটিল হতো না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্দুকের নলের সামনে কিভাবে আছে ওখানকার মানুষ। তা আমরা জানি না। আমাদের খুব খারাপ লাগছে । সেখানে গেলে কাউকে দেখাও করতে দেওয়া হচ্ছে না।
মুখ্যমন্ত্রী এক আশংকার কথা প্রকাশ করেন আজকে বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে। তিনি আশঙ্কার সঙ্গে জানান, আগামী দিনে দেশে একটি রাজনৈতিক দল, একটি জাতির দাবি উঠবে। একজন নেতৃত্বের নাম উঠবে। দেশ ধীরে ধীরে সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।


Conclusion:
Last Updated : Aug 29, 2019, 5:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.