ETV Bharat / city

Dhankhar Ask AG to Meet Him : হাওড়া পৌর বিল নিয়ে এবার অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের

হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন অব্যাহত ৷ এবার এই নিয়ে কথা বলতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (wb governor ask advocate general to meet him) ৷

jagdeep dhankhar wants to talk with advocate general on howrah corporation bill
Dhankhar Ask AG to Meet Him : হাওড়া বিল নিয়ে অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের
author img

By

Published : Jan 1, 2022, 4:37 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (wb governor ask advocate general to meet him) ৷ আজ, শনিবার তিনি এই নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য সরকারকে ৷ হাওড়া পৌরনিগম সংশোধনী বিল সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছেন (jagdeep dhankhar wants to talk with advocate general on howrah corporation bill) ৷

রাজ্য সরকারকে চিঠি পাঠানোর পাশাপাশি এই বিষয়ে দু’টি টুইট করেন রাজ্যপাল (wb governor send a letter to govt) ৷ একটি টুইটে চিঠি অ্যাটাচও করেছেন তিনি ৷ সঙ্গে লিখেছেন, ওই সংক্রান্ত বিষয়ে সমস্ত নথি নিয়ে অতিদ্রুত দেখা করতে বলেছেন ৷

হাওড়া পৌরনিগমে কেন ভোট ঘোষণা হল না এই নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি বিচার করেই রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলকে তলব করেছেন বলে অন্য টুইটে লিখেছেন তিনি ৷

প্রসঙ্গত, কয়েক বছর আগে হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) সঙ্গে বালি পৌরসভাকে জুড়ে দিয়েছিল রাজ্য সরকার ৷ এবার ওই অংশ আবার হাওড়া পৌরনিগম থেকে বাদ দিতে চায় রাজ্য ৷ এই নিয়ে বিলও পাস হয়েছে বিধানসভায় (howrah municipal corporation amendment bill 2021) ৷ কিন্তু সেই বিল এখনও রাজ্যপাল সই করেননি বলে জানা গিয়েছে ৷

  • Government @MamataOfficial has been directed to make available the entire documentation to the Advocate General, who shall make it convenient, at the earliest, to confer with the undersigned, who at present is at Raj Bhavan, Darjeeling.

    The matter may be accorded utmost priority

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে রাজ্যপাল উল্লেখ করেছেন, গত 24 নভেম্বর তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন ৷ তার উত্তর অনেক দেরি করে গত 20 ডিসেম্বর পাঠায় রাজ্য ৷ তার পর আবার গত 24 ডিসেম্বর ওই বিষয়ে আরও কিছু তথ্য চেয়ে পাঠান তিনি ৷ তা গত 28 ডিসেম্বর পাঠিয়েছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : Corporation Election 2022 : পৌরনিগমের ভোটে কেন বাদ হাওড়া, রাজ্য ও কমিশনের কাছে জবাব তলব হাইকোর্টের

রাজ্যপাল এখন দার্জিলিংয়ে রয়েছেন ৷ কলকাতায় রাজভবনে পাঠানো সেই তথ্য গত 30 ডিসেম্বর দার্জিলিংয়ের রাজভবনে পৌঁছেছে বলে তিনি চিঠিতে রাজ্য সরকারকে জানিয়েছেন ৷ আর তারপরই তিনি তলব করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ৷

কলকাতা, 1 জানুয়ারি : রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (wb governor ask advocate general to meet him) ৷ আজ, শনিবার তিনি এই নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য সরকারকে ৷ হাওড়া পৌরনিগম সংশোধনী বিল সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছেন (jagdeep dhankhar wants to talk with advocate general on howrah corporation bill) ৷

রাজ্য সরকারকে চিঠি পাঠানোর পাশাপাশি এই বিষয়ে দু’টি টুইট করেন রাজ্যপাল (wb governor send a letter to govt) ৷ একটি টুইটে চিঠি অ্যাটাচও করেছেন তিনি ৷ সঙ্গে লিখেছেন, ওই সংক্রান্ত বিষয়ে সমস্ত নথি নিয়ে অতিদ্রুত দেখা করতে বলেছেন ৷

হাওড়া পৌরনিগমে কেন ভোট ঘোষণা হল না এই নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি বিচার করেই রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলকে তলব করেছেন বলে অন্য টুইটে লিখেছেন তিনি ৷

প্রসঙ্গত, কয়েক বছর আগে হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) সঙ্গে বালি পৌরসভাকে জুড়ে দিয়েছিল রাজ্য সরকার ৷ এবার ওই অংশ আবার হাওড়া পৌরনিগম থেকে বাদ দিতে চায় রাজ্য ৷ এই নিয়ে বিলও পাস হয়েছে বিধানসভায় (howrah municipal corporation amendment bill 2021) ৷ কিন্তু সেই বিল এখনও রাজ্যপাল সই করেননি বলে জানা গিয়েছে ৷

  • Government @MamataOfficial has been directed to make available the entire documentation to the Advocate General, who shall make it convenient, at the earliest, to confer with the undersigned, who at present is at Raj Bhavan, Darjeeling.

    The matter may be accorded utmost priority

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে রাজ্যপাল উল্লেখ করেছেন, গত 24 নভেম্বর তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন ৷ তার উত্তর অনেক দেরি করে গত 20 ডিসেম্বর পাঠায় রাজ্য ৷ তার পর আবার গত 24 ডিসেম্বর ওই বিষয়ে আরও কিছু তথ্য চেয়ে পাঠান তিনি ৷ তা গত 28 ডিসেম্বর পাঠিয়েছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : Corporation Election 2022 : পৌরনিগমের ভোটে কেন বাদ হাওড়া, রাজ্য ও কমিশনের কাছে জবাব তলব হাইকোর্টের

রাজ্যপাল এখন দার্জিলিংয়ে রয়েছেন ৷ কলকাতায় রাজভবনে পাঠানো সেই তথ্য গত 30 ডিসেম্বর দার্জিলিংয়ের রাজভবনে পৌঁছেছে বলে তিনি চিঠিতে রাজ্য সরকারকে জানিয়েছেন ৷ আর তারপরই তিনি তলব করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.