কলকাতা, 29 জুন : আজ বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক । সেই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । সূত্রের খবর, কৈলাস বিজয়বর্গীয়’র (kailash vijayvargiya) মতো বাংলার ভারপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতাদের ভাগ্য নির্ধারণ হতে পারে এই বৈঠকে ৷ আগামী দিনে পশ্চিমবঙ্গে দলীয় নীতি কী হবে ? তার প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হবার কথা ওই বৈঠকে ৷
বিজেপি সূত্রে খবর, 2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্যের পর্যবেক্ষক হিসেবে কৈলাস বিজয়বর্গীয় মূল দায়িত্বে ছিলেন । অভিযোগ ছিল কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী নেতাদের বেশি গুরুত্ব দিতেন ৷ এর ফলে দিলীপ গোষ্ঠীর লোকজনের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়’র দূরত্ব তৈরি হয় । বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির হাজার হাজার কর্মী ঘরছাড়া ৷ কিন্তু তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি কৈলাসকে ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো নেতাদের বিজেপির প্রার্থী করার পিছনে কৈলাসের হাত ছিল বলে অভিযোগ গেরুয়া শিবিরের অন্দরে । যা ভোটের ফলাফলে একেবারে বুমেরাং হয়েছে । তাই রাজ্য কমিটির বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় ক্ষোভের মুখে পড়তে পারেন ৷ কেন্দ্রীয় নেতৃত্ব কি কৈলাসকে তাঁর পদ থেকে সরাচ্ছে ? তাঁর জায়গায় কি নতুন কাউকে দায়িত্বে আনা হতে পারে ? সেই বিষয়ে এই বৈঠকে একপ্রকার ইঙ্গিত মিলতে পারে বলে মনে করা হচ্ছে ।
তবে, এই রাজ্য কমিটির বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে সমান গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । তাই এবারের এই বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম বক্তাদের তালিকায় রয়েছে । যদিও, শুভেন্দু অধিকারী নিজেও তৃণমূল থেকে আসা একজন নেতা । তবুও অন্য দলবদলুদের থেকে একটু আলাদা করেই তাঁকে দেখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷
আরও পড়ুন : ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে ফোনে কথা অমিত-কৈলাসের
2021 বিধানসভা নির্বাচনে পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে রাজ্য বিজেপিকে কীভাবে পরিচালনা করা হবে ? কী কী কর্মসূচি নেওয়া হবে ? করোনা পরিস্থিতিতে আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনে বিজেপি কীভাবে পথে নামবে ? বিধানসভার ভিতরে সরকার বিরোধী লাইন কী হবে ? বিধানসভার বাইরে ভ্যাকসিন কেলেঙ্কারি থেকে রাজনৈতিক হিংসা বন্ধে কী কী পদক্ষেপ করা হবে ? ঘরছাড়া বিজেপি কর্মীদের কীভাবে ঘরে ফেরানো হবে ? এমন একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হবে রাজ্য কমিটির বৈঠকে ৷
আরও পড়ুন : গো ব্যাক কৈলাস, পোস্টার বিজেপি দফতরের সামনেই
সূত্রের খবর, বিজেপির সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি পদে বড় রদবদল হতে পারে । কেন্দ্রীয় নেতৃত্ব নতুন করে রাজ্যের সংগঠন তৈরি করতে চাইছে ৷ তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করবে রাজ্য বিজেপি । রাজ্য কমিটির বৈঠকে সেই বিষয়েও সিদ্ধান্ত হতে পারে ৷ এছাড়া, বিজেপির ‘বেসুরো’ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের মত তৃণমূল থেকে আসা নেতারা আগামিকালের বৈঠকে উপস্থিত থাকবেন ? না কী এই বৈঠক এড়িয়ে যাবেন ? সেই বিষয়টিও এখন দেখার ৷
আরও পড়ুন : Tathagata Roy: বোকা বিড়াল কৈলাসকেও নিয়ে যাক তৃণমূল, কটাক্ষ তথাগতর
বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান আগামিকালের বৈঠকটি মূলত সাংগঠনিক বৈঠক । তিনি বলেন, ‘‘আগামী দিনে বিজেপি কোন কোন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামবে, তারই তালিকা তৈরি হবে ওই বৈঠকে । বৈঠক শেষে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যৌথ সাংবাদিক বৈঠকে করে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন’’ ৷