ETV Bharat / city

Jagdeep Dhankhar on Amit Mitra : আদৌ বিনিয়োগ এসেছে নাকি শুধুই ফাঁকা আওয়াজ, ফের অমিতের জবাব তলব রাজ্যপালের - Job Opportunities in Bengal

এর আগেও মমতা সরকারকে বাণিজ্য সম্মেলন নিয়ে যাবতীয় তথ্য চেয়ে মমতা সরকারকে চিঠি দেন ধনকড় ৷ তারও আগে, গত বছর অগস্টেও এনিয়ে একবার রাজ্যের কাছে জবাব তলব করেছিলেন রাজ্যপাল ৷ কিন্তু রাজ্যের তরফে কোনও জবাব মেলেনি বলে দাবি করেন তিনি ৷

Jagdeep Dhankhar again sought response from Amit Mitra on investments from Bengal Global Business Sumiit
অমিতের জবাব তলব ধনকড়ের ।
author img

By

Published : Nov 20, 2021, 9:31 PM IST

কলকাতা, 20 নভেম্বর: প্রশ্ন তুলে আসছিলেন দীর্ঘ দিন ধরেই । একবার ফের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) নিয়ে সরকারের কাছে বিশদ তথ্যের দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যের সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রের কাছে সেই নিয়ে ফের জবাব তলব করলেন তিনি । বিগত পাঁচ বাণিজ্য সম্মেলন থেকে কোথায়, কত বিনিয়োগ এসেছে, তার বিশদ তথ্য প্রকাশ করতে অমিতকে নির্দেশ দিলেন ৷

শনিবার অমিতের উদ্দেশে লেখা চিঠি টুইটারে প্রকাশ করেন ধনকড় । তিনি লেখেন, ‘বাকপটু অমিত মিত্রের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিভ্রমের জন্য রাজ্যের উন্নয়ন, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা প্রশ্নের মুখে ৷ তাঁর কাছে জবাব চেয়েছি ৷ এখন বিজিবিএস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের সময় এসেছে ৷’ বাণিজ্য সম্মেলনে প্রশ্নাতীত সাফল্য এসেছে বলে দাবি করলেও, তার খুঁটিনাটি মানুষের থেকে লুকিয়ে রাখা হচ্ছে কেন, প্রশ্ন তুলেছেন ধনকড় ৷

আরও পড়ুন: Sukanta Majumdar on Tathagata Roy : তথাগতর ‘আপাতত বিদায়’ টুইটে মন্তব্যে নারাজ সুকান্ত

অর্থমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি অমিতকে নিজের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা নিয়োগ করেছেন মমতা ৷ এর আগে যদিও ধনকড়ের অভিযোগ খারিজ করেছিলেন অমিত ৷ জানিয়েছিলেন, বিগত পাঁচ বাণিজ্য সম্মেলন থেকে প্রাপ্ত বিনিয়োগের প্রস্তাব সংক্রান্ত প্রস্তাবের পুঙ্খানুপুঙ্খ তথ্য আগেই রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন তিনি ৷ কিন্তু চিঠিতে রাজ্যপালের বক্তব্য, ‘চার পাতার যে তথ্য আপনি দিয়েছিলেন, তার ভুল ব্যাখ্যা হচ্ছে ৷ কারণ যে পাঁচটি বিষয় নিয়েপ্রশ্ন উঠছে, তার ধারেকাছেও যাননি আপনি ৷’

বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে আগেও সরাসি সঙ্ঘাত বেঁধেছে ধনকড় এবং অমিতের মধ্যে ৷ প্রকাশ্যে বচসায়ও জড়িয়ে পড়েন দু’জনে ৷ কিন্তু ধনকড়ের বক্তব্য, ‘পাঁচটি বাণিজ্য সম্মেলন থেকে 12.30 লক্ষ কোটির বিনিয়োগ এসেছে বলে দাবি করলেও, তার কোনও যুক্তিপূর্ণ ব্যাখ্যা নেই, তা হতে পারে না ৷ প্রশ্নাতীত সাফল্য এসেছে বলে দাবি করছেন, অথচ বাণিজ্য সম্মেলনের তথ্য প্রকাশে এত আপত্তি কেন ! 2016 সাল থেকে প্রত্যেক বাণিজ্য সম্মেলন পিছু কত খরচ হয়েছে এবং তা থেকে কী অর্জন হয়েছে, কত টাকার বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে, তা প্রকাশ করছেন না কেন ?’ যত শীঘ্র সম্ভব এই সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করতে হবে বলে দাবি জানিয়েছেন ধনকড় ৷ তাঁর দাবি, সত্যটা সকলেই জানেন ৷ যত বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে দাবি করছে সরকার, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ৷

আরও পড়ুন: Teenage Girls Rescue : মোটরবাইক থামিয়ে দুই কিশোরীকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ

এর আগেও মমতা সরকারকে বাণিজ্য সম্মেলন নিয়ে যাবতীয় তথ্য চেয়ে মমতা সরকারকে চিঠি দেন ধনকড় ৷ তারও আগে, গত বছর আগস্টেও এ নিয়ে এক বার রাজ্যের কাছে জবাব তলব করেছিলেন ৷ কিন্তু রাজ্যের তরফে কোনও সাড়াশব্দ মেলেনি বলে দাবি করেন তিনি ৷

কলকাতা, 20 নভেম্বর: প্রশ্ন তুলে আসছিলেন দীর্ঘ দিন ধরেই । একবার ফের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) নিয়ে সরকারের কাছে বিশদ তথ্যের দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যের সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রের কাছে সেই নিয়ে ফের জবাব তলব করলেন তিনি । বিগত পাঁচ বাণিজ্য সম্মেলন থেকে কোথায়, কত বিনিয়োগ এসেছে, তার বিশদ তথ্য প্রকাশ করতে অমিতকে নির্দেশ দিলেন ৷

শনিবার অমিতের উদ্দেশে লেখা চিঠি টুইটারে প্রকাশ করেন ধনকড় । তিনি লেখেন, ‘বাকপটু অমিত মিত্রের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিভ্রমের জন্য রাজ্যের উন্নয়ন, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা প্রশ্নের মুখে ৷ তাঁর কাছে জবাব চেয়েছি ৷ এখন বিজিবিএস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের সময় এসেছে ৷’ বাণিজ্য সম্মেলনে প্রশ্নাতীত সাফল্য এসেছে বলে দাবি করলেও, তার খুঁটিনাটি মানুষের থেকে লুকিয়ে রাখা হচ্ছে কেন, প্রশ্ন তুলেছেন ধনকড় ৷

আরও পড়ুন: Sukanta Majumdar on Tathagata Roy : তথাগতর ‘আপাতত বিদায়’ টুইটে মন্তব্যে নারাজ সুকান্ত

অর্থমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি অমিতকে নিজের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা নিয়োগ করেছেন মমতা ৷ এর আগে যদিও ধনকড়ের অভিযোগ খারিজ করেছিলেন অমিত ৷ জানিয়েছিলেন, বিগত পাঁচ বাণিজ্য সম্মেলন থেকে প্রাপ্ত বিনিয়োগের প্রস্তাব সংক্রান্ত প্রস্তাবের পুঙ্খানুপুঙ্খ তথ্য আগেই রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন তিনি ৷ কিন্তু চিঠিতে রাজ্যপালের বক্তব্য, ‘চার পাতার যে তথ্য আপনি দিয়েছিলেন, তার ভুল ব্যাখ্যা হচ্ছে ৷ কারণ যে পাঁচটি বিষয় নিয়েপ্রশ্ন উঠছে, তার ধারেকাছেও যাননি আপনি ৷’

বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে আগেও সরাসি সঙ্ঘাত বেঁধেছে ধনকড় এবং অমিতের মধ্যে ৷ প্রকাশ্যে বচসায়ও জড়িয়ে পড়েন দু’জনে ৷ কিন্তু ধনকড়ের বক্তব্য, ‘পাঁচটি বাণিজ্য সম্মেলন থেকে 12.30 লক্ষ কোটির বিনিয়োগ এসেছে বলে দাবি করলেও, তার কোনও যুক্তিপূর্ণ ব্যাখ্যা নেই, তা হতে পারে না ৷ প্রশ্নাতীত সাফল্য এসেছে বলে দাবি করছেন, অথচ বাণিজ্য সম্মেলনের তথ্য প্রকাশে এত আপত্তি কেন ! 2016 সাল থেকে প্রত্যেক বাণিজ্য সম্মেলন পিছু কত খরচ হয়েছে এবং তা থেকে কী অর্জন হয়েছে, কত টাকার বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে, তা প্রকাশ করছেন না কেন ?’ যত শীঘ্র সম্ভব এই সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করতে হবে বলে দাবি জানিয়েছেন ধনকড় ৷ তাঁর দাবি, সত্যটা সকলেই জানেন ৷ যত বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে দাবি করছে সরকার, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ৷

আরও পড়ুন: Teenage Girls Rescue : মোটরবাইক থামিয়ে দুই কিশোরীকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ

এর আগেও মমতা সরকারকে বাণিজ্য সম্মেলন নিয়ে যাবতীয় তথ্য চেয়ে মমতা সরকারকে চিঠি দেন ধনকড় ৷ তারও আগে, গত বছর আগস্টেও এ নিয়ে এক বার রাজ্যের কাছে জবাব তলব করেছিলেন ৷ কিন্তু রাজ্যের তরফে কোনও সাড়াশব্দ মেলেনি বলে দাবি করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.