ETV Bharat / city

IT Raid in Kolkata কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো কোম্পানি, শহরে পরপর আয়কর হানা

কালো টাকা সাদা করতে শহরে একাধিক ভুয়ো কোম্পানি রয়েছে বলে অভিযোগ উঠল (IT Raid in Kolkata)৷ সেই অভিযোগ পেয়েই আজ কলকাতার বিভিন্ন জায়গায় পরপর হানা দিল আয়কর দফতর ৷

IT raid at different places in Kolkata
কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো কোম্পানি, শহরে পরপর আয়কর হানা
author img

By

Published : Aug 18, 2022, 2:22 PM IST

কলকাতা, 18 অগস্ট: শহরে একাধিক সংস্থা খুলে কালো টাকাকে (Black money) সাদা টাকায় রূপান্তর করার চেষ্টা ! এমন অভিযোগ পেয়ে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামল আয়কর বিভাগ (IT Raid in Kolkata)। জানা গিয়েছে, শহরের মোট 30টি জায়গায় আয়কর দফতরের অভিযান চলছে । পার্ক সার্কাস, গড়িয়াহাট, এলগিন রোড-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

আয়কর দফতর সূত্রের খবর, বিভিন্ন জায়গার অনৈতিক ও বেআইনি কাজের যে কালো টাকা সংগ্রহ হত সেই কালো টাকা বিভিন্ন সংস্থা খুলে সেখানে খাটিয়ে সেগুলি সাদা টাকায় পরিণত করা হত । পরে সেই সাদা টাকা একটি নামেই নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে ঢোকানো হত । বেশ কিছুদিন আগে থেকেই এই তথ্য পেয়েছিল আয়কর দফতর । এ দিন প্রায় 150 জন আয়কর দফতরের কর্মী মোট 30টি জায়গায় তল্লাশি অভিযান চালান । এই সব নির্মাণ সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র-সহ গুরুত্বপূর্ণ তথ্য ।

আরও পড়ুন: অনুব্রতর গচ্ছিত টাকার খোঁজে 6 ব্যাংকে চিঠি পাঠাল সিবিআই

বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা পাচারের গোপন তথ্য সামনে আসে আয়কর দফতরের কাছে । তদন্তে নেমে তাঁরা জানতে পারেন যে, কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তর করার জন্য শহরের বুকে একাধিক জায়গায় খোলা হয়েছিল বিভিন্ন কোম্পানি । কিন্তু আদতে সেই সকল কোম্পানিগুলো ভুয়ো বা নকল । সেই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা টাকায় পরিণত করে একটি বিশেষ নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হত । আয়কর দফতরের অভিযোগ, পরবর্তীকালে সেই সাদা টাকা বিভিন্ন জায়গায় খাটানো হত । টাকার উৎস সন্ধানে নেমে শহরের 30টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে আয়কর দফতর (IT raid)।

কলকাতা, 18 অগস্ট: শহরে একাধিক সংস্থা খুলে কালো টাকাকে (Black money) সাদা টাকায় রূপান্তর করার চেষ্টা ! এমন অভিযোগ পেয়ে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামল আয়কর বিভাগ (IT Raid in Kolkata)। জানা গিয়েছে, শহরের মোট 30টি জায়গায় আয়কর দফতরের অভিযান চলছে । পার্ক সার্কাস, গড়িয়াহাট, এলগিন রোড-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

আয়কর দফতর সূত্রের খবর, বিভিন্ন জায়গার অনৈতিক ও বেআইনি কাজের যে কালো টাকা সংগ্রহ হত সেই কালো টাকা বিভিন্ন সংস্থা খুলে সেখানে খাটিয়ে সেগুলি সাদা টাকায় পরিণত করা হত । পরে সেই সাদা টাকা একটি নামেই নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে ঢোকানো হত । বেশ কিছুদিন আগে থেকেই এই তথ্য পেয়েছিল আয়কর দফতর । এ দিন প্রায় 150 জন আয়কর দফতরের কর্মী মোট 30টি জায়গায় তল্লাশি অভিযান চালান । এই সব নির্মাণ সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র-সহ গুরুত্বপূর্ণ তথ্য ।

আরও পড়ুন: অনুব্রতর গচ্ছিত টাকার খোঁজে 6 ব্যাংকে চিঠি পাঠাল সিবিআই

বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা পাচারের গোপন তথ্য সামনে আসে আয়কর দফতরের কাছে । তদন্তে নেমে তাঁরা জানতে পারেন যে, কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তর করার জন্য শহরের বুকে একাধিক জায়গায় খোলা হয়েছিল বিভিন্ন কোম্পানি । কিন্তু আদতে সেই সকল কোম্পানিগুলো ভুয়ো বা নকল । সেই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা টাকায় পরিণত করে একটি বিশেষ নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হত । আয়কর দফতরের অভিযোগ, পরবর্তীকালে সেই সাদা টাকা বিভিন্ন জায়গায় খাটানো হত । টাকার উৎস সন্ধানে নেমে শহরের 30টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে আয়কর দফতর (IT raid)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.