ETV Bharat / city

IT Raid in Kolkata কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো কোম্পানি, শহরে পরপর আয়কর হানা - কালো টাকা

কালো টাকা সাদা করতে শহরে একাধিক ভুয়ো কোম্পানি রয়েছে বলে অভিযোগ উঠল (IT Raid in Kolkata)৷ সেই অভিযোগ পেয়েই আজ কলকাতার বিভিন্ন জায়গায় পরপর হানা দিল আয়কর দফতর ৷

IT raid at different places in Kolkata
কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো কোম্পানি, শহরে পরপর আয়কর হানা
author img

By

Published : Aug 18, 2022, 2:22 PM IST

কলকাতা, 18 অগস্ট: শহরে একাধিক সংস্থা খুলে কালো টাকাকে (Black money) সাদা টাকায় রূপান্তর করার চেষ্টা ! এমন অভিযোগ পেয়ে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামল আয়কর বিভাগ (IT Raid in Kolkata)। জানা গিয়েছে, শহরের মোট 30টি জায়গায় আয়কর দফতরের অভিযান চলছে । পার্ক সার্কাস, গড়িয়াহাট, এলগিন রোড-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

আয়কর দফতর সূত্রের খবর, বিভিন্ন জায়গার অনৈতিক ও বেআইনি কাজের যে কালো টাকা সংগ্রহ হত সেই কালো টাকা বিভিন্ন সংস্থা খুলে সেখানে খাটিয়ে সেগুলি সাদা টাকায় পরিণত করা হত । পরে সেই সাদা টাকা একটি নামেই নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে ঢোকানো হত । বেশ কিছুদিন আগে থেকেই এই তথ্য পেয়েছিল আয়কর দফতর । এ দিন প্রায় 150 জন আয়কর দফতরের কর্মী মোট 30টি জায়গায় তল্লাশি অভিযান চালান । এই সব নির্মাণ সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র-সহ গুরুত্বপূর্ণ তথ্য ।

আরও পড়ুন: অনুব্রতর গচ্ছিত টাকার খোঁজে 6 ব্যাংকে চিঠি পাঠাল সিবিআই

বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা পাচারের গোপন তথ্য সামনে আসে আয়কর দফতরের কাছে । তদন্তে নেমে তাঁরা জানতে পারেন যে, কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তর করার জন্য শহরের বুকে একাধিক জায়গায় খোলা হয়েছিল বিভিন্ন কোম্পানি । কিন্তু আদতে সেই সকল কোম্পানিগুলো ভুয়ো বা নকল । সেই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা টাকায় পরিণত করে একটি বিশেষ নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হত । আয়কর দফতরের অভিযোগ, পরবর্তীকালে সেই সাদা টাকা বিভিন্ন জায়গায় খাটানো হত । টাকার উৎস সন্ধানে নেমে শহরের 30টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে আয়কর দফতর (IT raid)।

কলকাতা, 18 অগস্ট: শহরে একাধিক সংস্থা খুলে কালো টাকাকে (Black money) সাদা টাকায় রূপান্তর করার চেষ্টা ! এমন অভিযোগ পেয়ে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামল আয়কর বিভাগ (IT Raid in Kolkata)। জানা গিয়েছে, শহরের মোট 30টি জায়গায় আয়কর দফতরের অভিযান চলছে । পার্ক সার্কাস, গড়িয়াহাট, এলগিন রোড-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

আয়কর দফতর সূত্রের খবর, বিভিন্ন জায়গার অনৈতিক ও বেআইনি কাজের যে কালো টাকা সংগ্রহ হত সেই কালো টাকা বিভিন্ন সংস্থা খুলে সেখানে খাটিয়ে সেগুলি সাদা টাকায় পরিণত করা হত । পরে সেই সাদা টাকা একটি নামেই নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে ঢোকানো হত । বেশ কিছুদিন আগে থেকেই এই তথ্য পেয়েছিল আয়কর দফতর । এ দিন প্রায় 150 জন আয়কর দফতরের কর্মী মোট 30টি জায়গায় তল্লাশি অভিযান চালান । এই সব নির্মাণ সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র-সহ গুরুত্বপূর্ণ তথ্য ।

আরও পড়ুন: অনুব্রতর গচ্ছিত টাকার খোঁজে 6 ব্যাংকে চিঠি পাঠাল সিবিআই

বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা পাচারের গোপন তথ্য সামনে আসে আয়কর দফতরের কাছে । তদন্তে নেমে তাঁরা জানতে পারেন যে, কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তর করার জন্য শহরের বুকে একাধিক জায়গায় খোলা হয়েছিল বিভিন্ন কোম্পানি । কিন্তু আদতে সেই সকল কোম্পানিগুলো ভুয়ো বা নকল । সেই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা টাকায় পরিণত করে একটি বিশেষ নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হত । আয়কর দফতরের অভিযোগ, পরবর্তীকালে সেই সাদা টাকা বিভিন্ন জায়গায় খাটানো হত । টাকার উৎস সন্ধানে নেমে শহরের 30টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে আয়কর দফতর (IT raid)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.