ETV Bharat / city

CAA বিতর্ক, পোলিশ ছাত্রের দেশ ছাড়ার নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টে - পোলিশ ছাত্র

CAA বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পোলিশ ছাত্রকে দেশ ছাড়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

Kolkata HighCourt
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Mar 18, 2020, 12:06 PM IST

কলকাতা, 18 মার্চ: নাগরিক সংশোধনী বিলের বিরোধী মিছিলে অংশগ্রহণকারী পোলিশ ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷

পোল্যান্ডের বাসিন্দা কামিল শেদচিনস্কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র ৷ গত বছর ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী এক মিছিলে অংশ নেন তিনি ৷ এর প্রেক্ষিতে গত 14 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নোটিস দিয়ে 15 দিনের মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয় ।

চলতি মাসের শুরুতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কামিল । টানা দু'দিন শুনানির পর গত 5 মার্চ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেন ও শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন । সেই রায়দান করলেন আজ ।

মামলার শুনানিতে কামিলের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, ‘‘কামিল এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃতে স্নাতক ডিগ্রি পাশ করেছে । তারপর সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করছে । 19 ডিসেম্বর CAA বিরোধী মিছিলের ছবি তুলছিল সে । তার মানেই এই নয় যে, সে মিছিলে অংশগ্রহণ করেছিল ।’’

এই বক্তব্যের পাশাপাশি তিনি ভারতীয় সংবিধানের 14 ধারারও উল্লেখ করে বলেন, আইনের চোখে সবাই সমান ।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন,‘‘কামিল একজন বিদেশি । কয়েকদিনের জন্য ভিসা নিয়ে এদেশে পড়াশোনা করতে সে এসেছে । আইনত হাইকোর্টে সে মামলা করতে পারে না ।’’

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রায়দান স্থগিত রেখেছিলেন । আজ সেই মামলার রায়দান করে তিনি কামিলকে দেশ ছাড়ার নির্দেশ খারিজ করে দেন ৷

কলকাতা, 18 মার্চ: নাগরিক সংশোধনী বিলের বিরোধী মিছিলে অংশগ্রহণকারী পোলিশ ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷

পোল্যান্ডের বাসিন্দা কামিল শেদচিনস্কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র ৷ গত বছর ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী এক মিছিলে অংশ নেন তিনি ৷ এর প্রেক্ষিতে গত 14 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নোটিস দিয়ে 15 দিনের মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয় ।

চলতি মাসের শুরুতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কামিল । টানা দু'দিন শুনানির পর গত 5 মার্চ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেন ও শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন । সেই রায়দান করলেন আজ ।

মামলার শুনানিতে কামিলের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, ‘‘কামিল এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃতে স্নাতক ডিগ্রি পাশ করেছে । তারপর সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করছে । 19 ডিসেম্বর CAA বিরোধী মিছিলের ছবি তুলছিল সে । তার মানেই এই নয় যে, সে মিছিলে অংশগ্রহণ করেছিল ।’’

এই বক্তব্যের পাশাপাশি তিনি ভারতীয় সংবিধানের 14 ধারারও উল্লেখ করে বলেন, আইনের চোখে সবাই সমান ।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন,‘‘কামিল একজন বিদেশি । কয়েকদিনের জন্য ভিসা নিয়ে এদেশে পড়াশোনা করতে সে এসেছে । আইনত হাইকোর্টে সে মামলা করতে পারে না ।’’

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রায়দান স্থগিত রেখেছিলেন । আজ সেই মামলার রায়দান করে তিনি কামিলকে দেশ ছাড়ার নির্দেশ খারিজ করে দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.